কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে
সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত
উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী
কমিউনিটি রিপোর্ট ।।
ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের আত্নঘাতী সিদ্ধান্ত থেকে
সরকারকে সরে আসতে হবে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে
সরকার তা মোটেই সমচিন নয়। বর্তমানে দেশে যে পরিমাণ কয়লা মজুদ আছে, সে
পরিমাণ কয়লা উত্তোলনের মাধ্যমে দেশের বিদ্যুত ঘাটতি মেটানো সম্ভব। এমনকি
ভারত থেকে ভাড়া ভিত্তিক যে বিদ্যুত এনে দেশের বিদ্যুত ঘাটতি মেটাতে চাচ্ছে
সরকার সেটাও একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। সরকার পরিবর্তনের সাথে সাথে নীতি
পরিবর্তনের যে নিয়ম চলছে তাতে করে দেশের এই বিদ্যুত আমদানি কতটা সফল হবে তা
সময়ই বলে দেবে। কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এমন
আশংকার কথাই বলছিলেন বিএনপি সরকারের সাবেক বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ
প্রতিমন্ত্রী এ.কে.এম. মোশারফ হোসেন। এ সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে আলাপকালে তিনি বলেন, দেশে যে বর্তমানে
তীব্র গ্যাস ও বিদ্যুত সংকট রয়েছে এর দায়ভার বর্তমান ক্ষমতাসীন মহাজোট
বিএনপি ও চার দলীয় জোট সরকারের ঘাড়ে চাপানো চেষ্টা করছে। যা আদৌ সত্য নয়।
বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খন্দকার মোশারফ আরো বলেন, তিনি কথায়
কথায় অভিযোগ করে বলেন বিগত ৭ বছরের সরকার গ্যাস ও বিদ্যুতের উন্নয়নে কোন
কার্যক্রমই গ্রহণ করেনি। বর্তমান প্রধানমন্ত্রী তত্তাবধায়ক সরকারের
সময়টাকেও বিএনপি সরকারের সাথে মিলিয়ে ফেলছেন। আমি( মোশারফ হোসেন) মন্ত্রী
থাকা অবস্থায় যে দরপত্র আহ্বান থেকে শুরম্ন করে যেসব নীতিমালা ও প্রকল্প
গ্রহণ করেছিলাম সেগুলো তত্তাবধায়ক সরকার এসে বাতিল করে দেয়। এদিক থেকে এ
সমস্যা সমাধানের দায়ভার বিএনপি সরকারের থাকে না। মহাজোট সরকার তত্তাবধায়ক
সরকারের আর্শিবাদেই ক্ষমতায় এসেছে তাই তারা তত্তাবধায়ক সরকারের আমলকে
বিএনপির সাথে মিলিয়ে বলতে চান বিগত ৭ বছরের সরকার। বিএনপি সরকার কখনোই
তত্তাবধায়ক সরকারের দায়ভার গ্রহণ করবে না। বিদ্যুত ও গ্যাসে সংকট তীব্র হতো
না যদি বিএনপি সরকারের আমলে করা নীতিগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটাতে সমর্থ
হতো সরকার। খন্দকার মোশারফ হোসেন এই গ্যাস ও বিদ্যুত সংকটের জন্য মূলত
তত্তাবধায়ক সরকার দায়ী এবং এর দায়ভার বর্তমান মহাজোট সরকারকেই বহন করতে হবে।
গ্যাস ও বিদ্যুত সংকট মোকাবিলায় বর্তমান সরকারের গৃহীত পদৰেপগুলোর সমালোচনা
করে সাবেক প্রতিমন্ত্রী কমিউনিটি স্কাইনেটজেপি নিউজকে আরো বলেন, নিজ দেশে
আমাদের যে প্রাকৃতিক সম্পদ বিশেষ করে যে মানের কয়লা আছে সে মানের কয়লা
ভারতেও নেই। ভারতের শক্তিশালী বিনিয়োগকারী প্রতিষ্ঠন টাটা গ্রম্নপের
চেয়ারম্যান রতন টাটা নিজেই স্বীকার করেছেন বাংলাদেশে কয়লার মান ভারতের
কয়লার চেয়ে অনেক উন্নত। এ অবস্থায় দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়িয়া থেকে
কয়লা উত্তোলন না করে ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদন করার যে
সিদ্ধানন্ত তা মোটেই সঠিক নয়। দেশে অবস্থিত পাওয়ার প্ল্যান্টগুলোর
অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ধরনের উন্নয়ন করলে বিদ্যুত উৎপাদন বাড়ানো
সম্ভব। তাৎক্ষনিকভাবে বিদ্যুত ও গ্যাসের ঘাটতি মেটাতে সরকার যে
চুক্তিভিত্তিক বিদ্যুত উৎপাদন করার প্রকল্প ঘোষণা করেছে তা নিয়েও সংশয়
প্রকাশ করেছেন খন্দকার মোশারফ। তিনি বলেন, সরকার নির্দিষ্ট কোন সময় সীমার
মধ্যে এ প্রকল্প সম্পন্ন করবে সে বিষয়ে সুস্পষ্ট কোন ধারণা পাওয়া যায় না।
তবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। জ্বালানি ও বিদ্যুতের সমস্যা সমাধানে যদি
সরকার আন্তরিক হয় তবে তারা কেন দেশের সমক্ষমতা থাকতে বিদেশ থেকে কেন
বিদ্যুত আনার চেষ্টা করছেন? এ প্রশ্নের জবাব বর্তমান সরকারকেই দিতে হবে।
নিজের দেশের পাওয়ার প্ল্যান্টগুলোর উন্নয়ন এবং নিজেদের কয়লা দিয়েই বিদ্যুত
উৎপাদনের চেষ্টা আগে করতে হবে। এ ব্যাপারে সরকার সচেষ্ট না হয়ে কি কারণে
ভারত থেকে চুক্তিভিত্তিক ভাড়া দিয়ে বিদ্যুত আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে?
মূলত আত্মঘাতি সিদ্ধান্ত থেকেই এ ধরনের দেশ বিরোধী প্রকল্পে হাত দিয়েছে
সরকার এমনটাই মনে করেন খন্দকার মোশারফ হোসেন।
বিদ্যুত ও গ্যাস সংকট মোকাবিলায় বর্তমান সরকারকে কি কি কাজ করতে হবে এমন
প্রশ্নের জবাবে সাবেক বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী কমিউনিটি
স্কাইনেটজেপি নিউজকে বলেন, এ সংকট একটা চলমান প্রক্রিয়া। সংকট মোকাবিলায়
দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। সরকার পরিবর্তনের ধারায় যদি
পরিকল্পনা পরিবর্তন হতেই থাকে তবে গ্যাস ও বিদ্যুত সংকট শেষ হবে না। দুঃখ
ঘোচবে না এই দেশের মানুষের। বিদ্যুত আর গ্যাসের জন্য যে হাহাকার তা মেটাতে
সরকারকে অনতিবিলম্বে পাওয়ার প্রান্টগুলোর উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে।
বিবিয়ানা ও সাঙ্গুর মতো গ্যাসফিল্ডগুলোত আরো বেশি বিনিয়োগ করে নিজের দেশের
প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে হবে। গ্যাসফিল্ডগুলোকে আরো বেশি আধুনিকায়ন
করার প্রয়োজন রয়েছে। নিজের দেশে উপাদান থাকতে অন্যদেশ খেকে বিদ্যুত ও কয়লা
আমদানি করা পুরোটাই আত্নঘাতি সিদ্ধান্ত।
বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুত ও গ্যাসের সংকট মোকাবিলায়
মুথে মুথে কথার ফুলঝুড়ি ওড়াচ্ছেন। এর মধ্যে শুধু ৪ টি চুক্তিভিত্তিক
বিদ্যুত পস্নান্ট স্থাপনের চুক্তি করেছে। এর বেশি আর কিছুই করেনি। তবে এই
৪টি পাওয়ারপস্নান্ট স্থাপনে যে ব্যয় হবে সে পরিমাণ অর্থ দেশের বিদ্যমান
পাওয়ার প্ল্যান্টগুলোতে উৎপাদন বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে কাজে লাগালে
বিদ্যুত ও গ্যাসের ঘাটতি অনেকটাই পূরণ করা যেত। খন্দকার মোশারফ আরো বলেন,
মুমূর্ষ অবস্থায় যেমন ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হয় তেমনি অতি প্রয়োজন
বলেই সরকার হয়তো ভাড়ায় চুক্তিভিত্তিক বিদ্যুত উৎপাদন করতে প্রতিবেশি দেশের
সাথে চুক্তি করেছে। এই চুক্তিটা করতে সরকার বাধ্য হয়েছে কারণ তারা ব্যর্থ
হয়েছেন। ব্যর্থতার কারণেই দেশের স্বার্থ বিরোধী এই চুক্তি করেছেন বর্তমান
প্রধানমন্ত্রী।
>>কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত এ,কে,এম, মজিবুর রহমান
ভূঁইয়াঃ
জাপান প্রবাসী বাংলাদেশিরা গঠনমুলক এবং ইতিবাচক ভূমিকা পালন করছেন
>>রবীন্দ্রনাথ আমার দুর্বলতাঃ ফেরদৌসি
মজুমদার
>>২৭ বছর আগের বাংলাদেশের সাথে এখনকার
বাংলাদেশের অনেক পার্থক্যঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে
অক্ষয় কুমার
>>আমার নাচ আর
হাসিটাকেই দর্শকরা বেশি পছন্দ করেন মনে হয়ঃ কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে সালমান খান
>>ভালো গান গাইতে হলে
শুদ্ধ করে বাংলা শব্দগুলো খেয়াল করতে হবেঃ কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে সাবিনা ইয়াসমিন
>>একান্ত
সাক্ষাতকারে দেবাশিষ বিশ্বাসঃ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি
>>ববিতার মন খারাপ
>>কমিউনিটির মুখোমুখি
নায়করাজ রাজ্জাকঃ যতদিন বেঁচে থাকবো জহির রায়হান আমার মাঝে বেঁচে থাকবেন
>>কমিউনিটির
মুখোমুখি চিত্রনায়িকা শাবনুরঃ বছরে দু'টির বেশি ছবি করবোনা
>>কমিউনিটির মুখোমুখি
লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা
চৌধুরীঃ
সুপার মডেল হতে চাই
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ
ঈদের নাটক
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান
গাওয়া নিয়ে ব্যস্ত
>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত
বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা
>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে
সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত
উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে মিলাঃ
বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ
সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম
শামসুজ্জামানঃ
কপালে থাকলে ঠেকায় কে
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে মোনালিসা:
চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না
>>কমিউনিটি
স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই
>>কমিউনিটির
মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা
>>কমিউনিটি
স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে
করি : চুমকী
>>কমিউনিটির
সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের
চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর
>>কমিউনিটির
সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য
লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই
উঠেছিল
>>কমিউনিটিকে
দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে
আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে
>>কমিউনিটিকে
অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না
>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম
>>প্রবাসীদের
দেশের প্রতি গভীর টান চোখে
পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর
মোকাম্মেল
[প্রথমপাতা] |