[প্রথমপাতা]

 

 

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ ঈদের নাটক চলচ্চিত্র ও টেলিফিল্ম প্রযোজনা নিয়ে ব্যাস্ত

 

কমিউনিটি রিপোর্ট ।।

ঈদের কাজ নিয়ে মহা ব্যাস্ত সময় পার করছেন তারকা অভিনেত্রী তারিন। পাশাপাশি একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন এই তারকা অভিনেত্রী। ঈদের কাজ, চলচ্চিত্রে অভিনয় এবং অন্যান্য বিষয় নিয়ে তারিনের সঙ্গে আমাদের কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমানের সাথে যে কথা হয় তা পাঠকদের জন্য তুলে ধরা হলো-

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : প্রায় ২২ বছর পর চলচ্চিত্রে ফিরলেন।
তারিন : হ্যাঁ, ১৯৮৭-৮৮ সালের দিকে আমি প্রথম চলচ্চিত্রে অভিনয় করি। শিশুশিল্পী হিসেবেই অভিনয় করেছিলাম। ওটার নাম ছিল কাঁঠালবুড়ি। এরপর অনেক দিন বিরতি। এখন সরকারি অনুদানে শিশুতোষ চলচ্চিত্র কাজলের দিনরাত অভিনয় করছি। মুহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা গল্প নিয়ে এটি নির্মাণ করছেন সজল খালেদ। আমি এ চলচ্চিত্রে কাজলের মায়ের ভূমিকায় অভিনয় করছি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আপনার চরিত্রটি কেমন?
তারিন : আমার চলচ্চিত্রটি খুবই ব্যক্তিত্ববান। সাধারণত আমরা চলচ্চিত্রে নারী বা মায়ের চরিত্রে একটু দুর্বল অন্যের আশ্রয়ে আশ্রিতরূপে দেখে থাকি। কিন্তু আমি (মায়ের চরিত্র) খুবই আত্মনির্ভরশীল।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : এবারের ঈদে আপনি একটি টেলিফিল্ম প্রযোজনা করেছেন?
তারিন : হ্যাঁ, টেলিফিল্মটির নাম 'কবি ও যন্তর মন্তর'। গোলাম সোহরাব দোদুল এটি নির্মাণ করেছেন। আশা করি, টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : গল্প কি?
তারিন : একজন তরুণ কবির জীবন নিয়ে গল্প। বিয়ের পর কবির লেখালেখি কমে যায়। বিয়ের পর তার বৈষয়িক চিন্তাভাবনা বাড়ে। আর এ কারণেই সে লেখালেখিতে মনোযোগ দিতে পারে না। তাই কবি একদিন সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রীকে খুন করবে। টেলিফিল্মে কবির চরিত্রে অভিনয় করেছে ইরেশ যাকের। স্ত্রী চরিত্রে তিশা। আরো আছেন আলী যাকের, হুমায়ুন ফরীদি এবং আসাদুজ্জামান নূর।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : নিজের টেলিফিল্ম, অথচ আপনি অভিনয় করেননি কেন?
তারিন : টেলিফিল্মের গল্প এবং চরিত্রের সঙ্গে মিলে এমন পাত্র-পাত্রীই নেয়া হয়েছে। আসলে ওখানে আমি অভিনয় করতে পারি এমন কোনো চরিত্র ছিল না। একটিই নারী চরিত্র। সে কবির স্ত্রী। বয়স খুবই কম।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : ঈদে তো অভিনয় করছেন?
তারিন : হ্যাঁ, হানিফ সংকেত, তৌকির আহমেদ, ফেরদৌস হাসানসহ আরো বেশ কয়েকজন নির্মাতার নাটক টেলিফিল্মে অভিনয় করেছি। সংকেত দার নাটকে অভিনয় করেছি একটি গ্রামীণ চরিত্রে। বিপাসা আপার (বিপাশা হায়াত) লেখা এবং তৌকির ভাইয়ের পরিচালনায় 'প্রকৃতস্থ' নাটকে অভিনয় করেছি। এখানে আমি একজন ভবঘুরে মানুষের স্ত্রী চরিত্রে অভিনয় করেছি। আর ফেরদৌস হাসানের টেলিফিল্ম 'বলাকা মন' এ আমি একজন প্রবাসীর স্ত্রী চরিত্রে অভিনয় করেছি। স্বামী মারা গেছেন কিন্তু শাশুড়িকে তা বলতে পারছি না। এ নিয়ে গল্প।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : ঈদ কোথায় করছেন?
তারিন : ঢাকাতেই ঈদ করছি। ঈদে ঘোরাফেরার পরিকল্পনা এখন পর্যন্ত নেই। বাসাতেই থাকব। নিজের হাতে রান্না করব। পরিবারের সবাইকে সময় দেব। আর টিভি দেখব।

 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত

>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

 

[প্রথমপাতা]