মো মি ন মে হে দী র
ক বি তা
অলস সময় আঁকি জোস্নার তুলিতে
একটা সময় ছিল আমার হাতে জোড়া চাঁদের ঘর বসতি৷
চাঁদ আমার এই হাতের ছোঁয়ায় জোস্না হতো; আমি হতাম
উদাস গাঁয়ের রাখাল মন৷ রোদ পোহানো ভোরকে দিতাম ছুটি৷
আলোর সাথে সাথে মৈত্রী নিয়ে এঁকে যেতাম আদম সুরত সুখ৷
সুখকে আমি আঁকতে পারি; শিল্পী সকাল আমার আলোয় রোজ হেসে যায় হাসি
আজ জোয়ারে গা ভাসিয়ে জলকে ভালোবাসি
এখন আমার আদরগুলো শুয়ে থাকে পা বিছানো রাত্রনারীর মত৷
একলা এখন এলেবেলে খেলি; স্বপ্ন বুনি আমার খুশির খাসজমিতে একাই৷
অলস সময় আঁকি জোস্নার তুলিতে তাও একলা লোভের টানে
এসব কথা কেউ না জানুক আমার আলো জানে...
ভুল
পৃথিবী তোমার উদার আকাশ বৃষ্টি নামায় কেন
দুঃখ আসে বলে? তাই যদি হয় একলা হাটার রঙধনুটা দেখতে পারো এসে৷
আমার অনেক ভুল হয়ে যায় কারন আমি মানুষ; আমার আছে সে, কে?
প্রভু৷ আমার আনেক ভুল আছে
কারন, আমার প্রভু আছে৷
প্রভুর কোন ভুল নেই; কারন, প্রভুর প্রভু নেই৷
আমায় যদি সুযোগ দিত প্রভু হওয়ার কেউ
বইয়ে দিতাম প্রভুর ভুলে ঢেউ৷ প্রথম ভুলের অংক কষতে গেলে
ধরতাম সেই গন্ধম আর হাওয়ার নামতা মেলে৷
এই নামতা
সেই নামতা
যেই নামতা
তার; আর ধারি না ধার...
mominmahadi@gmail.com
www.mominmahadi.blogspot.com
০১৭১২৭৪০০১৫
[প্রথমপাতা] |