প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

ধারাবাহিক উপন্যাসঃ কাক-জ্যোৎস্নায় কাক-ভোর (পর্ব-১৬)

 

 

 

শাশ্বত স্বপন

 

 

ক্লাশে ঢুকে মানিক স্যার সকলের দিকে করুন দৃষ্টিতে তাকাল। তারপর সে জানাল, মিলন মারা গেছে। এক সময় এ স্কুলের খুব প্রিয় ছিল মিলন। সব বছরই প্রথম হতো । ৫ম শ্রেণীতে বৃত্তি দিয়ে বৃত্তি পেয়েছে। সকল শিক্ষক মিলনকে স্নেহের দৃষ্টিতে দেখত। তবে মানিক স্যার তাকে গভীর ভালোবাসার দৃষ্টিতে দেখতেন। ছোটবেলা থেকে মিলন মানিক স্যারের বাসায় তার স্ত্রীর কাছে এবং তার কাছে পড়ত। ক্লাশে আজ আর পড়া হলো না। কালী সবার আগে ক্লাশ থেকে বের হয়ে মিলনদের বাড়ীর দিকে ছুটতে থাকে। মিলনদের উঠানে অনেক মানুষের ভীড়। মানুষের কথোপকথন থেকে সে শুনল, আজ সকালে মিলনকে ঢাকা থেকে মৃত অবস্থায় আনা হয়েছে। চিকিৎসার জন্য ঢাকা নিলেও তার দু’টি কিডনীই আগেই অকেজো হয়ে পড়েছিল। বিদেশে নিয়ে চিকিৎসা করাও মিলনদের পরিবারের পক্ষ সম্ভব হয়নি। কালী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। অন্য বান্ধবীরা কাঁদছে। চারিদিকে কান্না আর কান্না। মৃতদেহের সামনে জুনি, রিপন, রতন কোরান শরীফ পড়ছে। মিলনের মা ও বড় বোন অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানায়। জহুরের আযানের পর তার জানাযা হবে। কালীর চোখে ভেসে উঠল ঝড়ের স্মৃতি, পিকনিকের স্মৃতি, আরো কত স্মৃতি। এর মধ্যে একটা স্মৃতি তার মাথায় যেন ঝংকার দিয়ে উঠল,



আচ্ছা কালী, তোকে একটা কথা বলি?

বল কি কথা?

আমি যদি মনে কর হিন্দু মেয়ে বিয়ে করতে চাই, তাহলে ঐ মেয়ের কি ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে?

তা জানিনা, তবে তুই হিন্দু হতে পারবি না। আমাদের হিন্দু ধর্মে বহিরাগত প্রবেশ নিষেধ।

খেয়ে কাজ নেই, আমি কি আমার কথা বলছি?

তাহলে দিপারও খেয়ে কাজ নেই। ও তোমাকে বিয়ে করলে তো।

আচ্ছা, তুই ও মানুষ, আমি ও মানুষ। সবাই আমরা মানুষ অথচ সৃষ্টিকর্তা এত ধর্মই কেন তৈরী করল আর এত বিভেদই কেন করল?

কি ব্যাপার, আজকে কি হয়েছে তোর ? এত ভূমিকা লাগবো না। আসল কথা বল ? দীপার সাথে ঝগড়া হয়েছে?

আরে না। ওতো আমাকে দেখতেই পারে না। রক্ত দিয়া কাগজে নাম লিখে ওকে দিলাম, ছিঁড়ে ফেলল। থুথু ছুঁড়ে দিল আমার দিকে।

আহারে মজনুরে, ব্যর্থ প্রেমিক। আগে তো চুটিয়ে প্রেম করছিলে।

কপাল খারাপ। ওর মা-বাবা ওকে বকে-ঝকে কি বোঝাল--তাতেই সব শেষ। আমাকে বিয়ে করলে নাকি ওকে মুসলমান হতে হবে। মা-বাবা আত্নীয়-স্বজন ওকে ত্যাজ্য করে দেবে। কালী আমি মনে হয়, বাঁচবো নারে। কিছুই ভালো লাগে না।



আজ কালী আশেপাশে সবাইকে দেখতে পেল। অথচ দীপা কোথাও fনেই । মেয়েরাও মাঝে মাঝে এমন নির্দয়া হতে পারে কালীর সে ব্যাপারে অভিজ্ঞতা খুবই কম। তার চোখ ভরা জল। ওড়না দিয়ে মুছে সে বাড়ি চলে এল ।উঠানে পা রাখতেই তুলসী চিৎকার করে উঠল,

ঐ মিলনদের বাড়ী গিয়ে মানুষরে ছুঁয়েছিস না?

আমি আবার কারে ছুঁইলাম?

অন্যের লগে তোর ছোঁয়া লাগে নাই?

হ্যাঁ, লেগেছে, কি হয়েছে? স্নান করতে পারব না।

রাম রাম রাম, ঘরে যাবি না। উঠানে দাঁড়া ,তুলসী পাতার জল ছিটাইয়া দেই।



কালী রেগে গেল। সোজা ছুটে গেল দীপাদের বাসায়। দীপা পাঁচ গুটি খেলছে। কালী হতভম্ব হয়ে উঠানে দাঁড়িয়ে দীপার দিকে চেয়ে আছে।দীপা মনোয়োগ দিয়ে খেলছে ওকে যেন দেখে নাই। দীপার মা দীপাকে বলে দিল, কোথাও যাবে না।। কালী ওর মাকে শুনিয়ে দিল, ভয় নাই, মেয়েকে প্রেম শিখাব না । মিলন মারা গেছে। তোমাদের শান্তি হয়েছে তো ?

দীপার মা কোন কথা বলল না। ঘরে চলে গেল। মিলন দীপাকে ভালবেসে এ বাড়ীর ঘুম কেড়ে নিয়েছিল। আজ যেন সবাই খুশী হয়েছে। এখন রাতে ভাল ঘুম হবে।

দীপা কালীকে বলছে, কালী খেলবি?

মিলন মারা গেল অথচ...

মরুক গিয়া--আমার কি! আমার কি !

তুই এমন! ঢাকা যাওয়ার আগে তোর সাথে কথা বলতে চেয়েছে, তুই তখনও কথা বলিসনি।

কেন, তোকে বলছি না। ওর সাথে কোনদিনও কথা বলা সম্ভব না।

তবে একদিন ভালবেসে ছিলি কেন?

ঐ বোকাটাকে!

দীপা--! এতদিন জানতাম পুরুষরাই নির্দয়, এখন বুঝলাম নারীরাও কম না। ভগবান সইবে না।


 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

 

 

লেখকের আগের লেখাঃ