[প্রথমপাতা]

 

 

 

কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে

বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

 

 

হাবিবুর রহমান, ঢাকা থেকে, কমিউনিটি ডেস্ক ।। এপ্রিল ১৪, ২০১০ ।।

বিদ্যুতের চরম অবনতির কথা স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কমিউনিটিকে জানালেন, বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকারকে অনেক কাজ করতে হবে। সাধ্যমত চেষ্টার পরও বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সরকার ব্যর্থ হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, প্রাথমিক উৎসের সঙ্কটই বিদ্যুতের প্রধান সমস্যা। আর সময় মতো কার্যকর পদক্ষেপ নিতে না পারায় এবং বিদ্যুতের এ সংকটের কারণেই দেশে বিনিয়োগ হচ্ছেনা। দেশে যে কোন মুল্যে বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বলেন, উৎপাদন, সরবরাহ, বিতরণ ও মূল্য নির্ধারণের মতো বিদ্যুৎ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সমস্যা থাকায় বাংলাদেশ জটিল ও ব্যাপক মাত্রার বিদ্যুৎ সঙ্কটে আছে।

সরকারের বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী কমিউনিটি’র প্রতিবেদককে বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাকে স্বীকার করতে হয় যে গত এক বছরে আমরা তেমন কিছু করতে পারিনি।


গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর রেডিসন হোটেলে আইসিসি কনফারেন্স অন এনার্জি ফর গ্রোথ অনুষ্ঠান শেষে তিনি কমিউনিটিকে এ সব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের জুনের মধ্যে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ডিসেম্বরে এর পরিমাণ আরও বাড়বে। অর্থমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পরিকল্পনাগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ২-৩ বছরের মধ্যে এর সুফল পাওয়া যাবে।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০১১ সালের মধ্যে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা আছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবে দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট, উৎপাদন তিন হাজার আটশ থেকে তিন হাজার নয়শ মেগাওয়াট। এ অবস্থায় সাম্প্রতি কয়েকটি সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করার পর উৎপাদন দু’শ মেগওয়াট বেড়েছে।

[প্রথমপাতা]