|
||||||||||||||||||
|
পান্থ পৌর্বাপর্য (দ্বাদশ পর্ব)
এ,কে,এম,নূরুন্নবী
এই ধর দশ মিনিট আগে পৌঁছেছি। তোমরা কবে এসেছো মাধবী। হাঁ আমাদের প্রায় পাঁচ দিন হয়ে গেল। মোটামুটি ভালই ঘুরলাম। আমি বললাম মাধবী উনি কে। মাধবী বললো ও আমার বান্ধবী। আমরা দুজনে এক সাথেই পড়ালেখা করি। পড়ার সময়ে ওর বিয়ে হয়ে যায়। শিলা বললো উনি কে? আমি এই কথা শুনে একটু দূরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে গেলাম। তারা দুজনে আলাপ করতে শুরু করলো। আমি দূরে দাঁড়ালেও তাদের কিছু কিছু আলাপ শুনতে পাচ্ছি। মাধবী বললো উনি আমাদের পরিচিত। উনি কি করেন। না তেমন কিছু এখনও করেন না তবে মাষ্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে,বিসিএস,পরীক্ষার ফর্ম পূরণ করেছে। এখনও পরীক্ষা হয়নি। দেখতে তো ভালই লাগছে মাধবী, তুমি না হয় তারে ধরে ফেল। হাবা গোবা আছে এরা খুব ভাল ছেলে হয়। এদের সাথে সংসার করে শান্তি পাওয়া যায়। ভুল করবেনা। তোমারটা কেমন, আর সেকথা বলোনা। উনার সব সময় মন উচাটং হয়ে থাকে কোন কথাই তার সাথে শেয়ার করা যায় না। সব সময় কি রাগ বাগ দেখতে ভাল লাগে। বিয়ের পর দু দুটি বছর কেটে গেল অথচ ভ্রমণ যাত্রায় বের হতেই পারলামনা। সেই বের হলাম তবে দু বছর পর, অবশেষে অনেক ঝগড়া ঝাটি করে এসেছি। আমার মনটা একে বারেই ওর প্রতি ভেঙ্গে গেছে। সন্তান হয়ে গেছে তানা হলে মাধবী বিশ্বাস করো একটা কিছু করে ফেলতাম। তোমার মেয়েটাকে কার কাছে রেখে এলে। ওর দাদির কাছে। ভাবলাম কেবল বয়স নয় মাস ঠান্ডা লাগে কি না তাই ভয়ে আনলাম না। মাধবী তোমার ওই হাবা গোবার নাম কী রে। ওই হাবার নাম শ্যামল। ওই হাবার আরো পরিচয় আছে যা কিনা তোমাকে বলা প্রয়োজন। কথাটা কিন্তু তুমি এখনি কাউকে বলবে না। বললে হয়তো আমার বড় ধরণের ক্ষতি হবে। নানা এ সব কথা বলার প্রশ্নই আসে না। ওর নাম কিন্তু আসলে শ্যামল না। তার সাথে প্রথম পরিচয় হয় ট্রেনে। সেও ভ্রমণে এসেছে। বাবার সাথে তার সখ্যতা জমে। বাবা তাকে আমাদের সাথে ভ্রমণে থাকতে বলেন। তারপর থেকে সে আমাদের সাথে আছে। সে যখন আমাকে কবিতা শুনায়ে প্রেমের প্রস্তাব আকারে ইঙ্গিতে করে তখন আমি ওকে ভাল করে জানার চেষ্টা করি। বড় দাদারা রাতে মিটিং করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে,আগামী কাল তারা কোথায় ঘুরতে যাবেন। এমন সময় বৌদি আমাকে ডাকেন। আমি বললাম আমার শরীর খুব খারাপ তাই অভিনয় করে শুয়ে থাকলাম। আর মনে মনে ভাবলাম আজ শ্যামলের ব্যাগটা চেক করতে হবে। আমি তাই বললাম, তোমরা আলাপ কর আমার শরীরটা ভাল না বৌদি,আমি একটু রেষ্ট নিব। আমি দুদিন গভীর রাতে লক্ষ্য করেছি শ্যামল কি যেন রাত জেগে জেগে লিখে আর গোপনে এসে ব্যাগে রেখে যায়। আর শ্যামলের ব্যাগ দেখতে গিয়ে সেখানে একটা শ্যামলের ডাইরী পেলাম। তাতে শ্যামলের বাড়ির ঠিকানা, বাবা মার নাম ইত্যাদি বিস্তারিত লিখা আছে। তাছাড়া সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে । বিসিএস পরীক্ষার জন্য ফরম পূরণ করে পাঠিয়েছে। রোল নম্বর কত তা বিস্তারিত লিখা আছে।এমন কী এ্যাডমিট কার্ডে তার একটা ছবিও আছে। মার্চ মাসের তিন তারিখে তার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে কিন্তু তোমাদের মতো মুসলিম সম্প্রদায়ের ছেলে। শ্যামলের বাবার নাম ডাক্তার জয়নাল আবেদিন। শ্যামলের নাম মাহবুবুর রহমান। তারা তিন ভাই,বোন নেই। মাহবুব সবার বড়। একথা গুলো ডাইরী থেকে পড়ার পর আমার মাথা ঘুরে যায়। মনে মনে চিন্তা করি শ্যামল এ কি তুমি করলে। শুধু আজ আমাকে পাবার জন্য সে আজ ডাহা মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের সাথে মিশে আছে। সে কি জানে না যে একদিন না একদিন তা প্রকাশ পাবে। তখন সে কার আশ্রয় গ্রহণ করবে। মনে মনে বললাম শ্যামল তুমি তোমার ডাইরীতে লিখেছো মাধবী আমার ধ্যান,মাধবী আমার আশ্রয়, মাধবীকে না পেলে আমার জীবন সম্পূর্ণ মিথ্যা। তাকে আমার পেতেই হবে ধ্যান তৃষ্ণায়। মাধবী আমার জীবনের অহংকার।আমি আমার অহংকারকে বুকে জড়িয়ে ধরে রাখতে চাই সমগ্র জীবন। কি অসয্য যন্ত্রণায় আজ কাতরাচ্ছি নিজে। তুমি কি তা জান প্রেয়সী। তোমাকে এক দ্বন্দ্ব না দেখতে পেলে ছটফট করে খুঁজি চারিদিকে। তুমি কি তা জান?তোমাকে আমি স্নেহ প্রীতি ভালবাসার বেষ্টনে জীবনের চার পাশে পরিচ্ছন্ন বিকশিত করে বেঁধে রেখেছি। তুমি আমার জীবনের প্রস্ফুটিত গোলাপ। সুসমন্বিত সুমিষ্ট অনুভূতির উদ্রেক। সৌন্দর্য রসের মোহমুগ্ধ বিন্যাস। স্রষ্টা শুধু আমার জন্যেই দেবীকন্যারূপে ছাঁচে তোমাকে গড়েছে। তুমি শুধু আমার থাকবে। তুমি আমার অর্ঘ্য। আমি তোমার অর্চক। যখন আমি ট্রেনে তোমাকে প্রথম দেখি তার পর থেকেই বিচলিত হয়ে পড়ি।এই কথা গুলো পড়ার পর আমি আকৃষ্ট হয়ে পড়ি। আমাকে চিত্কার করে বলতে ইচ্ছে হচ্ছে শ্যামল তুমি কোথায়। আমি যে তোমার শুভ দর্শনে অধিক আগ্রহে অপেক্ষায় আছি। তুমি কেন আমায় নিতে আসছো না। আমি যে তোমারি আসক্তিতে আসঙ্গলিপ্সায় অধিক অন্তর্দাহে অপেক্ষায়। আমিও তাকে গভীর ভাবে ভালবেসে ফেলেছি শিলা। বলো এখন আমি কি করবো। (অসমাপ্ত)
WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
|
লেখকের আগের লেখাঃ |