প্রবাসীরা বাংলা গান শুনুন, বাংলাকে
বিশ্বের মাঝে তুলে ধরুনঃ আইয়ূব বাচ্চু
কমিউনিটি রিপোর্ট ।।
চলচ্চিত্রের গান রেকর্ডিং এ ব্যস্ত ছিলেন
প্রখ্যাত সংগীত তারকা আইয়ূব বাচ্চু। গোটা দিনটিই তিনি বরাদ্দ রেখেছিলেন
গানগুলো ঠিকমত তুলে আনার জন্য। এরই এক ফাঁকে তিনি সময় দিলেন 'কমিউনিটি'কে।
আসলে সেদিন উদ্দেশ্য ছিলো তার কাছ থেকে সাক্ষাতকার নেবার জন্য সময় চাওয়া।
কমিউনিটির কথা শুনে তিনি তখনই সাক্ষাতকার দিতে রাজি হয়ে গেলেন। বললেন, ১১ই
মার্চের ভূমিকম্প আর সুনামির পর থেকে জাপানের খবরা-খবর জানতে তিনি
কমিউনিটিই দেখে থাকেন। তার এই এক্সক্লুসিভ সাক্ষাতকারটি নিয়েছেন তনিয়া সিনা।
কমিউনিটিঃ কেমন আছেন?
আইয়ূব বাচ্চুঃ জ্বি ভালো। আপনাদের দোয়ায়।
কমিউনিটিঃ আপনার সংগীত এত জনপ্রিয় এর রহস্য কী?
আইয়ূব বাচ্চুঃ সংগীত আমার মনের আহার। আমার সবটা সময় এর পেছনে ব্যায় করি। আর
বাকিটা উপর ওয়ালার মেহেরবানী।
কমিউনিটিঃ আজকাল এল,আর,বি'র খবর কী?
আইয়ূব বাচ্চুঃ এলআরবি এখন লাইভ শো নিয়ে বেশি ব্যস্ত। একটা অ্যালবাম বের করতে
চেয়েছিলাম। কিন্তু পাইরেসির ভয়ে আপাতত তা বন্ধ রেখেছি।
কমিউনিটিঃ আপনারা এখন কে কে আছেন এল,আর,বি'তে?
আইয়ূব বাচ্চুঃ আমরা ৪ জন আছি। আমি ভোকাল ও গিটার, স্বপন -বেইজ, মাসুদ-গিটার
আর রোমেল -ড্রাম।
কমিউনিটিঃ আপনার গাওয়া গান যখন অন্য কেউ গায় তাখন কেমন লাগে?
আইয়ূব বাচ্চুঃ খুবই ভালো লাগে। আর দুঃখ পাই যখন সেটা পাইরেসির কবলে পড়ে।
অনেক কষ্ট করে একটা গান তৈরি করি আমরা।
কমিউনিটিঃ কত বছর ধরে গান করছেন?
আইয়ূব বাচ্চুঃ এ ভাবে কখনও ভাবিনি। ২২ থেকে ২৫ বছরের মত হবে।
কমিউনিটিঃ ছোটবেলা থেকেই কি গায়ক হবার স্বপ্ন দেখতেন?
আইয়ূব বাচ্চুঃ না। আমার গায়ক বা মিউজিশিয়ান হবার পরিকল্পনা ছিলোনা। তবে
মিউজিক ভালো লাগতো। খুব গান শুনতাম। আর গুন গুন করে গাইতাম। এভাবেই ধীরে
ধীরে মিউজিকের সংগে জড়িয়ে পড়ি।
কমিউনিটিঃ আপনার গায়ক হবার পেছনে পরিবারের কী রকম সহযোগিতা পেয়েছেন?
আইয়ূব বাচ্চুঃ পরিবারের সবার সহযোগিতা না পেলে কিছু করা যায়না। আমি যে সময়
গান শুরু করি তখন পরিবারের সমর্থন পাওয়া কষ্ট ছিলো। কিন্তু আমার পরিবারের
সবাই আমাকে সহযোগিতা করেছে। বিশেষ করে আমার মা। এরপর স্ত্রীকে কাছে পেয়েছি।
ও আমার গান শুনে সাহস দিত। সমালোচনা করতো।
কমিউনিটিঃ আপনি ইংরেজি গান থেকে কিভাবে বাংলা গানে এলেন?
আইয়ূব বাচ্চুঃ আসলে আমি ইংরেজি গান বেশি শুনতাম এবং গাইতাম। এক সময় ভাবলাম
আমার মাতৃভাষায় গান করতে হবে। আমার উচিত বাংলা ভাষাকে পৃথিবীর সামনে তুলে
ধরা। সেই থেকে বাংলা গান গাইছি।
কমিউনিটিঃ নতুনরা কেমন গাইছে?
আইয়ূব বাচ্চুঃ সবাই ভালাই গায়। তবে ধরে রাখতে পারেনা নিজেদের। ওদের উচিত
নিজেদের টাকার পিছনে না ঢেলে ভালোভাবে গান করা।
কমিউনিটিঃ ওদের কিছু বলার আছে?
আইয়ূব বাচ্চুঃ আমি বলব সবাই শুদ্ধ সংগীতের চর্চা করে নিজেকে আরো ভালো
অবস্থানে নিবে।
কমিউনিটিঃ আপনার রেকর্ডিং স্টুডিও কোথায়?
আইয়ূব বাচ্চুঃ ঢাকার মগবাজারে আমার রেকর্ডিং স্টুডিও। এর নাম রেখেছি 'এবি
কিচেন'।
কমিউনিটিঃ আপনার জন্ম কত সালে?
আইয়ূব বাচ্চুঃ ১৬ অগাষ্ট ১৯৬২।
কমিউনিটিঃ মিউজিক নিয়ে ভবিষ্যত চিন্তাভাবনা কী?
আইয়ূব বাচ্চুঃ আশা করছি মিউজিক স্কুল শুরু করবো। আমি চাই সবাই শুদ্ধ
সংগীতের চর্চা করে নিজেকে আরো শুদ্ধ করে তুলবে।
কমিউনিটিঃ 'কমিউনিটি' কেমন লাগে আপনার কাছে?
আইয়ূব বাচ্চুঃ জাপানে যখন সুনামি হলো তখন ওখানকার খবর জানার জন্য আমি
নিয়মিত কমিউনিটির নিউজ দেখতাম। অনেক ভালো একটি পত্রিকা। আমার ভালো লাগে।
কমিউনিটিঃ আপনার মূল্যবান সময় দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কমিউনিটির
পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। কমিউনিটির পাঠকদের কিছু বলার আছে?
আইয়ূব বাচ্চুঃ হ্যাঁ আছে। আপনারা প্রবাসীরা বাংলা গান শুনুন। বাংলাকে
বিশ্বের মাঝে তুলে ধরুন। আর দোয়া করবেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন আপনাদের
শুদ্ধ বাংলা গান উপহার দিতে পারি। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা আর ভালোবাসা
রইলো।
>>জাপান
প্রবাসীদের দেশপ্রেম ও
আতিথেয়তা আমাকে মুগ্ধ
করেঃ খন্দোকার ইসমাইল
>>প্রবাসীদের ব্যবসায়িক বা পেশাগত
প্রতিষ্ঠা আমাকে মুগ্ধ করেছেঃ মুহাম্মদ জাহাঙ্গীর
>>প্রবাসীরা বাংলা গান শুনুন,
বাংলাকে বিশ্বের মাঝে তুলে ধরুনঃ আইয়ূব বাচ্চু
>>কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত এ,কে,এম, মজিবুর রহমান
ভূঁইয়াঃ
জাপান প্রবাসী বাংলাদেশিরা গঠনমুলক এবং ইতিবাচক ভূমিকা পালন করছেন
>>রবীন্দ্রনাথ আমার দুর্বলতাঃ ফেরদৌসি
মজুমদার
>>২৭ বছর আগের বাংলাদেশের সাথে এখনকার
বাংলাদেশের অনেক পার্থক্যঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে
অক্ষয় কুমার
>>আমার নাচ আর
হাসিটাকেই দর্শকরা বেশি পছন্দ করেন মনে হয়ঃ কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে সালমান খান
>>ভালো গান গাইতে হলে
শুদ্ধ করে বাংলা শব্দগুলো খেয়াল করতে হবেঃ কমিউনিটির সাথে একান্ত
সাক্ষাতকারে সাবিনা ইয়াসমিন
>>একান্ত
সাক্ষাতকারে দেবাশিষ বিশ্বাসঃ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি
>>ববিতার মন খারাপ
>>কমিউনিটির মুখোমুখি
নায়করাজ রাজ্জাকঃ যতদিন বেঁচে থাকবো জহির রায়হান আমার মাঝে বেঁচে থাকবেন
>>কমিউনিটির
মুখোমুখি চিত্রনায়িকা শাবনুরঃ বছরে দু'টির বেশি ছবি করবোনা
>>কমিউনিটির মুখোমুখি
লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা
চৌধুরীঃ
সুপার মডেল হতে চাই
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ
ঈদের নাটক
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান
গাওয়া নিয়ে ব্যস্ত
>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত
বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা
>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে
সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত
উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে মিলাঃ
বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ
সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম
শামসুজ্জামানঃ
কপালে থাকলে ঠেকায় কে
>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে
একান্ত সাক্ষাৎকারে মোনালিসা:
চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না
>>কমিউনিটি
স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই
>>কমিউনিটির
মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা
>>কমিউনিটি
স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে
করি : চুমকী
>>কমিউনিটির
সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের
চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর
>>কমিউনিটির
সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য
লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই
উঠেছিল
>>কমিউনিটিকে
দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে
আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে
>>কমিউনিটিকে
অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না
>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম
>>প্রবাসীদের
দেশের প্রতি গভীর টান চোখে
পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর
মোকাম্মেল
[প্রথমপাতা] |