|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Friday, April 12, 2024 21:33|

 

 

 

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

 

 

রাহমান মনি:                             

 

‘জাপান কাহিনি’ হচ্ছে “জাপান পিডিয়া” বা ‘জাপান কোষ

 

 

বাংলা একাডেমি বইমেলা বাঙালির প্রাণের মেলা। মেলাতে প্রবাসী বাংলাদেশিদের প্রকাশিত বইয়ের সংখ্যাও নেহায়েত কম নয়। অনেকে আবার ভালো লিখছেন ও সেগুলো পাঠকপ্রিয়তাও পাচ্ছে। তেমনি একটি বইয়ের নাম ‘জাপান কাহিনি’। বইটি ২০১৫ সালে বাংলা একাডেমি বইমেলায় প্রথম বের হয়।

বইটির প্রকাশক ঐতিহ্য। বইটির লেখক ড. আশির আহমেদ। তাঁর পরিচয়, কাজের পরিধি বিস্তৃত। একজন শিক্ষক, গবেষক এবং দীর্ঘদিন ধরে জাপান প্রবাসী। এবছর বের অর্থাৎ ২০২৪ বই মেলায় বের হয়েছে তার “জাপান কাহিনি’র ১০ খণ্ড”।

বইটির প্রচ্ছদ করেছেন মোঃ মোরসালিন। বইটি উৎসর্গ করা হয়েছে লেখকের মেজ কাকা বি এম আব্দুস সামাদকে। যিনি সবার মুখে হাসিয়ে ফুটিয়ে নিজের মধ্যে সুখ খুঁজে পেতেন।

‘২০২৪’ বছরের প্রথম দিনের প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প আর সুনামির ভয়াবহতা বুঝে উঠার আগেই দ্বিতীয় দিনের ‘বিমান দুর্ঘটনা’ বিশ্ববাসীর নজর কাড়ে। ৩৭৯টি জীবন রক্ষা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে অনেক নামীদামী সংবাদ সংস্থা। যার বেশীরভাগই ছিল অনুমান নির্ভর।

জাপান কাহিনি’র দশম খণ্ডে শুরুতেই “বিমান দুর্ঘটনা-৩৭৯টি জীবন রক্ষা দক্ষতা না মিরাকল?”-গল্পে ডঃ আশির আহমেদ দীর্ঘদিন তার জাপান বসবাস এবং জাপান নিয়ে গবেষণার অভিজ্ঞতার আলোকে তথ্যবহুল ও বিশ্লেষণ মূলক ভবিষ্যৎ গবেষকদের জন্য তথ্যের ভাণ্ডার হিসেবে কাজে আসবে বলেই বিশ্বাস ।

প্রবাস জীবনে ভাষাগত সমস্যা যে কতোটা বিড়ম্বনায় পড়তে হয় তা “জাপানী ডিজাইন eMoji, UI, UX” গল্পে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। উদাহরনের তিনটি গল্প পড়া মাত্রই বেরসিকজনও তাৎক্ষনিক হাসতে বাধ্য হবেন।

এছাড়াও eMoji,-র প্রবক্তা যে জাপান, তার ইতিহাস জানা যাবে এই গল্প থেকে ।

‘বাংলাদেশের মুগডাল’ জাপানে আসার পর যে ‘পুষ্টিকর সবজি’(মোয়াশি) হয়ে যায় তা আমার মতো অনেকেরই হয়তো জানা ছিল না। জাপান কাহিনি’র পাঠক না হ’লে হয়তোবা অজানাই থেকে যেতো । এ যেনো তথ্যের ভান্ডার ।

‘সুমো খেলোয়াড়ের বিদায় অনুষ্ঠান’ গল্পে সুমো খেলোয়াড়ের ৯ বছর(সম্ভবত) বয়স্কা কন্যা সন্তানের মূল্যায়ন সুমো খেলোয়াড়ের জন্যই শুধু নয়, যে কোন পিতার জন্যই পিতৃত্বের সর্বোচ্চ স্বীকারোক্তি। এই জন্যই বলা হয়ে থাকে মেয়েরা সাধারণত বাবার-ই হয়ে থাকে।

জাপানের সুমো খেলোয়াড় সম্পর্কে উৎসুকদের ভান্ডারে গল্পটি তথ্যের সমৃদ্ধি ঘটাবে নিঃসন্দেহে ।

সাদা মিথ্যা গল্পটি পাঠে মিথ্যার প্রকারভেদ জানা যাবে এই গল্প থেকে। এই গল্পে জানা যাবে জাপানিদের মিথ্যা বলার ক্ষেত্র বিশেষ সম্পর্কে।

তবে, উৎসাহ দিতেই শুধু নয় বাঁশ দিতেও যে জাপানিরা মিথ্যার আশ্রয় নেয় তার উদাহরণ পেলে আরও সমৃদ্ধ হ’তো গল্পটি ।

‘বৃদ্ধবান্ধব জাপানের হাসপাতাল’ গল্পে জাপান এবং বাংলাদেশে চিকিৎসা প্রাপ্তির সুবিধা/অসুবিধা তুলে ধরেছেন লেখক। নিজ অভিজ্ঞতার আলোকে রুগির প্রতি জাপানের হাসপাতাল এবং চিকিৎসকদের প্রথম অগ্রাধিকার নিয়ে ডাক্তারদের দু-একটি তথ্য তুলে ধরলে পাঠক আরও জানতে পারতো।

শুধু বৃদ্ধ কেনো, যেকোন বয়সের রুগি কোন রকমে (স্বশরীরে কিংবা ফোনে) জাপানের হাসপাতালের কান পর্যন্ত পৌঁছাতে পারলেই বাকী কাজগুলো হাসপাতাল-ই নিজ দায়িত্বে সমাধার উদ্যোগ নিয়ে নেয়। বিদেশীদের বেলায় এই সুবিধা যেন আরো বেশী। বাংলাদেশে যা কল্পনাতেও আনা যায়না।

জাপান ও বাংলাদেশের পরবর্তী প্রজন্ম অর্থাৎ দুই দেশের পরবর্তী প্রজন্মের তুলনায় স্বদেশী প্রজন্ম যে কতোটা ট্যালেন্ট তা জানার পর যে কোন পাঠকই পুলকিত হবেন ।

এই প্রসঙ্গে মনে পড়ে, ২০১০ সালে জাপান বাংলাদেশি টিনএইজার একটি দল এসেছিল জাপান সরকারের আমন্ত্রণে। জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘FY2010 Japan-SAARC High School Student Exchange Program Forum’-এর অধীনে ‘জ্বালানি ও পরিবেশগত সমস্যায় জাপান এবং সার্কভুক্ত দেশগুলোর হাইস্কুল শিক্ষার্থীদের ফোরামে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। তাদের আমন্ত্রণে সার্কভুক্ত প্রতিটি দেশ (আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রতিটি দেশ থেকে ৯ জন করে শিক্ষার্থী এবং একজন শিক্ষক, জাপান) থেকে ১২ জন শিক্ষার্থী ১ জন শিক্ষক এবং ৮ জন সমন্বয়কারী, ১ জন মডারেটর এই ফোরামে অংশ নেয়।

বাংলাদেশের রনক মেহেদি তন্ময়, নাজিয়া তানিম চৈতী, রিফাত বিন এম. রাহমান, জুশিতা রাহমান, সাদিয়া ইসলাম, তাজরি জুয়েনা, খালেক রাজিব, ফারহান মুনতাসির, মো. ইব্রাহিম মল্লিক’দের সর্ব ক্ষেত্রেই তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়।

জাপানে ভোট গল্পে “২০২১ সালের নির্বাচনে ভোট গ্রহনের হার ছিল মাত্র ৫৬ শতাংশ আর ২০১৪ সালে ছিল শতাংশ”। কিন্তু ২০১৪ সালে ভোটের হার কতো (?) তা তিনি উল্লেখ করেননি। পুরো গল্প পড়ার শেষে যোগ বিয়োগ করার পর যদিও হার নির্ণয় করা সম্ভব হয় ।

‘জাপানের শিক্ষাব্যবস্থা, ফিক্সড একাডেমিক ক্যালেন্ডার’ গল্পটি বাংলাদেশের শিক্ষা সংশ্লিষ্ট নীতিনির্ধারক গ্রহন করলে আমাদের শিক্ষার্থীরা সিস্টেম লস থেকে রেহাই পেত এবং একইসাথে অভিভাবকরাও দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন।

‘নোবেল-পরবর্তী প্রফেসর ইউনুস’ অত্যন্ত তথ্যবহুল একটি প্রবন্ধ্ব। ডঃ ইউনুসকে নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর প্রখ্যাত সাংবাদিক গোলাম মোর্তোজা একাধিকবার দিয়েছেন তার বিভিন্ন কলামে। কিন্তু কে শুনে কার কথা! যেভাবেই হউক ডঃ ইউনুসের সাফল্য সহ্য করা হবে না।

তারপরও এই গল্পের তথ্যগুলো ইউনুস নিন্দুকেরা সংগ্রহে রাখতে পারেন ।

“3R রিফিউজ রিডিউস রিসাইকেল” ব্যথা মাপার যন্ত্র, জাপানের সাকুরা মার্কেটিং, আমাদের মজিদ পীর, ফেয়ার বাংলাদেশ, অন্য রকম স্ট্রেস, অন্ধভক্তি একটা সামাজিক সমস্যা, জাপানে সারকামসিশন, নিনগেন দক্কু, জাপানি কমেডি” গল্পগুলো পাঠকমাত্রই উপভোগ করতে পারবেন। পাবেন বিভিন্ন তথ্য ।

"জাপান কাহিনি", জাপানের একেবারে নিজস্ব সংস্কৃতি’র তথ্যে পরিপূর্ণ, সহজ, সরল, গতিশীল উপস্থাপন ও মানবিক বিশ্লেষণ ১০ খণ্ডেও অক্ষুণ্ণ রাখতে পেরেছেন ডঃ আশির আহমেদ।

১০ খন্ড পড়াকালীন পাঠককে জাপানে আটকে রাখবে"জাপান কাহিনি"।

তবে, জাপান ১০ খন্ডে লেখকের প্রিয় ‘এখলাসপুর’ এবং ‘উইন উইন সিচুয়েসন’ দুটি বাক্য পাঠক মিস করবেন।

সব ভালো, যার শেষ ভালো প্রবাদটির সততা খুঁজে পাওয়া যাবে ডঃ আশির আহমেদ-এর ‘জাপান কাহিনি’ ১০ খন্ডের শেষ অধ্যায়ে।

“পাঠক প্রতিক্রিয়া” বিভাগের পাঠকদের ১০টি প্রতিক্রিয়ার উপর চোখ বুলালেই বুঝা যায় ‘জাপান কাহিনি’র পাঠক নন্দিত হওয়ার কথা। প্রতিটি প্রতিক্রিয়া-ই যেন এক একটি রিভিউ।

অ্যাডভোকেট হাসিনা বেগম রেখা’র মন্তব্যের সারমর্ম দিয়ে ইতি টানতে চাই।

পাঠক প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেছেন, ‘এনসাইক্লোপিডিয়া’ হচ্ছে সর্বজ্ঞানের আধার বা বিশ্বকোষ। আর আমাদের কাছে ডঃ আশির আহমেদের ‘জাপান কাহিনি’ হচ্ছে “জাপান পিডিয়া” বা ‘জাপানকোষ’।

rahmanmoni@gmail.com

 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

 

 

 

 

 

 

 

আরও দেখুন.....

.

আরও দেখুন.....