[প্রথমপাতা] |
ইচ্ছে হলেই রোদ হয়ে
যাই
মো মি ন মে হে দী
রোজ সকালে পাখির ডাকে
আঁকা থাকে ছন্দ
সাথে থাকে মায়ের আঁচল
কাজল কাজল গন্ধ
কাজল আঁকা মায়ের চোখে
মায়ার নদী ঢেউ
মায়ের প্রতি মায়া বাড়ে
দেথে যদি কেউ
মায়ের মায়া
গাঁয়ের ছায়া
মায়ের মধুর হাসি
অনেক সুখে
অনেক দুখে
মাকেই ভালোবাসি
মায়ের একটা মা আছে সে
আমারও মা হয়
এই কথাটা শুনেই করি
বিশ্বটাকে জয়
এই মা হলো বাংলা আমার
পাখি ডাকা ভোর
মায়ের আদর মায়ায় খোলে
নিত্য শেখার দোর
দোর খুলেছে
ভোর খুলেছে
মায়ের হাসির সাথে
এমন করে
যেমন করে
মা যে থাকে সাথে
তেমন করে মাকে ডাকি
তেমন করে মাকে আঁকি
আমার রঙ আর তুলিতে
বাংলা মায়ের জন্য হবো
জীবন দিয়ে ধন্য হবো
বয় করি না গুলিতে৷
এমন মায়ের জন্য হাসি
এমন মায়ের ধন্য হাসি
হাসবে এবার বিশ্ব
বাংলা মানেই আদরমাখা
সারাবুকে আদররাখা
সবুজশ্যামল দৃশ্য৷
ইচ্ছে হলেই রোদ হয়ে যাই ইচ্ছে হলেই বিষ্টি
কারন আমার সঙ্গে আছে মায়ের হাসি মিষ্টি৷
mominmahadi@gmail.com
www.mominmahadi.blogspot.com
০১৭১২৭৪০০১৫
[প্রথমপাতা] |
|