|
||||||||||||||||||
|
এ.কে.এম. নূরুন্নবী
জনসংখ্যা-স্ফীতি
হারিয়ে যাচ্ছে সুখেরস্বর্গ ছায়াসুশীতল শ্যামল দেশে নির্বাক বিস্ফোরণে বাড়ছে জনসংখ্যা বাংলাদেশে। অর্থনীতির উন্নয়ন মন্থর হয়ে গেছে সারা দেশে ম্লানমুখে বেদনার করুণ চাহনিতে মানুষ বসে। সচেতনতার অভাবে জনসংখ্যা বৃদ্ধি অবিনাশী সম্পদের তুলনায় জনসংখ্যার জটিলতা বেশি। বাড়েনি জমি বাড়েনি উৎপাদন আবাদের সাথে দারিদ্রের কষাঘাতে অন্বরতলে একাংশ গেছে পথে। নেই কঙ্কালসার মানুষ গুলোর সুস্বাস্থ্যের ব্যবস্থা ক্লান্ত তপ্ত যুবকদের করুণনেত্রে নেই কোন আস্থা। জীবন কণ্টক পথে দাঁড়াতে হবে অসহনীয় চাপে আর্থ সামাজিক উন্নয়ন ব্যাহত হয় ধাপে ধাপে। বাংলাদেশ বিশ্বের এশিয়ার পঞ্চম জনবহুল দেশ শিক্ষার অভাবে ধর্মীয় কুসংস্কার দেখা যায় বেশ। জীবনযাত্রার নেই মান বিস্মৃতির অভিমানে মাথাপিছু আয় কমে গেছে নিষ্প্রভ নেপথ্য পানে। জমি সীমাবদ্ধতা হওয়ায় কৃষকের চোখ অন্ধকার বিষাদঘন সংকুচিত ভীতে দাঁড়িয়ে বীভৎস চীৎকার। কর্ম না থাকায় বেকারত্বের বক্ষ ক্ষুধারজ্বালায় দহিসে জনসংখ্যা বৃদ্ধিতে শিক্ষা ব্যবস্থা সীমাহীন দীর্ঘশ্বাসে। মানুষের ভারেই অনুৎপাদনশীল ব্যয় বৃদ্ধি পেয়েছে দুর্দশাগ্রস্ত দেশের মানুষ দুর্ভোগের স্বীকার হয়েছে। জনগণ না জাগলে সমস্যা কি করে সমাধান হবে সমস্যার ভয়াবহতা সম্পর্কে জনগণকে ভাবতে হবে। নারীদের শিক্ষা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করলে জনসংখ্যাস্ফীতি হ্রাসে পরিবেশ সৃষ্টি রবে অনুকূলে।
WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
|
লেখকের আগের লেখাঃ |