প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

 

 

 

এ.কে.এম. নূরুন্নবী

ভিক্ষুক


দরিদ্রের মাওলা পাক আছে বলে ডাকিল দীর্ঘশ্বাসে

ম্লান মুখে শ্রান্ত শুষ্ক হৃদয়ে দাঁড়ায়ে দরজার পাশে।

ভিক্ষা দাও মাগো কষ্টের সংসার বলিল অবশেষে

সংকোচ ছেড়ে বাহির হয়েছি মানুষের আশেপাশে।

ক্ষুধার জ্বালায় বেঁচে আছে আমার কষ্টক্লিষ্ট প্রাণ

এক মুঠো অন্ন দাও মাগো ক্ষুধানলে জ্বলে প্রাণ।

বাড়ির বৃদ্ধা ভিক্ষুককে দেখে করছে ভৎসনা অঝরে

কে মাগিসে ভিক্ষা এখনি চলে যা চোখের অদূরে।

সংসারে সবাই এখন দুপুরে শত কর্মে ব্যস্ত সর্বক্ষণে

মাফ কর বাবা চলে যাও পারবনা ভিক্ষা দিতে এখনে।

বিষণ্ণ মনে ভিক্ষুক বেদনায় বহি চলে যায় নতশিরে

অব্যক্ত ধ্বনিতে আকাশের পানে চেয়ে চলে প্রান্তরে।

শতশত মানুষ দাঁড়িয়েছে দুয়ারে দীর্ঘশ্বাসে নীরবে।

সবাই যদি দাও ফিরে দাঁড়াবো কোথায় গিয়ে ভবে।

কত অনাথ অক্ষম অন্ধ জর্জর বন্ধনে মাগিসে সহায়

শ্রান্তিহারা লোকগুলি ঘুরে এসে চায় সাহায্যের আশ্রয়।

নদী ভাঙ্গনে ঘর বাড়ি জমিজমা সবই হারিয়েছে সবে

সম্বলহীন বয়সের ভারে দুর্দিনে তোমাদের দ্বারে নীরবে।

পরমক্ষণে নীরব করুণনেত্রে চলিল সে অন্যের দ্বারে

কষ্টক্লিষ্ট প্রাণে মাগিসে সে ভিক্ষা মানুষের দ্বারে দ্বারে।

বড় দুঃখ দৈন নিয়ে মিটাইল প্রাণের ক্ষুধা কষ্ট করে

দুনিয়ায় কখনো চলবেনা অহংকারের বিষাদঘন অন্তরে।

নিরবচ্ছিন্ন কেঁদে যাবে দিন উন্মুক্ত অন্বরতলে অন্ধকারে

মানুষের ভাগ্য সর্বদা ভাঙ্গে ঘুর্ণিবায়ে দুর্গমরহস্যে পড়ে।

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

লেখকের আগের লেখাঃ