[প্রথমপাতা]

 

 

 

জানালায় গলে পরে পাতাদের শোক
 

মো মি ন মে হে দী
 


কফিনে মোড়ানো রোদ৷ বিনয়ের সুর নেই৷ আছে শুধু বেদনার তান৷
বিউগল বেজে যায় ট্রয় থেকে পলাশী; পলাশী থেকে ধানমন্ডি৷
আদরের ভাজ খোলে খই ফোটা ঠোঁট৷ তবুও আঁধার নামে
তবুও চোখের কোণে জমে নোনা জল৷
আবারও ফিরে আসে নীল রঙ ভোর; আসে না কেবল সেই মায়ের সোনাই
যার ছিল সাহসে ভরা একটা উদার-উচ্ছল বুক
যার ছিল ৰীণ দেহে প্রচন্ড জোড়
যার ছিল দেশ আর মায়ের ভাষা প্রেম৷ তাঁর পথ চেয়ে চেয়ে মা আঁধারে ডোবে৷
তবুও ফেরে না সেই সাহসকুমার৷ মায়েরতো ঘুম নেই৷ দোর খোলা
খোলা আছে জানালাও; এই বুঝি জানালা গলে ঘরে ঢোকে সোনা!
ভেবে ভেবে রাত হয় গভীর থেকে আরো গভীর; নিবিড় জ্যোস্না চেয়ে থাকে
মায়ের দিকেই৷ মা চেয়ে থাকে দোর আর জানালার দিকে৷
সাহসকুমার নয়; জানালায় গলে পড়ে পাতাদের শোক৷ শোকার্ত পৃথিবী
খুঁজে ফেরে রোদেলা দুপুর... 
 

mominmahadi@gmail.com 
www.mominmahadi.blogspot.com

০১৭১২৭৪০০১৫ 
 

[প্রথমপাতা]

 

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>ব্যানার

>>কাগজের ভুত

>>ভুত তাড়াতে মায়ের আদর