[প্রথমপাতা] |
রঙকাহন
মোমিন মেহেদী
রঙের প্রকার ভেদ করতে গিয়ে কখনো কিশোরীর সেই
ঝরে পড়া রঙের কথা মনে আসে
কখনো আঁধারে ঢাকা ভয়; কখনো বিধবা রঙ
কখনো অলস সাঁঝে ঝুলে পড়া রোদ
বেদনা বিলাসী হই রঙ দেখে দেখে
ভোরের মায়াবী সুখ গায়ে মাখা রঙ দেখি পুকুরের ঘাটে৷
অসংখ্য রঙ নিয়ে রোজ বসে ভাবনার মেলা
বেলা যায় বেলা আসে ভালোবাসে মেয়ে
মেয়েটির সাথে সেই রবীসুখ সাজে
বলাকার ডানা
সিঁদুরে আদরে রাখা সেই রঙ চুড়ি৷
ভাঙা কানের দুল
খুব মনে পড়ে৷ মনে পড়ে বেদনার কুয়াশা সকাল৷
আমি আ জবড় বেশি রঙ নিয়ে ভাবি৷ আমার সকালে রঙ
দুপুরেও রঙ থাকে মাগুরের ঝোলে৷ বিকেলেও লুচি রঙ
সন্ধ্যায় যথারীতি তালপুকুরের সেই সানন্দা রঙ...
mominmahadi@gmail.com
www.mominmahadi.blogspot.com
০১৭১২৭৪০০১৫
[প্রথমপাতা] |
|