প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

 

 

এ.কে.এম. নূরুন্নবী

ক্ষয়


দারিদ্র্য-বঞ্চনার কশাঘাতে মানুষ হাবুডুবু খাচ্ছে

সহানুভূতিশীল সব মানুষ ক্রমশ হারিয়ে যাচ্ছে।

পালাচ্ছে প্রেম প্রীতি দয়া-মায়া সুকুমারবৃত্তি গুলি

গুণাবলির চেয়ে হীন মানুষিকতা হয়েছে শক্তিশালী।

মূল্যবোধ হারিয়ে মানুষ লিপ্ত হিংসা পরচর্চা নিন্দায়

ভুগছে মানুষ মনস্তাত্ত্বিক ব্যাধির অসহনীয় অন্তরজ্বালায়।

মানবতা আটকা পড়ে গেছে এক অন্ধকারগলিতে

জিম্মি হয়ে গেছে মানুষ হৃদয় হীন দানবের হাতে।

জগত হয়ে গেছে অমঙ্গলের উৎস লীলাভূমি

দুঃখ বঞ্চনা অন্যায় অবিচারের হয়েছে নরকভূমি।

অনেক নিরপরাধ লোক অহেতুক শাস্তি পায়

অন্যায়কারীরা তিরস্কারের বদলে পুরস্কার পায়।

শান্তির প্রয়াস মরীচিকার মতো দূরান্তে সরে যাচ্ছে

মানুষ অসুখী আতঙ্কিত হয়ে দিশেহারা হচ্ছে।

হিংসা চুরি না করা ,শুচিতা সংযমী সত্যাশ্রয়ী মানুষের ধর্ম

এ থেকে মানুষ সরে এসে করছে যত খারাপ কর্ম

স্বার্থের লোভ লালসায় পড়ে মানুষকে করছে হত্যা

মানুষ ক্রমশই হারিয়ে ফেলছে অতীন্দ্রিয় মূল্যবোধের সত্তা।

বিজ্ঞান প্রযুক্তি বহুগুণ উন্নতির ফলে মানুষ পেয়েছে শক্তি

বৈষয়িক উন্নতি হয়েও মানুষের জীবনে আসেনি কোন মুক্তি।

মানুষ বিধাতাকে ভুলে দুনিয়াকে ভাবে স্বর্গবলে

অর্থ কড়ির পিছু ছুটে দুনিয়াতে মোহের যাঁতাকলে।

আঁখি কচলায়ে সুখ খুঁজতে গিয়ে হয়ে যায় দেহজার

বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে মানুষ মানুষকে করে অত্যাচার

খোদার গজব আসবে যেদিন বুঝবে সেদিন লোকে

পাপের বোঝায় ধ্বংস হবে পৃথিবী,বাঁচবে না কোন লোকে।

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

লেখকের আগের লেখাঃ