[প্রথমপাতা] |
সবাই চলে যায়
মো মি ন মে হে দী
সময়ের আড়ালে ওত্ পেতে থাকে কষ্ট; বেদনায় হামাগুড়ি দেয় অন্ধকার৷
আনন্দ চাষাবাদ করে চোখ৷ চোখের পাতায় থাকে বিরহের ক্যানভাস
এঁকে যায় বর্তমান বিনম্র শ্রদ্ধায়৷ মিলেমিশে একাকার রোদের আলো৷
গলে গলে সুখ পড়ে; জানালায়, দরজায় কোন চোখ নেই৷ কেবল আছে
অনুমতি৷ এই অনুমতির পথ ধরে এগিয়ে আসে একসময়ের স্মৃতি৷
সময়কে বড় বেশি সুখ মনে হয় তার; যার অছে উদার আকাশ৷
এভাবেই একদিন ভালোবাসা পিদিম হয়; আলোয়-অন্ধকারে
ভাসতে থাকে কোয়েলের দেহ৷একদিন সবাই চলে যায়৷ চলে যেতে যেতে
নিশ্ব হতে হতে রোদ হয়ে ওঠে বিবেক৷ বিবেকের রঙতুলিতে তাল দেয় আয়না৷
মুখ দেখে খোয়াড়ে আবেগ৷ আমার পাশে আজ কেউ নেই৷ কারন সবাই চলে যায়৷
চলে যেতে যেতে নিশ্ব করে দেয় প্রতিবেশিকে৷ নিশ্ব করে দেয় স্বজনকে৷
নিশ্ব করে দেয় প্রিয়জনকে৷ কেননা, সবাই চলে যায়৷ চলে যেতে যেতে নিশ্ব করে
দেয়৷
আমাদের সবুজ সকালের রোদ ঝরে পরে চলে যাওয়া পথ ধরে ধরে৷ তবুও সবাই চলে যায়৷
চলে যাওয়ার আগে আয়নায় অবাধ্য মুখ দেখি রোজ; তবু সবাই চলে যায়..।
mominmahadi@gmail.com
www.mominmahadi.blogspot.com
০১৭১২৭৪০০১৫
[প্রথমপাতা] |
|