[প্রথমপাতা] |
ঝুলে থাকে আড়ালে
তার মায়াবীনি চাঁদ
মোমিন মেহেদী
একদিন সন্ধ্যায় তার সাথে প্রেম হয়েছিল৷ সেই গোধুলী, সেই মায়াবতী মুখ৷
এখনো ফিরে আসে সন্ধ্যায়৷ সলজ হাসিটা তার ঝুলানোই থাকে৷
ঝুলে থাকে আড়ালে তার মায়াবীনি চাঁদ৷ জোড়া চাঁদে জ্যোস্না৷
জোড়া চাঁদে দগদগে কষ্টের ঘা৷ আমি বুঝি; বুঝে বুঝে পা ফেলি, হাত ফেলি
ফেলে যাই আদরের জাল৷ ভাজে ভাজে জলকেলি, ভাজে ভাজে জলবেলি বুনে দেই৷
পুলকিত হয়ে থাকে বেদনাবিলাস৷ অবারিত সাহসের চাষাবাদ করে চলি রোজ৷
আমাদের চারপাশে ধর্ষক, খুনি আর রাজনীতি ভয়৷ তারপরও হেটে চলি মাঝে মাঝে৷
এঁকে যাই দু'জনেই ঠোঁটতুলি ছবি৷ লাশে লাশে একাকার দেশে হই রজকিনী রোদ৷
বড়শিতে চন্ডিটার আটকেছে প্রেম৷ সেই সাথে সন্ধ্যায়-সকালে হই খইফোটা সুখ৷
তার কাছে আমি রোদ, আমি মেঘ,আমি হই নোনাজল স্বাদ৷
আমাদের জলসায় নেচে যায় ভাজখোলা রাত...
mominmahadi@gmail.com
www.mominmahadi.blogspot.com
০১৭১২৭৪০০১৫
[প্রথমপাতা] |
|