[প্রথমপাতা]

 

 

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত

 

আশির দশকে জন্ম নেওয়া প্রমিথিউস হাঁটি হাঁটি, পা পা করে পঁচিশ বছরে দাঁড়িয়েছে। প্রমিথিউসের দীর্ঘ পথচলার গল্প নিয়ে এবারের বিপ্লবের সাক্ষাৎকারটি গ্রহণ করেছে আমাদের কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আজ প্রমিথিউসের ২৫ বছর, এ উপলক্ষে কিছু বলুন?
বিপ্লব : ১৯৮৬ সালে এই ব্যান্ড দলটির জন্ম। কখন যে এর বয়স ২৫ বছর হয়ে গেল টেরই পেলাম না। আজ থেকে যদি ২৫ বছর আগে ফিরে তাকাই এখন মনে পড়ে আরিফ, রেজওয়ান, শারেক, কোয়েলসহ আরো অনেকের কথা। যাদের হাত ধরে একদিন এই ব্যান্ড দলটির জন্ম হয়েছিল।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : এ ২৫ বছরে প্রমিথিউসের প্রত্যাশা ও প্রাপ্তি কতটুকু?
বিপ্লব : প্রমিথিউসের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যকার ব্যবধান খুব বেশি নয়। তবে প্রত্যাশার দিকটা যদি হিসাব করি, তাহলে মনে হবে আরো কিছু ভালো মিউজিক করার দরকার ছিল; আর প্রাপ্তির দিকটা হিসাব করলে দেখতে পাব অকৃত্রিম ভালোবাসা। যার মধ্যে ছিল না কোনো কৃপণতা।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : প্রমিথিউসের নতুন অ্যালবামের খবর কি?
বিপ্লব : আমরা ঈদের জন্য একটি অ্যালবামের কাজ করছি। গান রেকর্ডিংয়ের কাজ প্রায় শেষ। এখন শুধু অপেক্ষায় আছি। অ্যালবামটিতে মোট ১২টি গান থাকছে। কিন্তু অ্যালবামটির নাম এখনো ঠিক হয়নি। এছাড়া আমরা আরো কিছু কাজ নিয়ে ব্যস্ত।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : অন্য কি ধরনের কাজ?
বিপ্লব : আমরা কিছুদিনের মধ্যে একটা প্রেস কনফারেন্স করব। এ কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের নতুন একটি প্রজেক্টের কথা বলব। আমাদের এ প্রজেক্টের লক্ষ্য, সারাদেশে কিভাবে আরো সহজে শিক্ষা প্রচার করা যায়। আর এ জন্য আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেব এবং আমাদের আইডিয়াগুলো শেয়ার করব।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : চলচিত্রে প্লেব্যাকের খবর কি?
বিপ্লব : বর্তমানে নতুন কোনো প্লেব্যাকে কাজ করছি না। কারণ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : মাঝেখানে হঠাৎ করে কিছু সময় আপনাদের দেখা যায়নি কেন?
বিপ্লব : অনেক কারণেই মিডিয়ার সামনে আসিনি। তার মধ্যে একটি প্রধান কারণ ছিল পাইরেসি। পাইরেসির কারণে অডিও ইন্ডাস্ট্রি আজ পথে বসতে শুরু করেছে।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আপনার অ্যালবামগুলো সম্পর্কে কিছু বলুন।
বিপ্লব : প্রমিথিউসের প্রথম অ্যালবাম 'স্বাধীনতা চাই'। তারপর একে একে বাজারে আসে মুক্তির প্রত্যাশায় 'প্রজন্মের সংগ্রাম', 'শ্লোগান', 'যোদ্ধা', 'স্মৃতির কপাটে', 'অ-আ', 'পাঠশালা', সর্বশেষ প্রচারিত হয় প্রমিথিউস অন বাউন্ড ওয়ানসহ মোট ১৪টি অ্যালবাম।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : মিউজিক নিয়ে প্রমিথিউসের ভবিষ্যৎ পরিকল্পনা কি?
বিপ্লব : আমরা এখনো বুড়িয়ে যাইনি। আমরা সামনে আরো কিছু ভালো কাজ করার চেষ্টা করব। আর আমার শেষ ইচ্ছা হচ্ছে এই দেশে একটি মিউজিকের স্কুল করার এবং আমাদের মিউজিক বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা
 
 

>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

 

[প্রথমপাতা]