[প্রথমপাতা]

 

 

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা চৌধুরীঃ
সুপার মডেল হতে চাই

 

কমিউনিটি রিপোর্ট ।।

ছোটপর্দার এ সময়ের আলোচিত মুখ সুকন্যা চৌধুরী। বিজ্ঞাপন ও নাটক দিয়ে জয় করেছেন মানুষের মন। তিনি নাটকের পাশাপাশি চলচিত্রের ছবি নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। সমসাময়িক কাজ নিয়ে আজ তার এই সাক্ষাৎকারটি গ্রহণ করছেন আমাদের ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : শুটিং নিয়ে ব্যস্ততা কেমন?
সুকন্যা চৌধুরী : বেশ চাপের মধ্যে আছি। প্রতিদিনই কোন না কোনো নাটকের শুটিং করছি। যেমন এখন আমি ১০৪ পর্বের নাটকের কাজ করছি। নাটকটি তৈরি করছেন পিএ কাজল।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : কেমন হচ্ছে কাজ?
সুকন্যা চৌধুরী : পিএ কাজল সাহেবের গল্প আমার সব সময়ই ভালো লাগে। এ নাটকে আমার সঙ্গে আরও অনেকই আছেন।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আসছে ঈদে কয়টি নাটক করছেন?
সুকন্যা চৌধুরী : অনেক নাটকের অফার আসছে, দেখি কয়টি করা যায়। আরও বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা আছে?
সুকন্যা চৌধুরী : সব অভিনয়শিল্পীরই ইচ্ছা থাকে বড় পর্দায় কাজ করার। আমারও ইচ্ছা আছে, তবে ইতোপূর্বে আমি কাজী হায়াতের পরিচালিত বুক ভরা জ্বালা ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করেছি। বর্তমানে নাটক ও বিজ্ঞাপন নিয়ে ব্যসত্দ সময় পার করছি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : এক সময় নাচতেন, এখন কি নাচেন?
সুকন্যা চৌধুরী : বিজ্ঞাপনে নাচটা খুব প্রয়োজনীয়। আর আমার ইচ্ছা ছিল বিজ্ঞাপনে কাজ করার। এ জন্যই নাচ শেখা। এখনও আমি নাচ করি ।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : এ পর্যন্ত কতটি বিজ্ঞাপনে কাজ করেছেন?
সুকন্যা চৌধুরী : আমার বিজ্ঞাপনের যাত্রা শুরু হয় সেজান জুস ও সিটিসেল বিজ্ঞাপনের মধ্য দিয়ে। এ পর্যন্ত অনেক বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : মডেল, অভিনেত্রী নাকি নৃত্যশিল্পীথ কোনটি আসল পরিচয়?
সুকন্যা চৌধুরী : আসলে আমি একজন সুপার মডেল হতে চাই।
 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ ঈদের নাটক

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত

>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

 

[প্রথমপাতা]