প্রবাসীদের ব্যবসায়িক বা পেশাগত
প্রতিষ্ঠা আমাকে মুগ্ধ করেছেঃ মুহাম্মদ জাহাঙ্গীর
কমিউনিটি রিপোর্ট ।।
সম্প্রতি জাপান সফরে এসেছিলেন প্রখ্যাত সাংবাদিক
মুহাম্মদ জাহাঙ্গীর। জাপানে স্বল্পকালীন অবস্থানের সময়ে তিনি মুখোমুখি
হয়েছিলেন কমিউনিটির। তার এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি কমিউনিটির পাঠকদের
উদ্দেশ্যে তুলে ধরা হলোঃ
কমিউনিটিঃ জাপান কেমন লাগছে?
মু. জাহাঙ্গীরঃ জাপান খুব ভালো লেগেছে। এরকমই আমার প্রত্যাশা ছিল।
কমিউনিটিঃ জাপানের কোন জিনিসটি আপনার ভালো লেগেছে?
মু. জাহাঙ্গীরঃ জাপানের অনেক কিছুই আমার ভালোলেগেছে। বিশেষ করে নগরীর
যাতায়াত ব্যবসা, পাবলিক ট্রান্সপোর্ট, বুলেট ট্রেন, একজন বিদেশীর প্রতি
সাধারণ জাপানী নাগরিকের আন্তরিক সহযোগিতা, নিয়ম শৃঙ্খলা এরকম অনেক কিছুই
ভালো লেগেছে।
কমিউনিটিঃ জাপানের মিডিয়া আর বাংলাদেশের মিডিয়ার মধ্যে উল্লেখযোগ্য কোন
পার্থক্য চোখে পড়েছে?
মু. জাহাঙ্গীরঃ দুর্ভাগ্যবশত জাপানী মিডিয়া পড়া বা দেখার সুযোগ আমার হয়নি।
ভাষার কারণে প্রধান জাপানী পত্রিকা গুলো পড়তে পারিনি। একটি
ইংরেজি পত্রিকা কয়েকদিন পড়েছি। উন্নতমানের বলেই মনে হয়েছে। নানা কারণে টিভি
দেখা হয়নি। কাজেই এব্যাপারে মন্তব্য করা সম্ভব হচ্ছেনা।
কমিউনিটিঃ জাপানের মিডিয়া থেকে আমাদের শিক্ষনীয় কী আছে বলে মনে করেন?
মু. জাহাঙ্গীরঃ জাপানের মিডিয়া ভালোভাবে না দেখে বা পড়ে এব্যাপারে মন্তব্য
করা উচিত হবেনা।
কমিউনিটিঃ জাপান প্রবাসীদের সম্পর্কে আপনার অভিজ্ঞতার কথা বলবেন?
মু. জাহাঙ্গীরঃ এটাই সবচেয়ে ভালো অভিজ্ঞতা। যে স্বল্প কজন প্রবাসীর সঙ্গে
পরিচয় ও মেলামেশার সুযোগ হয়েছে, তাদের ব্যবসায়িক বা পেশাগত প্রতিষ্ঠা আমাকে
মুগ্ধ করেছে। তাদের দেশপ্রেমও অভিনন্দনযোগ্য। কেউ কেউ স্বদেশে নানা
উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়মিত অর্থ সহায়তা করছে। এগুলো আমাকে অভিভুত করেছে।
অনুমান করছি, প্রবাসীদের অনেকেই সাফল্যের পরিচয় দিয়েছেন ও জাপানের
মেইনস্ট্রিমে প্রতিষ্ঠিত হয়েছে। এটা গর্ব করার মতো অভিজ্ঞতা।
কমিউনিটিঃ প্রবাসীদের নিয়ে সরকারের প্রতি আপনার কী বার্তা থাকবে?
মু. জাহাঙ্গীরঃ প্রবাসীদের মধ্যে যারা বিশেষজ্ঞ ও বিভিন্ন সেক্টরে
দীর্ঘদিনের অভিজ্ঞ (শুধু জাপান নয়) বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ
মন্ত্রণালয় তাদের একটা পুল তৈরি করতে পারেন। এই পুলের সদস্যদের সঙ্গে
বিভিন্ন মন্ত্রণালয় নানা সময়ে মত বিনিময় করে তাদের পরামর্শ কাজে লাগাতে পারে।
আজকাল ই-মেইল বা ভিডিও কনফারেন্সের মাধ্যমেও মতামত নেয়া যায়। জাতীয় নানা
সেমিনারে স্কাইপের মাধ্যমে প্রবাসী বিশেষজ্ঞরাও নিয়মিত অংশ নিতে পারেন।
এভাবে আমরা প্রবাসী বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা দেশের কাজে লাগাতে পারি।
কমিউনিটিঃ প্রবাসীদের প্রতি আপনার কোন উপদেশ আছে?
মু. জাহাঙ্গীরঃ প্রবাসীদের উপদেশ দেয়ার ধষ্টৃ তা আমার নেই। তবে আমার একটি
ছোট্ট অনুরোধ আছে। প্রবাসে (জাপান সহ অন্যান্য দেশ) যারা মোটামুটি ভালো
অবস্থানে রয়েছেন তারা যদি তাদের নিজ নিজ গ্রামের স্কুল বা কলেজের উনয়্ন নে
নিয়মিত অংশ নেন তাহলে মাতৃভূমির প্রতি কিছুটা ঋণ শোধ হয়। প্রবাসীরা উদ্যোগী
হলে গ্রামের স্কুল বা কলেজের চেহারা পাল্টে যেতে পারে। উদ্দেশ্যহীন নগদ টাকা
দিয়ে নয়, নানা অবকাঠামো তৈরি করে দিয়ে, দক্ষ শিক্ষকের বেতনের অংশ দিয়ে,
লাইব্রেরীতে বই দিয়ে, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফান্ড দিয়ে,
কম্পিউটার ল্যাব তৈরি করে দিয়ে সহায়তা করা যায়। 'আমার গ্রাম আমার স্কুল'-
এটাই হবে সহযোগিতার নীতি। আমার মনে হয়না এটা অসম্ভব একটা কাজ।
কমিউনিটিঃ কমিউনিটিকে সময় দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মু. জাহাঙ্গীরঃ ধন্যবাদ।
>>জাপান
প্রবাসীদের দেশপ্রেম ও
আতিথেয়তা আমাকে মুগ্ধ
করেঃ খন্দোকার ইসমাইল
>>প্রবাসীদের ব্যবসায়িক বা পেশাগত
প্রতিষ্ঠা আমাকে মুগ্ধ করেছেঃ মুহাম্মদ জাহাঙ্গীর
>>প্রবাসীরা বাংলা গান শুনুন,
বাংলাকে বিশ্বের মাঝে তুলে ধরুনঃ আইয়ূব বাচ্চু
>>কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত এ,কে,এম, মজিবুর রহমান
ভূঁইয়াঃ
জাপান প্রবাসী বাংলাদেশিরা গঠনমুলক এবং ইতিবাচক ভূমিকা পালন করছেন
>>রবীন্দ্রনাথ আমার দুর্বলতাঃ ফেরদৌসি
মজুমদার
>>২৭ বছর আগের বাংলাদেশের সাথে এখনকার
বাংলাদেশের অনেক পার্থক্যঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে
অক্ষয় কুমার
>>আমার নাচ আর
হাসিটাকেই দর্শকরা বেশি পছন্দ করেন মনে হয়ঃ কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে সালমান খান
>>ভালো গান গাইতে হলে
শুদ্ধ করে বাংলা শব্দগুলো খেয়াল করতে হবেঃ কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে সাবিনা ইয়াসমিন
>>একান্ত
সাক্ষাতকারে দেবাশিষ বিশ্বাসঃ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি
>>ববিতার মন খারাপ
>>কমিউনিটির মুখোমুখি
নায়করাজ রাজ্জাকঃ যতদিন বেঁচে থাকবো জহির রায়হান আমার মাঝে বেঁচে থাকবেন
>>কমিউনিটির
মুখোমুখি চিত্রনায়িকা শাবনুরঃ বছরে দু'টির বেশি ছবি করবোনা
>>কমিউনিটির মুখোমুখি
লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা
চৌধুরীঃ
সুপার মডেল হতে চাই
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ
ঈদের নাটক
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান
গাওয়া নিয়ে ব্যস্ত
>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত
বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা
>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে
সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত
উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে মিলাঃ
বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ
সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম
শামসুজ্জামানঃ
কপালে থাকলে ঠেকায় কে
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে মোনালিসা:
চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না
>>কমিউনিটি
স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই
>>কমিউনিটির
মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা
>>কমিউনিটি
স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে
করি : চুমকী
>>কমিউনিটির
সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের
চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর
>>কমিউনিটির
সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য
লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই
উঠেছিল
>>কমিউনিটিকে
দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে
আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে
>>কমিউনিটিকে
অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না
>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম
>>প্রবাসীদের
দেশের প্রতি গভীর টান চোখে
পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর
মোকাম্মেল
[প্রথমপাতা] |