|
||||||||||||||||||
|
এ.কে.এম. নূরুন্নবী
ঋতুর রাণী শরৎ ঋতুর রাণী শরত দোলা দেয় সাদা কাশফুল স্নিগ্ধ শান্ত দৃশ্য মানুষের মনকে করে আকুল। অষ্টাদশী কিশোরী নাচে খোঁপায় গুজে বনফুল সুষমা দৃশ্য প্রকৃতি পিয়াসীদের করে উল্লোল। ঋতুর রাণী শরতের আগমন মায়াবী হিল্লোলে মনে হয় অন্তরিক্ষ হাত বাড়িয়ে ছুঁয়েছে ভূতলে। বনের কাশফুল কথা বলে ভাসা মেঘের সঙ্গে অম্বুর চঞ্চলে হাত বুলায় মায়াবী রৌদ্রের অঙ্গে। শশীর আলোতে প্রত্যাশায় মাতে স্বপ্নবিভোরে রূপালি জোছনায় বাঁশফুল বন্দনা করে মন ভরে। শিউলির গন্ধে চারিধার চঞ্চলতায় ভাসে ভরপুর গগনে চলে মেঘের লুকোচুরি আলো ছায়ার। আকাশের নীলিমায় সাদা মেঘের কোলে হাসি গ্রীষ্ম ও বর্ষার সজীবতাকে লালন করে উল্লাসী। চারিদিকে শুভ্র শান্ত লাবণ্যময় জ্যোৎস্নারাশি মাঠে ভাসে জুঁই কামিনী শেফালির অট্ট হাসি। শরতে মানুষ আনন্দ বিহ্বল মন উৎসর্জন করে হিন্দু সম্প্রদায় মেতে উঠে দুর্গা পূজার মন্ডব ঘরে। রথে চড়ে শারদ লক্ষ্মীর আনন্দময় মর্ত্যাগমন জোছনার ছোঁয়ায় তারা করে তার সাথে আলিঙ্গন। হারিয়ে যায় মন নীলাম্বরে শরত ঋতুর মনোময়ে শরত আসে স্নিগ্ধ আত্মপ্রত্যয়ের বারতা নিয়ে।
WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
|
লেখকের আগের লেখাঃ |