|
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাহমান মনি
জাপানে সাংবাদিক
নিষিদ্ধ করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নব্য আওয়ামী লীগার এবং পুরাতন
মিলে একাকার
লিখার শুরুতেই তাদের কাছে একটি জিজ্ঞাসা,
যারা কথায় কথায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের বুলি আউড়িয়ে বেড়ান, অন্যের
উপর চাপিয়ে দিতে চান, "বঙ্গবন্ধুর স্বপ্ন" গুলি আসলে কি ?
বঙ্গবন্ধুর স্বপ্ন যদি হয়ে থাকে তার মৃত্যু দিবস কে 'জাতীয় শোক দিবস' ঘোষণা
দিয়ে সেই দিবসের আয়োজনে যোগ দেয়া সাংবাদিক কে ফেরত পাঠানো , তবে সেই স্বপ্ন
বাস্তবায়নে কিছু সংখ্যক নব্য আওয়ামীগার এবং স্বল্পসংখ্যক আওয়ামীবনে
যাওয়াদের ছাড়া আপামোর জনসাধারণের পক্ষে কি আদৌ সম্ভব ?
দেশে কিংবা প্রবাসে এই হাইব্রিডদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। নব্য
আওয়ামীগাররা চায় তার পজিশন করে নিতে। আর, আওয়ামীর মুখোশে পুরাতনরা চায়
নব্যদের শক্তি নিয়ে নিজেদের অবস্থান পোক্ত করতে। এই দুই চাওয়ার মাঝে বাধা
কেবল সাংবাদিক সমাজ। কারন, তারা যে উভয়ের আয়না। যোগ সাজোসের মুখোশ যে
দৃশ্যমান হয়ে যাবে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাপানে বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখা বরাবরের মতো
এবারও শোক দিবস পালনের আয়োজন করে টোকিওর অদূরে সাইতামার মিসাতো পার্ক নামে
উদ্যোনে ।
পূর্বের ন্যায় সংবাদ সংগ্রহে যথারীতি বৈরী আবহাওয়া উপেক্ষা করে
বাস-ট্রেন-ট্রেন-বাস ভাড়া দিয়ে আয়োজন স্থলে উপস্থিত হই। বেলা দেড়টা
নির্ধারিত সময় থাকলেও অভ্যাসবশত তার আগেই উপস্থিত হই।
সভাপতি সালেহ মোঃ আরিফ, বিমান পোদ্দার এবং সিদ্দিকুর রহমান কে সেখানে পেয়ে
তাদের সাথে কুশুল বিনিময়ের এক পর্যায়ে সেখানে উপস্থিত হন সাধারন সম্পাদক
খন্দকার আসলাম হিরা, জাকির জোয়ারদার সহ আরও ২/৩ জন। তার একটু পরেই উপস্থিত
হন ডাঃ সামী , নব্য আওয়ামীলীগার নিয়াজ আহমেদ জুয়েল এবং আরও ২/৩ জন।
উপস্থিত হয়েই নিয়াজ আহমেদ জুয়েল সবাইকে ডেকে প্রশ্ন করে এখানে তো সাংবাদিক
প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, সাংবাদিক কেন ? রাহমান মনি এখানে কেন ? তাকে
কে, কখন , কেন দাওয়াত দিয়েছে ? তার উত্তরে সিদ্দিকুর রহমান বলেন সাংবাদিকরা
জাতির বিবেক , তাই তারা আসবে না তো কে আসবে ? অসুবিধা কোথায় ?
কথোপকথনের এক পর্যায়ে নিয়াজ জুয়েল এসে জানতে চান 'আপনাকে কে দাওয়াত দিয়েছে
। নাকি, সাংবাদিক হিসেবে এসেছেন'?আপনি এখান থেকে চলে যান নচেৎ অপমানিত হ'তে
হবে।
উত্তরে বললাম, বঙ্গবন্ধু যদি জাতির জনক হয়ে থাকেন তাহলে জাতির জনকের
শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে তার
অনুষ্ঠানে আমার দাওয়াত লাগবে কেন ? এছাড়াও তার কাছে জানতে চেয়েছিলাম কে
অপমান করবে এবং এটা কি দলের সিদ্ধান্ত ? আর, আজকের এই ঘটনা নিয়ে আমি যদি
নিউজ করি তাহলে কার নাম কোড করবো ?
উত্তরে জুয়েল বললেন, আমার নাম লিখে দিবেন। কোন হাইব্রিড আওয়ামীলীগ বনে
যাওয়ার কথায় আশ্বস্ত না হয়ে সভাপতি সালেহ মোঃ আরিফ ভাইয়ের কাছে সরাসরি জানতে
চাইলাম বাংলাদেশ আওয়ামীলীগের অনুষ্ঠানে কোন সাংবাদিক কে নিষেধ করা হয়েছে
এটাও কি বিশ্বাস করতে হবে, তাও আবার জাতীয় শোক দিবসের আয়জনে। এটাই কি
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আর আপনারা তা বাস্তবায়ন করে চলেছেন ?
তাদের উদ্দেশ্য করে বললাম , আপনাদের সব সংবাদ কিন্তু সাংবাদিকদের মাধ্যমেই
পাঠক জানতে পারে। বঙ্গবন্ধু কোনদিন সাংবাদিকদের বয়কট করেন নি । তার কন্যা
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন সাংবাদিকবান্ধব । আওয়ামীলীগেরও একই
সুনাম। অথচ সেই আওয়ামীলীগের অনুষ্ঠানেই কিনা সাংবাদিক নিষিদ্ধ ?
উত্তরে সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরা বলেন, সাংবাদিক নয় আপনাকে নিষেধ
করা হয়েছে।
আমাকে !!!
কারন জানতে চাওয়ায় হিরা বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধাচারন করে আপনি লিখালিখি
করেন।
আমি বললাম, এখানে যারা উপস্থিত আছেন তাদের সবার কাছেই আধুনিক মোবাইল ফোন
রয়েছে সার্চ করে একটি প্রমান আমাকে দেখান, যেখানে আমি আওয়ামীলীগকে কটাক্ষ
করে লিখেছি। প্রমান দিতে পারলে আপনাদের দেয়া সব শর্তই মেনে নিবো।
প্রমান না দিতে পেরে হিরা বলেন , ফেসবুক এ যখন আমার সম্পর্কে কটুক্তি করা
হয় তখন আপনি প্রতিবাদ করে কিছু লিখলেন না কেন ? এছারাও আওয়ামীলীগ কে নিয়ে
কটাক্ষমূলক বিভিন্ন লিখায় আপনি প্রতিবাদ করেন না। এই গুলি কি প্রমান করে না
যে আপনি ওদের লোক। আওয়ামীলীগ কে গালি দিলে আপনি কোন প্রতিবাদ করেন না ।
এইসব কারনে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে এখানে থাকতে দেয়া হবে না। আপনি
চলে যান।
তাকে বললাম এই গুলি সব আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি প্রতিবাদ করবো কি
করবো না সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। এটার সাথে আজকের এই ঘটনার সম্পর্ক
কি ?
কুরুচিপূর্ণ পরিবেশ দেখে সেখানে থাকাটা সমুচিত মনে না হওয়ায় বিলম্ব না করে
স্থান ত্যাগ করলাম।
তবে, কারো কোন হুমকী-ধমকীতে আমি ওই স্থান ত্যাগ করিনি। বঙ্গবন্ধুর আত্মার
প্রতি শ্রদ্ধা জানিয়ে, বাংলাদেশের এবং প্রবাসী বাংলাদেশীদের সন্মান রক্ষায়
আমি ওই স্থান ত্যাগ করে আত্ম ব্যক্তিত্ব নিয়ে চলে এসেছি। আমি ইচ্ছা করলে
অনুষ্ঠানই শুধু নয় মিসাতো পার্কে ভবিষ্যতেও কোন অনুষ্ঠান যেনো না করতে পারে
তারও ব্যবস্থা করে আসতে পারতাম ৩ টি কারনে ,
১ - পার্ক কারোর বাবার সম্পত্তি নয় যে, ওখান থেকে বের করে দিতে পারে ।
জাপানী আইন ভঙ্গ না করলে।
২- বর্তমান চলমান জরুরী অবস্থা চলাকালীন গেদারিং এবং ওপেন ভুরিভোজ
প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে ।
৩ , জাপানের মাটিতে বিদেশী রাজনৈতিক কর্ম পরিচালনা যে আইনগত নিষেধ তা আর
বলার অপেক্ষা রাখে না ।
এছাড়া ওখানে থেকে যদি আমি লাইভ দিয়ে প্রচার করতাম ১৫/২০ জনের উপস্থিতিতে
জাপান আওয়ামীলীগের শোক দিবস পালন , সন্মানটা কি থাকতো ?
আরও বলেছিলাম, সব শেষে বলতে চাই, একটা সময় যখন আপনাদের কেহই ১৫ আগস্ট
দুতাবাসে সকালে পতাকা উত্তোলনের সময় যান নি, তখন এই রাহমান মনি নিয়মিত যেতো
। আজ পর্যন্ত একদিনও বাদ যায়নি। জাপান আওয়ামীলীগ এর যতো নিউজ গিয়েছে তা এই
রাহমান মনির হাত দিয়েই গিয়েছে। সেই তার প্রতিদান এই !!!!!
বঙ্গবন্ধুর আদর্শ মানেই তো দেশপ্রেম। বঙ্গবন্ধুর আদর্শ মানে সৎভাবে বেঁচে
থাকা। বঙ্গবন্ধু আদর্শ মানে সবার কথা ভাবা। ন্যায্য কথা বলা। বঙ্গবন্ধুর
আদর্শ মানলে তো রাজনীতির নামে কেউ ভণ্ডামি করতে পারে না, ব্যক্তিস্বার্থ
হাসিল করার জন্য কোন সাংবাদিক কে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনা ।
বঙ্গবন্ধু তো এগুলোর কোনোটাই করেননি। তাহলে, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী
সাংবাদিক নিষিদ্ধ করে পালন করতে হবে কেন ? এতে , বঙ্গবন্ধুর আত্মার বিশেষ
কোন শান্তি পাবে কি ?
ভালই জমবে আগামীর দিনগুলো । বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে,
দ্রুত গতিতে , ডিজিটাল পদ্ধতিতে , নব্য নিয়োগ পাওয়া জাপান আওয়ামী লীগ এর
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এর গবেষণায় । যদিও কমিটি এখনো অনুমোদন পায়নি ।
তাতে কি ? আদর্শের সৈনিক বলে কথা ।
rahmanmoni@gmail.com
ARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
-
প্রবাসে
রাজনীতিতে প্রয়োজন সহনশীলতা
-
মানুষ
গড়ায় কেন জাপানকে আমাদের অনুস্মরণ করা উচিত
-
করোনায় জাপান - নাইট ক্লাব বন্ধ, স্কুল
কলেজ সব খোলা, করোনায় বাংলাদেশ- নাইট ক্লাব খোলা আর স্কুল কলেজ সব!!
-
আমাদের
ছেলেবেলা, আগে কি সুন্দর দিন কাটাইতাম?
-
শিক্ষার্থী
ও শিক্ষা প্রতিষ্ঠান
-
বাসায়
গৃহকর্মীর প্রতি মানবিক হওয়াটা জরুরী
-
বাংলাদেশীদের
জন্য মহিয়সী এক জাপানি মায়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং আমার অযোগ্যত
-
দৃষ্টান্ত সৃষ্টিকারী জাপানী এক বস-এর গল্প
-
জগতখ্যাত
জাপানী সততা
-
জাপানে
সাকুরা উৎসব, করোনায় ভাটা
-
জাপানে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মিডিয়ার ভূমিক
-
সাংবাদিকতায়
নিরপেক্ষতা বলতে স্থায়ী কিছু নেই
-
সব
ঘটনা-ই ‘নিউজ’ হওয়া উচিত নয়
-
প্রবাসে
করোনা হলে জানান দিন, লুকোবার কিছুই নাই, আপনার করণীয়টা পালন করুন
-
জাপানের
ওকিনাওয়ার মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা মুন্সিগঞ্জ এর জাকির খান
-
জাপানে
অব্যাহত জন্মহ্রাসের ভয়াবহ চিত্র
-
দৈনন্দিন
কর্ম কান্ডে একজন জাপানী মা
-
দেশী
স্টাইলে প্রবাসের রাজনীতি, সংশোধন হওয়া জরুরি
-
বাংলাদেশে
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ড. তপন পালের প্রক্ষেপণ সঠিক হতে যাচ্ছে
-
রেকর্ড
গড়ে ইতিহাসে স্থান নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী আবে
শিনযো
-
শ্রদ্ধাঞ্জলি– স্মৃতির মনি কোঠায়
মুন্সিগঞ্জ এর ধোপা স্যার
-
জাপান
প্রবাস জীবনে আমার কৃষি কাজে সম্পৃক্ত হ’বার
গল
-
প্রবাসীদের
জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিবন্ধন জরুরি কেন
-
প্রসংগ
- হলুদ সাংবাদিকতা, দুর্মুখদের শেষ অস্ত্র
-
জাপানকে জানার জ্ঞানকোষ হতে পারে ডঃ আশির আহমেদ এর ‘জাপান কাহিনি’
-
প্রসঙ্গ
জাপানে লকডাউন, বাস্তবতা
-
স্মৃতির
মণিকোঠায় সাংবাদিক সফিউদ্দিন আহমেদ ভাই
-
একজন
প্রবাসী মায়ের সফলতার গল্প
-
জাপান
প্রবাসী বিভিন্ন আঞ্চলিক সংগঠন সমূহের প্রতি বিশেষ অনুরোধ
-
টোকিও
শহীদ মিনার পুনঃস্থাপন, সাংবাদিক হিসেবে আমার কৈফিয়ত
-
জাপানে
সবচেয়ে বড় মসজিদ “বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স” বাস্তবায়নে প্রয়োজন সবার
সহৃদয় সহযোগিতা
-
প্রসঙ্গ
বাংলাদেশি দক্ষ জনশক্তি রপ্তানি , টোকিও কত দূর?
-
জাপানে
বাংলাদেশী দক্ষ জনশক্তি রপ্তানীর দ্বার উন্মচিত
-
গণপিটুনি
অবিলম্বে বন্ধ করা উচিত
-
জাপান
কাহিনী এবং একজন ডঃ আশির আহমেদ
-
জাপান
বিএনপি'র প্রতিবাদ প্রতিহতের অপচেষ্টা
-
নিয়ম
জেনেও না মানার প্রবনতা বন্ধ হওয়াটা জরুরী
-
জাপানে
বৈশাখী মেলা, আমাদের দায়িত্ব ও কর্তব্য
-
উৎসব
মুখর পরিবেশে জাপানে শিক্ষা জীবন শুরু হয়
-
কোরিয়া
স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে "ওয়ান কোরিয়া" শ্লোগানে গ্লোবাল পিস কনভেনশন
২০১৯ অনুষ্ঠিত
-
জাপানে
আমার সেকাল – একাল
-
একজন
প্রবাসীর সুখ দুঃখ
-
বিপর্যয় কাটিয়ে ওঠে ফুকুশিমা'তে বসতে যাচ্ছে টোকিও
অলিম্পিক – প্যারা অলিম্পিক ২০২০ এর আসর
-
একটি
কবরস্থান প্রতিষ্ঠায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ
|