|
সন্ধ্যা
- এ.কে.এম. নূরুন্নবী -
তটিনীর তীরে সূর্যাস্তের শোভা পান্থশালাদ্বারে জাগিল শিহরন তখন হৃষিত মনকে ঘিরে ভাবুকেরা তুলির আঁচড়ে দৃশ্য করেছে গোচর রূপে রূপান্তরে মুগ্ধতায় দাঁড়ানু এসে তীরে কবির ছন্দ ভাটিয়ালির সুরে হাওয়ায় ভাসে নানা বিচিত্র রঙে রাঙিয়েছে সন্ধ্যা বিরলবেশে লাল সূর্যের আভা পশ্চিমাকাশ কলকল্লোলে তিলক পরিয়েছে মহোৎসবে আকাশের কপালে মানুষের মনে এঁকে দেয় কল্পনার অবধারণ অনুভূতির চমৎকার রেখা তটিনীর তীরে সন্ধ্যায় রূপের মহিমাজল হৃদয় দিয়ে নাচে রঙ্গিন বসনখানি গাঁয়ে হৃষ্টবধূ সন্ধ্যাপ্রদীপ জ্বালে ধূপবাতির ধোঁয়ায় আচ্ছন্ন হলো মণ্ডপে সন্ধ্যায় বধূর মনে জাগে স্নিগ্ধ সখ্য মনমাঝির স্পন্দন এমনি হাজারো কথন মনে তুলিল হুলস্থূল সন্ধ্যায় পুষ্পরেণুমাখা ছন্দময় পশ্চিমসমীর সৌন্দর্য পূজারী হৃদ্যমানুষের উত্তাল প্রাণে জাগে আনন্দ ধ্বনিত হৃদয়স্পন্দন আজি ক্ষণতরে ধীরে ধীরে আভা মিলিয়ে গেল অনন্ত অম্বুরে।
WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
|
|