প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

 

 

এ.কে.এম. নূরুন্নবী

গ্রিন হাউস প্রতিক্রিয়া


বিজ্ঞানের নব আবিষ্কারের সাথে মানুষ যাচ্ছে ভয়াল সর্বনাশে
হোমহুতাশনে আবিষ্কারের পাশে ভীত ভীরু মনে দাঁড়াই পাশে।
জানবে যখন বেদনার করুণ কাহিনী ত্রাসে যাবে দেয়ালে মিশে
প্রাকৃতিক শক্তির ব্যবহারে ভারসাম্য হচ্ছে বিনষ্ট তার চারপাশে।
কালো ধোঁয়া ক্রুটিপূর্ণ বায়ুর এমন কারণে বিনষ্ট হয় পরিবেশে
সূর্যেরআলোকরশ্মি আসে পৃথিবীতে তাপমাত্রা বাড়ে অবিশ্বাসে।
স্কন্ধে চাপে বায়ু দূষণ,বাড়ছে গ্যাসের ধোঁয়া এটাই মূল কারণ
তাপের মাত্রা বৃদ্ধি পেলে আবহাওয়ায় আসতে পারে পরিবর্তন।
খরা বন্যা ঝড় জলোচ্ছ্বাসে বন্যপ্রাণী বিলুপ্ত গ্রিন হাউসের ফল
সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে পানিতে ডুবে যাবে নিম্নাঞ্চল।
বাংলাদেশে আয়তনের তুলনায় জনাধিক্য বেশি সমস্যা বাড়বে
বিশেষজ্ঞদের মতে ভয়াবহ পরিণতি বাংলাদেশে বয়ে আনবে।
ফলশ্রুতিতে ব-দ্বীপ অঞ্চল বাংলাদেশে চলে যাবে মহাবিপর্যয়ে
বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠের সামান্য উঁচু নিম্ন অঞ্চল যাবে তলিয়ে।
সমুদ্রতলের উচ্চতা বাড়লে বিভিন্ন নদীর উচ্চতা বেড়ে যাবে
ক্ষীণ হয়ে নদীর পার্শ্বের নানা সম্পদ শিল্পাঞ্চল তলিয়ে যাবে।
লবণাক্ত প্রবেশে মিঠা পানির এলাকা ক্রমশই সংকুচিত হচ্ছে
ফারাক্কা বাঁধের প্রতিক্রিয়ায় লবণাক্ত পানির যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে।
গ্রিন হাউস প্রতিক্রিয়ায় উপকূলীয় বাঁধের প্রচণ্ড ক্ষতি হবে
বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশনের জন্যে তৈরি বাঁধ তলিয়ে যাবে।
এসব মোকাবেলার জন্যে সহযোগিতা প্রয়োজন উন্নত বিশ্বের
পরিবেশ দূষণে গ্যাস নিঃসরণ বর্জ সমস্যা আগে কর সব দুর।
কেবল গ্রিন হাউস প্রতিক্রিয়া মোকাবেলা সম্ভব উদ্যোগ গ্রহণে
ব্যবস্থা সম্ভব সমগ্র বিশ্বের সম্মিলিত প্রয়াসে সমস্যা সমাধানে।
স্বার্থোদ্ধত অবিচারে বাংলাদেশ যাবে পানির তলে সংকুচিত হয়ে
ম্লানমুখে মানুষ ভীত হয়ে বেদনার করুণ কাহিনীতে যাবে ধেয়ে।
সময় থাকতে দ্রুত ধর হাল এখনি বিপদ আসবে যখন তখন
গাছ গাছালি আবর্জনা নিয়ন্ত্রণ পানির উৎসের সংস্কার কর এখন।
সামুদ্রিক ঝড়ে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বিপন্ন লোকের সংখ্যা বাড়বে
চট্টগ্রামের সমুদ্র তটরেখা সংকুচিত হয়ে ভূভাগের দিকে আসবে।
কক্সবাজার সমুদ্র সৈকত সমুদ্রে বিলীন হয়ে যাবার সম্ভাবনা থাকবে
খরা উপদ্রুত এলাকাগুলি ভবিষ্যতে মারাত্মক খরা কবলিত হবে।
জগত জনে জানাও সবি দাঁড়িয়ে বিপদ তুলছে ধ্বনি সম্মুখ অন্ধকার
ক্লান্ত শুষ্ক ভগ্ন হৃদয়ে ধ্বনি তুলে বল নীরবে বসে থাকতে চাইনা আর।

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

লেখকের আগের লেখাঃ