প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

[প্রথমপাতা]

 

 

 

এ.কে.এম. নূরুন্নবী


মৃত্যুর ফাঁদে- ৭১


বসে আছি অবকাশে আনন্দ আবেশকরে
ভেসে আসে করুণ কান্নার সুর বহু দূরে।
আবেগ ভরে সজাগ দৃষ্টি ছিল সে দিকে
জানলাম শত্রু সেনারা বুলেট ছুড়েছে বুকে।
শিশুটিকে হত্যা করে ফেলে রেখেছে আঁস্তাকুড়ে
তিন বছরের শিশুর মৃত্যু রহস্যের ক্রোড়ে।
সমগ্র দেশের বিবেক কেঁপে উঠেছে ডরে
মানুষ আত্মগোপনে চলে যায় যেখানে পারে।
সভ্যতার নামে অবিরত দ্বন্দ্বাতীত যুদ্ধ চলে
সৈন্যবাহিনীর বন্দুকের গুলি গ্রেনেডের কবলে।
সন্ধ্যার গগনে গর্জে ক্ষণে ক্ষণে জলে স্থলে
ঘর বাড়ি আগুনের লেলিহানে দাউ দাউ জ্বলে।
চারি দিকে মৃত্যুর মিশিল খাল বিলে ঝোপ ঝাড়ে
লাখ লাখ মানুষের করুণ মৃত্যুর শ্বাস বায়ুভরে।
বিবেকহীন বিশ্বের কাছে মানুষ পায়না বিচার।
এ কেমন বিশ্ব যেখানে নাই মানুষের কোন মূল্য
মানুষকে বিবেচনা না করে,,করে তুচ্ছ তাচ্ছিল্য।
ক্ষমতা ধরেরা আধিপত্য বিস্তারে যুদ্ধ করবে
তা যদি না হবে মানুষ আর কতটা কষ্ট সইবে।
হৃদয়ের অশ্রুধারায় মেনে নেয় অদৃষ্টের পরিহাস
সুখ দুঃখের কাহিনী লেখা থাকবে সব ইতিহাস।
অপমৃত্যুর কোলে হৃদয় করে বারে বারে হাহাকার
অবিরাম প্রতিধ্বনি তুলে ছিল স্বাধীন হওয়ার অধিকার।
বাঙালি সেনা ছেলে বুড়ো হাতে তুলে নেয় অস্ত্র
চরম শিক্ষা পায় পাকিস্তানি দানব গোষ্ঠী ভয়ে হয় তটস্থ
মুক্তি সেনার নয় মাস অবিরাম যুদ্ধে দেশ স্বাধীন হলো
পরাজিত হয়ে কুলাঙ্গার দল আত্মসমর্পণ করে দেশ ছাড়লো
লাখ লাখ মানুষের করুণ মৃত্যুতে বিশ্বকে গেল কাঁদিয়ে
পাকিস্তানের বিবেক জাগ্রত হয়নি ভুবনে অপরাধী হয়ে।
স্বাধীনতাকে মেনে নিতে পারেনি রাজাকার আল বদরের দল
ফাঁসির কাষ্ঠে ঝুলবে এবার আল বদর রাজাকার সকল।

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

লেখকের আগের লেখাঃ