[প্রথমপাতা]

 

 

 

রবীন্দ্রনাথ আমার দুর্বলতাঃ ফেরদৌসি মজুমদার
 

 

কমিউনিটি রিপোর্ট ।।

বাংলাদেশের নাট্যজগতে তিনি সম্রাজ্ঞী। ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সাথে জড়িত। বাংলাদেশ টেলিভিশনের সর্বপ্রথম নাটকটিতেও তিনি অভিনয় করেছিলেন। আমাদের নাট্যজগতের পথিকৃৎ ফেরদৌসি মজুমদার এবার মুখোমুখি হয়েছেন কমিউনিটির সাথে। সাক্ষাতকারটি গ্রহন করেছেন তানিয়া সিনা।

কমিউনিটিঃ কেমন আছেন? কি করছেন?

ফেরদৌসি মজুমদারঃ ভালো আছি। বই পড়ছি।

কমিউনিটিঃ অভিনয়ের শুরুটা কিভাবে?

ফেরদৌসি মজুমদারঃ অভিনয়ের শুরুটা থিয়েটার দিয়ে। আমরা যখন গ্রুপ থিয়েটার শুরু করি তখন থেকে একটা পরিবারের মত হয়ে গেছি। আজকের এই যে আমি এর পেছনের সবটুকু অবদান থিয়েটার এর।

কমিউনিটিঃ থিয়েটারের কোন বিশেষ স্মৃতি কি মনে পড়ে সবসময়ে?

ফেরদৌসি মজুমদারঃ থিয়েটার আমাকে সব দিয়েছে। 'কোকিলারা' যখন এর ৫০তম প্রদর্শনী করলো, তখন সবাই মিলে ঠিক করলো আমাকে কিছু দেবে। যা সারা জীবন আমার সঙ্গে থাকবে। তারা তখন আমাকে সোনার বালা দিলো। থিয়েটার এর মনোগ্রাম খোদাই করা। সেটা আমি সব সময় পরে থাকি।

কমিউনিটিঃ নাট্যজগতের কার কাছ থেকে বেশি সহযোগিতা পেয়েছেন এবং আপনার বন্ধুত্ব ছিলো সবচাইতে বেশি?

ফেরদৌসি মজুমদারঃ মামুন ভাইয়ের (আব্দুল্লাহ আল মানুন) সাথে আমার দীর্ঘ ৪৭ বছরের বন্ধুত্ব। আমি তো কিছুই ছিলামনা। উনি আমাকে গড়ে তুলেছেন। উনি আমাকে হাত ধরে শিখিয়েছেন, অভিনয়ের প্রতিটি কাজ বুঝিয়ে দিয়েছেন, বুঝিয়েছেন মঞ্চের খুঁটিনাটি। কোকিলারা নাটকটি আমার জন্য উনি লিখেছিলেন। তিনি আমাদের জন্য যা করেছেন তা ভোলার মত নয়। নিজেতো অভিনয় পারতেনই নাটক নির্মাণ, চিত্রনাট্য তৈরি -নাটকের সবকিছু নিজেই করতেন। বুঝতেন কাকে দিয়ে কি হয়।

কমিউনিটিঃ তাকে ছাড়া তো থিয়েটারে আপনারা নাটক প্রদর্শনী করছেন, এ মুহূর্তের অনুভূতি কেমন?

ফেরদৌসি মজুমদারঃ মামুন ভাইকে ছাড়া নাটক প্রদর্শনী অবশ্যই খুবই বেদনাদায়ক। তার স্মৃতি ধরে রাখতে হলে তো নাটক নিয়ে আমাদের কাজ করতেই হবে।

আমার কর্মজীবন নিয়ে ৮৬ মিনিটের একটি তথ্যচিত্র 'জীবন ও অভিনয়' নির্মিত হয়েছে। এটাও মানুন ভাইয়ের কীর্তি। আমার দশটি নাটকের খন্ড খন্ড অভিয়ের অংশ রয়েছে এতে। বেঁচে থাকতে কোন অভিনেতা অভিনেত্রীর ভাগ্যে সহজে এমন জোটেনা।

কমিউনিটিঃ মঞ্চে আপনার প্রথম নাটকের নাম কি?

ফেরদৌসি মজুমদারঃ আমার প্রথম নাটক 'রাক্তাক্ত প্রান্তর।'

কমিউনিটিঃ রামেন্দু মজুমদারের সাথে প্রথম কোথায় দেখা হয়?

ফেরদৌসি মজুমদারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুনির চৌধুরির 'অমর' নাটক এ।

কমিউনিটিঃ বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসের প্রথম নাটকটিতে আপনি অভিনয় করেছেন। সে অভিজ্ঞতা একটু বলবেন?

ফেরদৌসি মজুমদারঃ সময়টা ছিলো একেবারে অন্যরকম। পুরো একমাস অনুশীলন করেছিলাম। ওই সময় তিনটি ক্যামেরা ব্যবহার করা হতো। ফলে আমাদের ছিলো অবাধ চলাফেরার স্বাধীনতা। এখন তো অভিনেতারা স্ক্রিপ্টই মুখস্থ করেনা। এতে সংলাপে আবেক ঠিকমত আসেনা। পুরো বিষটি মেকি ও অর্থহীন মনে হয়।

কমিউনিটিঃ এখন তো অনেক চ্যানেল চারিদিকে, কাজ করছে অনেকেই -কেমন লাগছে এসব কাজ?

ফেরদৌসি মজুমদারঃ তরুনদের তো আমি খুব ভালোবাসি। আমি মনে করি ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

কমিউনিটিঃ কাদের কাজ বিশেষ করে মনে ধরে?

ফেরদৌসি মজুমদারঃ আমার বিবেচনায় গিয়াস উদ্দিন সেলিম, নরুল আলম আতিক, মাসুম রেজা -এদের কাজ তো খুবই ভালো।

কমিউনিটিঃ রবীন্দ্রনাথের অনেক নাটকে আপনি অভিনয় করেছেন -এর কি কোন বিশেষ কারণ আছে?

ফেরদৌসি মজুমদারঃ রবীন্দ্রনাথ আমার দুর্বলতা। রবীন্দ্রনাথের কাজ আমি তাই আগ্রহ নিয়ে করেছি। ঘরে বাইরে, দুই বোন -নাটকগুলো আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে।

কমিউনিটিঃ আপনারা কয় ভাই বোন?

ফেরদৌসি মজুমদারঃ আমরা ১৪ ভাইবোন ছিলাম। অনেক কিছু বদলে গেছে। শৈশব, কৈশর ছিলো খুবই আনন্দের। বাড়ি ভর্তি মানুষ, বিশাল পরিবার। মা ব্যাস্ত থাকতেন রান্নাবান্নায়। মা'কে একাই করতে হতো সবকিছু -এখন মনে হলে কষ্ট লাগে। কিন্তু তখনকার সময় এটাই বাস্তবতা ছিলো। পিতৃতান্ত্রিক পরিবার।

কমিউনিটিঃ ত্রপা কে নিয়ে কিছু বলবেন?

ফেরদৌসি মজুমদারঃ আমার মেয়ে একটাই। মেয়েটা কোন কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করে নেয়। আমার ব্যাপারে তার হাজার খেয়াল। মা তুমি খেয়েছো, ওটা করেছো, ওখানে গিয়েছে ইত্যাদি। আমার ছোট বেলায় আমি এমন ছিলাম না ভাবলে মা'র জন্য খুব খারাপ লাগে।

কমিউনিটিঃ আপনাদের সময়ে নাটকের স্বর্ণযুগ ছিলো -এখনকার নাটক সেরকম প্রতিষ্ঠা পাচ্ছেনা কেন?

ফেরদৌসি মজুমদারঃ আমাদের নাটক কিন্তু ভারতে ওরা খুবই পছন্দ করে। ওরা আমাদের নাটক দেখার সুযোগ পায়না। আর এখন তো অজস্র টিভি চ্যানেল। মিডিয়ার বিস্তার বেশি। হাজার নাটক তৈরি হচ্ছে প্রতিদিন। এ কারণে মানসম্মত নাটক ইদানিং হচ্ছেনা। অনেক দিক থেকেই নাটকের মান কমতির দিকে। নাটকের ভাষার মান এত নেমে ভেছে যা সহ্য করার পর্যায়ে নেই। আইসি, গেসি, খাইসি, করসি -করতে হলে ভাষার সাহিত্য মানটি আর কোথায় থাকলো?

কমিউনিটিঃ মূল্যবান সময় দেবার জন্য আপনাকে কমিউনিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অনেক কথা জানতে পারলাম আপনার কাছ থেকে।

ফেরদৌসি মজুমদারঃ আপনাদেরকেও অনেক ধন্যবাদ। বিদেশের সকল শুভাকাঙ্খীদের জন্য আমার প্রাণঢালা শুভেচ্ছা রইলো।
 

 

>>২৭ বছর আগের বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশের অনেক পার্থক্যঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে অক্ষয় কুমার

>>আমার নাচ আর হাসিটাকেই দর্শকরা বেশি পছন্দ করেন মনে হয়ঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সালমান খান

>>ভালো গান গাইতে হলে শুদ্ধ করে বাংলা শব্দগুলো খেয়াল করতে হবেঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবিনা ইয়াসমিন

>>একান্ত সাক্ষাতকারে দেবাশিষ বিশ্বাসঃ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি

>>ববিতার মন খারাপ

>>কমিউনিটির মুখোমুখি নায়করাজ রাজ্জাকঃ যতদিন বেঁচে থাকবো জহির রায়হান আমার মাঝে বেঁচে থাকবেন

>>কমিউনিটির মুখোমুখি চিত্রনায়িকা শাবনুরঃ বছরে দু'টির বেশি ছবি করবোনা

>>কমিউনিটির মুখোমুখি লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা চৌধুরীঃ
সুপার মডেল হতে চাই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ ঈদের নাটক

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত

>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

  

[প্রথমপাতা]