[প্রথমপাতা]

 

 

 

জাপান প্রবাসীদের দেশপ্রেম ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করেঃ খন্দোকার ইসমাইল

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

প্রবাসীদের ঈদের অনুষ্ঠানে দেশ থেকে উড়ে এসেছিলেন জনপ্রিয় উপস্থাপক খন্দোকার ইসমাইল। জাপান সফরের সময় খন্দোকার ইসমাইল মুখোমুখি হয়েছিলেন কমিউনিটির। তার এই সাক্ষাতকারটি গ্রহন করেন তানিয়া সিনা।

কমিউনিটিঃ কেমন আছেন?

খন্দোকার ইসমাইলঃ ভালো আছি।

কমিউনিটিঃ কতদিন হলো জাপানে এসেছেন? দেশে ফিরছেন কবে?

খন্দোকার ইসমাইলঃ নভেম্বরের ৪ তারিখে এসেছি। ফিরে যাব ১৪ তারিখ। এবার শুধুই জাপানটাকে দেখতে আর কিছু দৃশ্যও শুট করতে আসলাম।

কমিউনিটিঃ আপনাকে জাপান প্রবাসীরা মাঝে মধ্যেই তাদের কাছে পান। প্রবাসীদের কেমন লাগে?

খন্দোকার ইসমাইলঃ এ পর্যন্ত ৫ বার জাপানে এসেছি। অবশ্যই ভালোলাগে। জাপানের যাতায়াত ব্যবস্থা, জাপানিদের সহযোগিতা, নিয়ম-শৃঙ্খলা সবই ভালোলাগে। জাপান প্রবাসীদের দেশপ্রেম ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করে। কেউ কেউ দেশের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছেন। এগুলো আমাকে অভিভূত করে। এই যে প্রবাসী ব্যবসায়ী বাবু ভাই সে তার এত ব্যবস্তার মাঝেও আমাকে সময় দিচ্ছেন এবং সেন্দাই নিয়ে যাবেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

কমিউনিটিঃ আগের জাপান আর সুনামির পরের জাপান এর মধ্যে কী কোন পার্থক্য মনে হচ্ছে?

খন্দোকার ইসমাইলঃ আলো ঝলমলে ভাবটা একটু কম বলে মনে হচ্ছে। সবই যেন থমকে গেছে। সাজানো সব যেন কেমন হয়ে গেছে।

কমিউনিটিঃ শুনলাম সেন্দাই যাবেন? তা কি শুধু দেখার জন্য দেখার জন্য যাবেন নাকি অন্য কোন বিশেষ কারণ?

খন্দোকার ইসমাইলঃ দেখা এবং তারা ওখানে যে আবার সব নতুন করে সাজাতে চাচ্ছে সেই জন্য একহয়ে কাজ করছে তা তুলে এনে সবাইকে দেখাতে চাই।

কমিউনিটিঃ বাংলাদেশে কী নিয়ে কাজ করছেন?

খন্দোকার ইসমাইলঃ ঈদের বাজনা বাজেরে, স্মাইল শো।

কমিউনিটিঃ বাংলাদেশের টিভি অনুষ্ঠানে আরো বৈচিত্র আসা উচিত বলে কি আপনার মনে হয়না?

খন্দোকার ইসমাইলঃ তা তো মনে হয়। কিন্তু সাবাই নাটক নিয়ে এতো ব্যস্ত যে অন্য অনুষ্ঠান তেমন বানাচ্ছেনা।

কমিউনিটিঃ জাপানের কোন জিনিসটা আপনার কাছে বেশি আকর্ষনীয় বলে মনে হয়?

খন্দোকার ইসমাইলঃ মানুষের ব্যবহার, ভদ্রতা এবং পোষাক। আমি অনেক দেশ ঘুরেছি তবে এমন সুন্দরভাবে সাজানো গোছানো কোথাও দেখিনি।

কমিউনিটিঃ কি কি জাপানী খাবার খেয়েছেন?

খন্দোকার ইসমাইলঃ ইয়াকি নিকু, সুশি, ওনিগিরি -এছাড়া আর আপাততঃ অন্য কোন খাবারের নাম মনে নেই। আমি মনে করি যেই দেশে যাব সেই দেশের খাবারেই অভ্যাস্ত হওয়া ভালো।

কমিউনিটিঃ ভবিষ্যত পরিকল্পনা কী?

খন্দোকার ইসমাইলঃ কী করে দেশকে সুন্দর সাজানো-গোছানো করে তোলা যায় তা সবার সামনে তুলে ধরা।

কমিউনিটিঃ অনুষ্ঠানের জন্য আপনাকে ভাবী কতটুকু সহযোগিতা করে?

খন্দোকার ইসমাইলঃ চেষ্টা করে কিন্তু এখনতো পড়াশোনা করার জন্য মা-মেয়ে কানাডায়।

কমিউনিটিঃ আপনার ক'জন সন্তান?

খন্দোকার ইসমাইলঃ ১ জন, মেয়ে।

কমিউনিটিঃ এবার আপনার স্মাইল শোতে কোন স্থান তুলে ধরছেন?

খন্দোকার ইসমাইলঃ এবার বিশেষ করে সেন্দাই এবং জাপানের ট্রেন ব্যবস্থার উপর দেখাবো। জানিনা এটা কতটুকু কাজে দেবে। তবে আমি আমার চেষ্টা চালিয়ে যাব।

কমিউনিটিঃ ট্রেন ব্যবস্থাকেই বেছে নিলেন কেন?

খন্দোকার ইসমাইলঃ বাংলাদেশে এতো যানজট। ট্রেন ব্যবস্থা একটু ভালো করলে কিছুটা হলেও যানজট কমতো। সেই জন্য এই প্রচেষ্টা। এরা সময়ের ব্যাপারে কতটা সচেতন তাও দেখাবো।

কমিউনিটিঃ কমিউনিটিকে সময় দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

খন্দোকার ইসমাইলঃ কমিউনিটির পাঠকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

 

 

>>জাপান প্রবাসীদের দেশপ্রেম ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করেঃ খন্দোকার ইসমাইল

>>প্রবাসীদের ব্যবসায়িক বা পেশাগত প্রতিষ্ঠা আমাকে মুগ্ধ করেছেঃ মুহাম্মদ জাহাঙ্গীর

>>প্রবাসীরা বাংলা গান শুনুন, বাংলাকে বিশ্বের মাঝে তুলে ধরুনঃ আইয়ূব বাচ্চু

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত এ,কে,এম, মজিবুর রহমান ভূঁইয়াঃ জাপান প্রবাসী বাংলাদেশিরা গঠনমুলক এবং ইতিবাচক ভূমিকা পালন করছেন

>>রবীন্দ্রনাথ আমার দুর্বলতাঃ ফেরদৌসি মজুমদার

>>২৭ বছর আগের বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশের অনেক পার্থক্যঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে অক্ষয় কুমার

>>আমার নাচ আর হাসিটাকেই দর্শকরা বেশি পছন্দ করেন মনে হয়ঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সালমান খান

>>ভালো গান গাইতে হলে শুদ্ধ করে বাংলা শব্দগুলো খেয়াল করতে হবেঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবিনা ইয়াসমিন

>>একান্ত সাক্ষাতকারে দেবাশিষ বিশ্বাসঃ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি

>>ববিতার মন খারাপ

>>কমিউনিটির মুখোমুখি নায়করাজ রাজ্জাকঃ যতদিন বেঁচে থাকবো জহির রায়হান আমার মাঝে বেঁচে থাকবেন

>>কমিউনিটির মুখোমুখি চিত্রনায়িকা শাবনুরঃ বছরে দু'টির বেশি ছবি করবোনা

>>কমিউনিটির মুখোমুখি লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা চৌধুরীঃ
সুপার মডেল হতে চাই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ ঈদের নাটক

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত

>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

 

  

[প্রথমপাতা]