[প্রথমপাতা]

 

 

 

'নজরুল আমাদের কুড়িয়ে পাওয়া ধন'

 


 

হাবিবুর রহমান, ঢাকা থেকে ।।

ফাতেমা তুজ জোহরা। আমাদের দেশের জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী। শুরু থেকে এখনো তিনি নিয়মিত নজরুল চর্চা করে যাচ্ছেন। ২৫ মে শুক্রবার নজরুল জন্মজয়ন্তী। এ উপলক্ষে তার সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান।

কমিউনিটিঃ নজরুল জন্মজয়ন্তীতে কি কি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন?

ফাতেমা তুজ জোহরাঃ সব ক'টি টেলিভিশন চ্যানেলই বিশেষ আয়োজন করছে। প্রায় সব চ্যানেলেই আমি অংশগ্রহণ করেছি। গান গেয়েছি। এছাড়া ২৫ মে শুক্রবারের জন্য বেশ কিছু স্টেজ শোতে গান করব।

কমিউনিটিঃ নজরুলের সব গানের স্বরলিপি না থাকায় মাঝে মাঝে কিছু বিতর্ক শোনা যায়। এ বিষয়ে আপনার মন্তব্য কি?

ফাতেমা তুজ জোহরাঃ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাঙালির এই মহৎ কবিকে নিয়ে বিতর্ক নেই। তিনি চার হাজারের অধিক গান রচনা করলেও তার জীবদ্দশায় সেগুলোর স্বরলিপি রচনা সম্ভব হয়নি। তাই কিছুটা বিতর্ক হতে পারে। কিন্তু আদি গ্রামোফোন রেকর্ডে তো আছে। যেগুলো কবির সামনে রেকর্ড হয়েছে। ওই রেকর্ড অনুসরণ করে ইতোমধ্যে বেশকিছু স্বরলিপি গ্রন্থ প্রকাশ হয়েছে। শুদ্ধভাবে নজরুলসংগীত চর্চা করতে হলে গ্রামোফোন রেকর্ড অনুসরণ করলেই হবে। শুধু শুধু বিতর্কের তো প্রয়োজন নেই।

কমিউনিটিঃ কবি একাধারে প্রেম, প্রকৃতি, ভক্তিগীতি, শ্যামাসংগীত ইত্যাদি রচনা করেছেন?

ফাতেমা তুজ জোহরাঃ হামদ, নাথ, শ্যামাসংগীতসহ নানা বিষয়ে তিনি লিখেছেন। তিনি ছিলেন জাদুকরী এক স্রষ্টা। বাঙালির সাংস্কৃতিক মুক্তির জন্য তিনি দুই হাতে লিখেছেন। তার গান গভীরভাবে শুনলে দেখা যাবে তিনি কী বিচিত্র সব রাগ-রাগিনী ব্যবহার করেছেন। তিনি সব ধর্মের মানুষকে এক করে দেখেছেন। আবার গণসংগীত, মার্চসংগীতও রচনা করেছেন। তার কবিতায় ফুটে উঠেছে বিদ্রোহের কণ্ঠস্বর। তিনি জেলও খেটেছেন। তার কীর্তি অতুলনীয়।

কমিউনিটিঃ এ বছর 'বিদ্রোহী' কবিতার নব্বই বছর হচ্ছে?

ফাতেমা তুজ জোহরাঃ তিনি মাত্র ২২ বছর বয়সে 'বিদ্রোহী' কবিতা রচনা করেন। এ কবিতা একটি চিরন্তন বাণী। এর আবেদন কখনো ফুরাবে না। তিনি যে বয়সে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তার ফলেই বাঙালি ব্রিটিশদের কাছ থেকে পরাধীনতা থেকে মুক্তি পেয়েছে। জাতির মুক্তির ব্যাপারে বিশ্বকবি রবীন্দ্রনাথ আর নজরুলের আগে কেউ তো বলেনি। সুতরাং এই দুই মহান কবিকে আমাদের সব চেতনায় ধরে রাখতে হবে। ধরে রাখতে পারলে আমরা এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা পাব।

কমিউনিটিঃ নজরুলের গান, কবিতা ও অন্যান্য রচনা কীভাবে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়?

ফাতেমা তুজ জোহরাঃ আমাদের দেশে নজরুল জন্মজয়ন্তী বা মৃত্যুবার্ষিকী এলে বিভিন্ন গণমাধ্যম বেশ সজাগ হয়ে ওঠে। কিন্তু তাকে নিয়ে বছরব্যাপী কোনো চর্চা হয় না। অথচ চীন দেশের গবেষক পাই খং ইউয়াং কবির দেড় শতাধিক কবিতা চীনা ভাষায় অনুবাদ করেছে। আমেরিকায় মি. জন থ্র নজরুল সাহিত্য অনুবাদ করেছে। জলজ ভাদুড়িসহ বহু বিদেশি নজরুলকে নিয়ে নানা গবেষণা করছেন। তাদের আমাদের দেশ কোনো পৃষ্ঠপোষকতা করেছে কিনা জানি না। নজরুলকে প্রসার ঘটাতে হলে তার সাহিত্য, সংগীতকে প্রচার করতে হবে।

কমিউনিটিঃ বছরের দু-একটি দিন নজরুলকে নিয়ে আলোচনা হয়। আপনার মতো অনেকেই এটা নিয়ে মনোক্ষুণ্ন?

ফাতেমা তুজ জোহরাঃ বিষয়টি তো মনোক্ষুণ্ন হওয়ার মতোই। নজরুলের মতো বিশাল মাপের কবিকে আমরা শুধু উৎসবের উপলক্ষ করে রেখেছি। নিয়মিত নজরুল চর্চা করছি না। সত্যিই দুঃখজনক।

কমিউনিটিঃ নজরুলের গানের প্রতি তরুণদের আগ্রহ কেমন?

ফাতেমা তুজ জোহরাঃ নজরুল আমাদের কুড়িয়ে পাওয়া ধন। তাকে নিয়ে তরুণদের আগ্রহ সবচেয়ে বেশি। সারা দেশে বহু ছেলেমেয়ে নজরুলসংগীত চর্চা করে। নজরুলের বই পড়ে। বিশ্ববিদ্যালয়, কলেজে, স্কুলে তারা কবির বিভিন্ন রচনা পড়াশোনা করে। আমি বিশ্বাস করি, নজরুল তার সৃষ্টির মাধ্যমে সমগ্র বাঙালির কাছে আজীবন টিকে থাকবেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 
 

>>বাংলাদেশে মৌলবাদীদের ভবিষ্যৎ অন্ধকারঃ কবীর চৌধুরী (১৮ বছর আগে টোকিওতে সাংবাদিক সজল বড়ুয়ার নেয়া দুর্লভ এক সাক্ষাৎকার)

>>জাপান প্রবাসীদের দেশপ্রেম ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করেঃ খন্দোকার ইসমাইল

>>প্রবাসীদের ব্যবসায়িক বা পেশাগত প্রতিষ্ঠা আমাকে মুগ্ধ করেছেঃ মুহাম্মদ জাহাঙ্গীর

>>প্রবাসীরা বাংলা গান শুনুন, বাংলাকে বিশ্বের মাঝে তুলে ধরুনঃ আইয়ূব বাচ্চু

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত এ,কে,এম, মজিবুর রহমান ভূঁইয়াঃ জাপান প্রবাসী বাংলাদেশিরা গঠনমুলক এবং ইতিবাচক ভূমিকা পালন করছেন

>>রবীন্দ্রনাথ আমার দুর্বলতাঃ ফেরদৌসি মজুমদার

>>২৭ বছর আগের বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশের অনেক পার্থক্যঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে অক্ষয় কুমার

>>আমার নাচ আর হাসিটাকেই দর্শকরা বেশি পছন্দ করেন মনে হয়ঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সালমান খান

>>ভালো গান গাইতে হলে শুদ্ধ করে বাংলা শব্দগুলো খেয়াল করতে হবেঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবিনা ইয়াসমিন

>>একান্ত সাক্ষাতকারে দেবাশিষ বিশ্বাসঃ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি

>>ববিতার মন খারাপ

>>কমিউনিটির মুখোমুখি নায়করাজ রাজ্জাকঃ যতদিন বেঁচে থাকবো জহির রায়হান আমার মাঝে বেঁচে থাকবেন

>>কমিউনিটির মুখোমুখি চিত্রনায়িকা শাবনুরঃ বছরে দু'টির বেশি ছবি করবোনা

>>কমিউনিটির মুখোমুখি লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা চৌধুরীঃ
সুপার মডেল হতে চাই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ ঈদের নাটক

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত

>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

 

 

[প্রথমপাতা]