[প্রথমপাতা]

 

 

 

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে

মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

 


ভিঞ্চির আঁকা মোনালিসাকে আমরা মুচকি হাসিতে দেখে অভ্যস্ত, আর আমাদের মোনালিসাকে পূর্ণ হাসিতে। দীর্ঘ ছয় মাস সিঙ্গাপুরে সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন আমাদের এই সুহাসিনী মডেল ও অভিনেত্রী মোনালিসা। কাজও শুরু করেছেন। বিদেশ থেকে ফেরা, সাম্প্রতিক কাজ এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন আমাদের কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : গত ছয় মাস সিঙ্গাপুরে ছিলেন। কাজ করেননি কেন?

মোনালিসা : আমার বড় বোন মুনিরাকে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিলাম। আপু প্রেগনেন্ট ছিল। তাই ওকে সময় দিয়েছি। আমি একা নই, পরিবারের সবাই মিলে গিয়েছিলাম। ডেলিভারি পর্যন্ত আপুর পাশে ছিলাম। ফুটফুটে একটি ভাগ্নি হয়েছে আমার। দেখলে পরাণ জুড়িয়ে যায়।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : দেশেই তো চিকিৎসা করতে পারতেন। সেÿেত্রে কাজকর্মও চালিয়ে যেতে পারতেন।

মোনালিসা : দেশে তো ভালো চিকিৎসা পাওয়া যায় না। তাই উন্নত চিকিৎসার জন্য ওখানে গিয়েছি। শুধু আমরা নয়, বাংলাদেশের অনেকেই এখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। দেশে যদি ভালো চিকিৎসা থাকত তাহলে নিশ্চিয়ই শখ করে কেউ বিদেশে যেত না। টাকা-পয়সাও তো খরচ হয় অনেক।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : এতদিন পর দেশে ফিরলেন। নিশ্চয়ই অনেক নির্মাতা আপনাকে নিয়ে কাজ করার জন্য অপেক্ষা করছিলেন?

মোনালিসা : হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে অনেক প্রস্তাব এসেছে। অভিনয়ের প্রস্তাবই বেশি। কিন্তু সবার প্রস্তাব তো আর রাখা যাবে না। কিছু কাজ করতে রাজি হয়েছি। যে কাজগুলোর প্রস্তাব পছন্দ হয়েছে সেগুলো করব।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : কোনো কাজ শুরু করেছেন?

মোনালিসা : জ্বি, শুরু না শেষই করেছি। ‘জনতীর্থে’ নামের একটি একক নাটকে অভিনয় করেছি। শুটিং শেষ। এ নাটকে আমার সহশিল্পী ছিলেন পার্থদা (পার্থ বড়ুয়া) এবং সজল । রাজবাড়ী গিয়ে শুটিং করেছি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : তাহলে পার্থ বড়–য়ার সঙ্গে এবারই প্রথম অভিনয় করলেন। কেমন লাগল?

মোনালিসা : খুব ভালো। পার্থদা ভালো মানুষ। হাসি খুশি থাকেন সব সময় তার গান আমার ভালো লাগে। ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। এখনও শুনি। পার্থদা সঙ্গীত শিল্পী হলেও তিনি খুব ভালো অভিনয় করেন। শুটিংয়ের ফাঁকে তিনি আমাকে মজা করে বলেছিলেন, আমি গান করি আর তুমি মডেলিং কর। দু’জনের কেউই প্রফেশনাল অ্যাক্টর না, ডিরেক্টরের কপালে শনি আছে বলেই হো হো করে হেসে উঠলেন তিনি। কিন্তু মজার বিষয় হলো, ডিরেক্টর আমাদের অভিনয় নিয়ে যথেষ্ট তৃপ্ত।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আর কোনো কাজ?

মোনালিসা : হ্যাঁ, শিগগিরই আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করব। কথাবার্তা চলছে। শুটিং শুরুর প্রস্তুতি চলছে। প্রস্তুতি শেষেই শুটিংয়ে যাব।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : মডেলিংয়ের খবর কি?

মোনালিসা : মডেলিংও করব। এটাই আমার মূল প্রফেশন। কয়েকটি প্রডাক্টের মডেল হওয়ার কথা চলছে। শিগগিরই হয়তো স্ক্রিনে আমার নতুন বিজ্ঞাপন দেখতে পারবে দর্শক।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : এখন গল্প প্রধান বিজ্ঞাপনের কদর বেড়েছে। কিন্তু আপনাকে জিঞ্জেলনির্ভর বিজ্ঞাপনেই দেখা যায়। গল্পনির্ভর বিজ্ঞাপনে মডেল হওয়ার চেষ্টা আছে কি?

মোনালিসা : বিজ্ঞাপন তো বিজ্ঞাপনই। একটি পণ্যকে মানুষের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাই হলো বিজ্ঞাপনের উদ্দেশ্য। এÿেত্রে সংশিøষ্টরা অনেক পরিশ্রম করেন। আমাকে সবাই জিঞ্জেলনির্ভর বিজ্ঞাপনেই ডেকে থাকেন। জিঞ্জেলনির্ভর বিজ্ঞাপন দিয়েই কিন্তু আমি মোনালিসা হয়েছি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আচ্ছা আপনার হাসি তো অনেক সুন্দর। কিন্তু কোনো টুথপেস্টের বিজ্ঞাপনে আপনাকে দেখা যায়নি কেন?

মোনালিসা : হাঃ হাঃ হাঃ...ভালোই বলেছেন। দাঁড়ান, আমার হাসি সুন্দর এটা প্রমাণ করার জন্য হলেও অন্তত একটা টুথপেস্টের বিজ্ঞাপন করব। হাঃ হাঃ হাঃ...

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আপনি সব সময়ই হাসেন, কখনো কাঁদেন না?:

মোনালিসা : হাসি, হাসতে আমার ভালো লাগে। মাঝে মাঝে আমি একা একাই অনেক হাসি, নিজের সঙ্গে কথা বলি। এ জন্য আমাকে অনেকে পাগল বলে।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিচ্ছেন কেন?

মোনালিসা : আমার মনে হয় চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না । তাই প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিচ্ছি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : ছোটপর্দার অনেকেই তো এখন চলচ্চিত্রে অভিনয় করছেন। আপনি করবেন না কেন?

মোনালিসা : সবারই কাজের নির্দিষ্ট কিছু ক্ষেত্র থাকে। আমার ক্ষেত্র হচ্ছে মডেলিং। শখ করে নাটকে অভিনয় করি। চলচ্চিত্রে কাজ করতেই হবে এমন তো কোনো কথা নেই। মডেলিং দিয়েই আমি আমার অবস্থান ধরে রাখব।
কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : কিন্তু আপনি তো অনেক কম কাজ করেন?

মোনালিসা : বেশি কাজ করে কি লাভ, ভালো কাজ সংখ্যায় কম হলেও ক্ষতি নেই। কম কাজ করি বলেই মানুষের আগ্রহ আছে আমাকে নিয়ে।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : মোনালিসা কল্যাণ ট্রাস্টের খবর কি?

মোনালিসা : কাজ এগিয়ে যাচ্ছে। এতিমদের জন্যই মূলত কাজ করছি। আর্থিক সাহায্যসহ অন্যান্য সহযোগিতাও করা হচ্ছে এতিমদের। আমি একাই এখন ট্রাস্ট নিয়ে কাজ করছি। যদি কেউ আমাকে এ ব্যাপারে সহযোগিতা করতে চায় তাহলে করতে পারবে।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : এবার বলুন বিয়ের খবর কি?

মোনালিসা : খুব তাড়াতাড়ি বিয়ে করছি, বিয়ের দাওয়াত সবাই পাবেন।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলুন?

মোনালিসা : এখন আমি আমার ক্যারিয়ার নিয়েই ভাবছি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আপনাকে ধন্যবাদ।

মোনালিসা : কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের পরিবারের সবাইকে এবং আমার জাপানী ভক্তদের রইল ভালবাসা।

 

[প্রথমপাতা]