[প্রথমপাতা]

 

 

 

রোদবার্তা
 

মো মি ন মে হে দী
 


১.
মায়াবী আদর আঁকা ভোর এসে খুলে দেয় রোদের দুয়ার; রোদ হয় প্রিয়জন চুমু
ঘুম ভাঙ্গে এতিম আঁধারে ঢাকা শ্যাওলার৷ মানুষের মানচিত্রই হয় রোদেলা সকাল৷
বৃৰকে ভালোবাসে রোদের চিবুক; জীবনের নামতায় ডুবে থাকে কৃষকসাহস৷
লাঙ্গলের ফলা চলা ভোর থেকে দুপুরের স্রোতে ছোটে পালহীন নাও৷
কলাপাতা ঝুলে থাকে আদরের ভাজ খুলে খুলে৷ গায় মাখে কেউ কেউ রোদের আবেশ
মায়াবী আদর; সোঁদা সোঁদা ঘ্রাণ৷ মাঝে মাঝে উঠোনেও রোদের আদর নামে প্রচন্ড সুখে৷
আমার দু'হাত সেই শ্যাওলার সাথে থেকে খুঁজে নেয় মা আর প্রিয়তর প্রেম৷ রোদ হয় সকালের
সংবাদ সুখ; আমি হই রোদ বুনে বিরস কৃষক...

২.
একদিন সে এসে ঘুম ভাঙ্গিয়েছিল৷ আজো নিঘর্ুম সেই সকাল থেকে৷
মানুষ না জানলেও আমি জানি ঘুম মানে পরাজয়৷ আর তাই ঘুমে নয়
জেগে থাকা সময়ের হাত ধরে হাটি৷ সাথে থাকে টুকটুকে রোদ৷
রোদের সেই শরীরটা খুব চেনাচেনা লাগে৷ মনে হয় এই রোদ গুলবাগে ছুঁয়েছি প্রায়ই৷
রোদ জানে, আমি জানি ভালোবাসা কাকে বলে; কার টানে প্রতিৰনে সাথী হয় সে৷
আচানক সন্ধ্যায় ডুবে যাওয়া রোদ দেখে বেদনায় ডুবে যায় ব্যার্থতামোহে...
 

mominmahadi@gmail.com 
www.mominmahadi.blogspot.com

০১৭১২৭৪০০১৫ 
 

[প্রথমপাতা]

 

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>একুশ শতক ছড়ার শতক, গড়ার শতক বিশ্ব

>>ঝুলে থাকে আড়ালে তার মায়াবীনি চাঁদ

>>রবীন্দ্রনাথ এবং পদ্মার ঢেউ ভাঙা কথা

>>রঙকাহন

>>অনুকাব্যের স্রোতধারায় গা ভাসানো মন

>>মো মি ন মে হে দী র ক বি তা

>>ভালোবাসার যতরঙ

>>জানালায় গলে পরে পাতাদের শোক

>>ব্যানার

>>কাগজের ভুত

>>ভুত তাড়াতে মায়ের আদর