[প্রথমপাতা] |
দৃষ্টিছড়া
-মোমিন মেহেদী-
আমাদের মামাদের আর ফুল
পাখিদের
মুখে হাসি সুখে হাসি
হেসে যায়
জলহাসি
মন হাসে মন ভাসে আর ভাসে
জলে জল
কলকল টলটল ঢল ঢল
ছলছল
ছন্দিত হয়ে হয়ে ওঠে
আমাদের এই দেশ
জাতির জনক নিজে গড়েছেন
যেই দেশ
সেই দেশ সজ্জিত হয়ে থাকে
ফুলে ফলে
বৃষ্টির আগমনে আনন্দ জলে
জলে
জলরাশি জলহাসি সাজানো
সাজানো থাকে
বৃষ্টিশিল্পী এসে
ভালোবেসে ছবি আঁকে
এই ছবি বাংলার এই ছবি
ছন্দের
এই ছবি ভালো শুধু নয়
কোন মন্দের
মন্দকে পিছে ফেলে সামনে
চলেছে সুখ
আম-জাম কাঁঠালের ঘ্রাণে
হয় উন্মুখ
এই যে দিলাম বৃষ্টিছড়া
ছন্দ নিয়ে নাচের তান
এই যে নিলাম নতুন পড়া
ঠিক আগামীর জন্য গান
গানে গানে গুনগুনাগুন
টুনটুনাটুন সুরের তাল
আজকে দেবো তুলেই তুলে
সাহসসাথে দূরের পাল...
[প্রথমপাতা] |
|