[প্রথমপাতা]

 

 

 

শাদাফোটা
 

মো মি ন মে হে দী
 


সকাল মানে আলোর সকাল
রোদের আঁকাআঁকি
মিস্টি হাসি রাশি রাশি
পাখির ডাকাডাকি

ডাক দিয়ে যায় ভালোবেসে
ডাক দিয়ে যায় আলোহেসে
ডাক দিয়ে যায় তানে তানে
ডাক দিয়ে যায় গানে গানে
ডাক দিয়ে যায় ছন্দে
রোদের মায়া মিটিমিটি
রোদের মায়া পিটিপিটি
রোদের মায়া দিঠিদিঠি
লিখছে নতুন দিনের চিঠি
মন ভরে যায় গন্ধে৷

স্বপ্ন এঁকে এগিয়ে চলা
মায়ায় গড়া বিশ্ব
বাংলাদেশের রঙধনুতে
মেঘরা হলো নিশ্ব

নিশ্ব মেঘের আড়াল থেকে
আসবে শাদা ফোটা
এই ফোটাতে ভিজে ভিজে
চলবে আলোয় ছোটা
আলোর সাথে ছুটে ছুটে আনবো আলোরদিন
আমরা ভালো আনবো আলো এবং ভালোরদিন৷
 
 

mominmahadi@gmail.com 
www.mominmahadi.blogspot.com

০১৭১২৭৪০০১৫ 
 

[প্রথমপাতা]

 

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>মাটি, মানুষ আর মমতায় মাইকেল মধুসূদন দত্ত

>>ভালোমন্দ

>>ভুলের এমন দেবতা স্বভাব এবং কচি রেজা

>>ইচ্ছে হলেই রোদ হয়ে যাই

>>রবীর আলো ছড়িয়ে ভালো এগিয়ে চলে সবখান

>>রোদবার্তা

>>একুশ শতক ছড়ার শতক, গড়ার শতক বিশ্ব

>>ঝুলে থাকে আড়ালে তার মায়াবীনি চাঁদ

>>রবীন্দ্রনাথ এবং পদ্মার ঢেউ ভাঙা কথা

>>রঙকাহন

>>অনুকাব্যের স্রোতধারায় গা ভাসানো মন

>>মো মি ন মে হে দী র ক বি তা

>>ভালোবাসার যতরঙ

>>জানালায় গলে পরে পাতাদের শোক

>>ব্যানার

>>কাগজের ভুত