প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

টোকিওর জাইকা সেন্টারে বাংলাদেশের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ২৪, ২০১৪ ।।

গত ২১ সেপ্টেম্বর রোববার বিকেলে জাইকা চিকিউ হিরোবা'য় বিপুল সংখ্যক জাপানিদের উপস্থিতিতে জাপানি স্বনামধন্য পরিচালক সিসিলা অমি কিতাজিমা নির্মিত বাংলাদেশ বিষয়ক দু'টি ডকুমেন্টারি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

গত বছর বাংলাদেশের বিপুল সংখ্যক শিল্পীদের জাপানে নিয়ে এসে মাসব্যাপী "সেতোউচি ট্রাইঅ‌্যানাল ২০১৩ -বেঙ্গল আইল্যান্ড" এর বিশাল আয়োজনের উপর নির্মিত "এ মেসেজ ফ্রম রিভার" ও এ বছর দ্বিতীয়বারের মত ঢাকায় আয়োজিত "দ্যা সেকেন্ড রিক্সা ফিয়েস্তা -২০১৪" নিয়ে নির্মিত "এ ওয়াইডার সার্কেল অফ রিক্সা দু'টি চলচ্চিত্র দেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ও জাপান বাংলাদেশ সোসাইটি'র চেয়ারপার্সন মাৎসুহিরো হরিগুচি।

দুই ভাগে বিভক্ত অনুষ্ঠানের বিরতিতে নির্মাতা অমি কিতাজিমা ও প্রযোজক সলিমুল্লাহ কাজল রকি মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করে উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের জবাব দেন।
 


প্রধান অতিথি মাসুদ বিন মোমেন জাইকা'র বাংলাদেশ বিষয়ক নানান আয়োজনের জন্যে ধন্যবাদ জানান এবং সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রীর সফল বাংলাদেশ সফর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনে জাপানের পক্ষে বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহার করে সারা জাপান ব্যাপী তার প্রতিক্রিয়া এবং জাপানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগনের পক্ষে উপহার দেয়া দু'টি রয়েল বেঙ্গল টাইগার টোকিওর উয়েনো চিড়িয়াখানায় আনার প্রক্রিয়ার কথা জানান। জনাব মাৎসুহিরো হরিগুচি দুই দেশের সম্পোর্কন্নয়নে নানা আশাব্যঞ্জক বক্তব্য রাখেন।
 


প্রবাসী ফটোগ্রাফার আব্দুল ওয়াদুদ ও খন্দকার আনিসুর রহমানের তোলা সেতোউচি ট্রাইঅ‌্যানাল -২০১৩ বেঙ্গল আইল্যান্ডের ছবি প্রদর্শনীটিতে দর্শকরা আগ্রহ ভরে ছবি গুলো দেখেন।

অস্ট্রেলিয়া প্রবাসী শাহ মহিউদ্দিন এবং তাদের প্রতিষ্ঠান ইমন এর মাধ্যেমে দেশের প্রান্তিক ও দরিদ্র মহিলাদের বোনা শতভাগ বাংলাদেশী গামছা ও নক্সীকাঁথা বানিয়ে তা বিক্রির অভিনব প্রকল্পের ব্যাখ্যা করেন। উপস্থিত ২০ জনকে ও ২০টি ব্যাগ উপহার দেয়ার ঘোষণা দিলে প্রায় সবাই মেইড ইন বাংলাদেশ এই ব্যাগ নেয়ার জন্যে আগ্রহী হলে চমৎকার হাস্যরসের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত জাপানি লটারি পদ্ধতি "জাংক কেন পই" এর মাধ্যমে ২০ জনকে নির্বাচিত করা হয়। -সেটি ছিলো বিশেষ উপভোগ্য। সব শেষে বাংলাদেশী চা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।

 

 


WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]