প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

 

 

          ম্যান্ডেলাকে অশ্রুসিক্ত বিদায়

                                                                       -  এ,কে,এম,নূরুন্নবী

 

জন্মে ছিলেন  দক্ষিণ আফ্রিকার উমতাতু প্রদেশে

বসুধা আশীর্বাদ জানায় মিজো গ্রামে এসে

মাদিবা নাম রাখিলেন মা হৃদয়রাশি ভরে

মাথা উঁচু করবে আফ্রিকা নিঃশঙ্ক ভূতলের উপরে।

শাশ্বত আফ্রিকা গড়তে করবে দিবানিশি প্রাণপণ

ধরণীতে জন্মেছে তাই শ্রেষ্ঠ সাধের ধন।

নেলসন ম্যান্ডেলা নাম ডাকলেন শিক্ষক মহাশয়

মহৎ সত্যের পাশে থাকেন তিনি সদাশয়

নয় বছর বয়সে বাবা গেলেন অনন্তেরপানে

থেম্বু প্রধানের লালনে বড় হলেন নিজ গুনে

আইনে ডিগ্রী নিয়ে  ফিরলেন বিলেত থেকে

হিংসাশ্রয়ীর চক্রান্তের দাপটে মানবতা অবিন্যাসের দিকে

বর্ণবাদবিরোধী আন্দোলন ডাকেন তিনি ঈশ্বরের বিশ্বে

অগণিত তরুণের আন্দোলন শ্বেতাঙ্গর বিরুদ্ধে এসে।

অত্যাচারীর দৌরাত্ম্যে ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে

অসহায়ত্বের অপমান মুখ বুজে সইছে ভিতরে।

     অবিসংবাদিত এই  মহান নেতা নেলসন ম্যান্ডেলা

   হাতে নিলেন দুঃখী মানুষের নিষ্পেষণ দূর করার খেলা।

বঞ্চিত অবজ্ঞাত পথ বিকশিত হয় জীবনে

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নিজ গুণে।

স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন উত্তরসূরিদের হাতে

প্রচারে নামেন মরণ ব্যাধি এইডস থেকে রক্ষা পেতে।

ব্যাপক ব্যাধি ছড়িয়ে পড়ে আফ্রিকার দেশগুলোতে

   শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ  সবাইকে এক ছাতার নিচে দাঁড়াতে-

ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন তিনি নিজে

আফ্রিকার 'জাতির জনক খ্যাতি পেলেন নিজ কাজে

ম্যান্ডেলাকে অশ্রুসিক্ত বিদায় জানালো বিশ্বের লোকে

শোকাত উদারমতি মানুষের অশ্রুপাত থমকে থমকে

কুনুতে সম্পন্ন হলো তার শেষকৃত্য অনুষ্ঠান,

                  রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত পোঁচানব্বই বছরের জীবনের অবসান

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

লেখকের আগের লেখাঃ