প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

 

 

এ.কে.এম. নূরুন্নবী

নারী শিক্ষা


নিরক্ষর মার হাতে শিশুর ভবিষ্যৎ অন্ধকারে আচ্ছন্নে পড়ে

সন্তানের জীবন গঠনের জন্যে মায়ের শিক্ষার প্রয়োজন পড়ে।

বসে আছে বালিকা বিষণ্ণ মনে তরুচ্ছায়ে-

ক্লান্ত তপ্ত উদাস মন নিয়ে আছে লুকিয়ে,

দেশের জনসংখ্যার বিরাট অংশ নারী অন্ধকারে বাধাবন্ধহারা

ধর্মীয় কুসংস্কারে জাঁতাকলে নারীর উচ্চশিক্ষালাভে শক্তিহারা।

শিশুটি নীরবে বসে থেকে করছে ক্রন্দন-

কুসংস্কারে হয়েছে সে আজ জর্জর বন্ধন,

জ্ঞানবিজ্ঞান চর্চায় নারীর সবসমান অধিকারের তোলো উচ্চসুর

দেশের জ্ঞানীগুণী বিদগ্ধ সুধীসমাজকে একত্রিত প্রবীর কর প্রচুর।

অনাথিনী মন থেকে চায় সকলের সহায়-

বেদনায় করছে পরিহাস নতশিরে দাঁড়ায়,

নারী শিক্ষার নারী মুক্তির মানসিকতায় আনতে হবে পরিবর্তন

ধর্মীয়শিক্ষার সাথে বিজ্ঞানশিক্ষা পড়লে সংকটের হবে দূরীকরণ।

করুণ কাহিনী বুকে চেপে নিয়ে ভার-

চাওয়া পাওয়ার যত আছে আজ তার,

নারীদেরকে বাস্তবধর্মী জীবনঘনিষ্ট শিক্ষায় শিক্ষিত করিবারে

শিক্ষাকে গুরুত্ব দিয়ে নারী তার ভাগ্যকে করবে জয় বারেবারে।

নিজ অদৃষ্টেরে করে নিন্দে মনের অভিমানে-

শুষ্ক ভগ্ন বুকে ম্লান মুখে কষ্ট ক্লিষ্ট মনপ্রাণে,

নারী সমাজের শিক্ষাকে নিশ্চিত করে সমগ্র পৃথিবী এগিয়ে চলেছে

অসহায় নারীর দুর্বলতার সুযোগে পুরুষ পণ্যসামগ্রী করে তুলেছে।

যখন জাগবে নারীরা পালাবে সবে ধেয়ে-

ভীরুরা শুধু তোমরা দেখিবে চেয়ে চেয়ে,

নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবীতে মাথাতুলে হবে দাঁড়াতে

না হলে সমগ্র জাতি ভাগ্যপর্যবসিত করুণ শিকার হবে পরিণতিতে।

কর্মহীন জীবন নিয়ে দাঁড়িয়ে অন্তরে পিপাসা-

দুঃখ নিয়ে বলা ছাড়া আর নাই অন্য ভাষা,

জগতে যত বড় সাহিত্যিক বৈজ্ঞানিক ধর্মপ্রবর্তক সবাই অধ্যবসায়ী

অসাধারণ প্রতিভা ছাড়া নিরলস পরিশ্রমে জয় করাযায় অধ্যবসায়ী।

নির্ভয়ে ছুটতে হবে সত্যের পানে সন্ধানে-

ঝড়ঝঞ্ঝা এলে আসুক চলতে হবে সাবধানে,

দেশের ব্যাপক সংখ্যক নারী এখনও কুসংস্কার অজ্ঞতার অন্ধকারে

নিরাপত্তার-অভাব দরিদ্রতা নারীশিক্ষা পথে বাধাহিসেবে কাজ করে।

পাড়িদিতে হবে অন্ধকার সব দিয়ে বিসর্জন-

আশার তরঙ্গিতে চলে ফিরাতে হবে সম্মান,

সামাজিক বাধা ছিন্ন করে নারী সমাজকে যেতে হবে শিক্ষার আলোতে

পাশাপাশি বিশেষ ধরণের শিক্ষা পরিকল্পনার কর্মসূচি গ্রহণ হবে করতে।

সব অসম্মান ভুলে দাঁড়াতে হবে মাথা তুলে-

কলঙ্কতিলক যত আছে সব কিছু আজ ভুলে,

নির্বিঘ্নে যাতায়াতের উপযুক্ত পদক্ষেপ গ্রহণে পরিবহন ব্যবস্থা হবে করতে

স্বার্থান্বেষী চাটুকারদের বাদ দিয়ে শিক্ষানুরাগীদেরকে সম্পৃক্ত হবে করতে।

সর্ব দুঃখগ্লানি ভুলে দূর করতে হবে অন্ধকার-

জাতি সেদিন পাবে অপরূপ এক মহা উপহার।

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

লেখকের আগের লেখাঃ