প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

 

 

এ.কে.এম. নূরুন্নবী

 

সুলতানা রাজিয়া


রাজ্যের সর্বত্র ঘন উচ্ছৃঙ্খলতা বয়
কুশাসনে অরাজকতার উদ্ভব হয়।
ঘোরতর দুর্ধর্ষ সময়ে রণাঙ্গনের বীর এলো পদভরে
হুঙ্কারে দুর্দান্ত বাতাস ছুটে পালিয়ে প্রাণ রক্ষা করে।
প্রজাগণের রক্ষাকর্ত্রী বুদ্ধিমতী রাজিয়া
দিল্লীর সিংহাসনে এসে বসেন প্রসারিয়া।
বিদ্যোৎসাহিনী অবিচার কুশাসন দূরীকরণে দৃষ্টিদেন
শত্রু দমন করে সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন।
আনন্দে ফিরিয়ে আসে তরুণ অরুণোদয়
প্রস্ফুটিত চন্দ্র যেন ফুটেছিল সবার হৃদয়।
করেন সবে আনুগত্য স্বীকার উচ্চপদস্থ শাসনকর্তাগণে
উচ্চপদস্থ পদে রদবদল করেন তিনি কৌশলগত কারণে।
ধীরে ধীরে যায় তিমির অতি গভীরে
ঊর্ধ্ব পদতলে নিম্নরা দাঁড়ায় নতশিরে।
নারীর পোশাক বর্জনে পুরুষ পোশাক পড়েন রাজিয়া
গোঁড়া মুসলিম একত্রে উঠেন রাজিয়ার বিরুদ্ধে গর্জিয়া।
ঘটনার তলে তলে চলে তিমির সংহতি
ফিরেনা কোলাহলে রাজসভার মতিগতি।
তুর্কি আমীরগণ সুলতানার বিরুদ্ধে ষড়যন্ত্রে করেন গোপনে
রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহের ধ্বজা করেন উত্তোলন কবিরখানে।
সুখ স্বপ্নের সাগর কাঁপে করুণ নয়নে
আকাশ পাতালের পবন নিরবে শোনে।
কত অসাধারণ প্রতিভা সাড়ে তিন বছরে রেখেছিলেন তিনি
নির্ভীক উৎসাহী সুদক্ষযোদ্ধা সেনাপতি গুণেতে ছিলেন যিনি।
ভারতীয় মুসলিম শাসনে তিনি একমাত্র মহিলা
তুর্কি শাসনের গৌরব পুনরুদ্ধারকারিনী হয় বলা।
ছিলেন বুদ্ধিমতী মহানুভবা সুবিচারক যোগ্যতার অধিকারিণী
কুরআন তেলাওয়াতে শ্রোতাকে বিমুগ্ধ করেন বিদ্যোৎসাহিনী।
নগরীর তরুছায়া তলে চক্রান্ত চলে নীলাম্বরে
দুর্ভাগ্যবশত হোন তিনি নিহত দস্যুর কবলে পড়ে।
রাজন্যদের অন্তর্গূঢ় কালো হাতের বিচ্ছিন্ন ঘটনার কবলে
রাজিয়ার সিংহাসন ভাসিয়ে যায় দুর্নিবার অসুহৃৎ কালে।
মহাপ্রলয়ে বজ্রশিখা জ্বলে উঠে দিল্লীর প্রান্তর
প্রাণোৎসর্গে বিদায় নেন রাজিয়া যুগ যুগান্তর।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

লেখকের আগের লেখাঃ