|
শৈশব স্মৃতি
- এ.কে.এম. নূরুন্নবী -
স্নিগ্ধছায়ায় বসি হৃদয়ে ভাসে সায়াহ্ন আলোকে শৈশবস্মৃতি পুলকিত হয়ে উঠে প্রাণ কল্পলোকে। কত রঙিন ঘটনা উথলি উঠেছে বারন্বার। রঙিন মধুময় সুশীতল সুন্দর ধরাতলে মনে চিত্তের মাঝে অসীম বিরহ আঁখিজল। অরুণকিরণ কোমল করে ফেলি উষ্ণশ্বাস কত কল্পনালতায় ঘুরিয়ে বেড়াই হরিষে। হৈচৈ করে মাতিয়ে ছিলাম বাড়ি মধুরভাষে আলুথালুকেশে নতুন শুভ্রবস্ত্র পরি উল্লাসে। উদয়-অস্তাচলে বসি পড়ার টেবিলে শিক্ষকদের আদর স্নেহ জুটে স্কুলে গেলে কপালে। বাদলের দিনে ভাইবোন সবি বারান্দায় মিলে অবারিত কোলাহলে মাতি উল্লাসের কোলে। মায়ের বকুনি বাবার শাসন অনাহূত আসে অভিমানে বিকশিয়া হাসিতে আড়ালে থাকি বসি। সকাতর ভালোবাসা বন্ধুদের সাথে মেলামেশা পাড়ায় পাড়ায় ঘুরি গ্রীষ্মকালে দিবানিশি, প্রশান্তিভরে জাম খেয়ে উদ্ভাসিয়ে উঠি উচ্ছ্বসি। কাঠফাটা রোদে দুরন্তপনার স্মৃতি অমৃতময় বিকেলে ফুটবল হা ডু ডু খেলি আনন্দ আভায়। মায়ের সাথে মামার বাড়ি যেতাম বসন্তসমীরে ভেলায় ভেসে উদাস মনে ঘুরতাম সংশয়ে। আজ যখন কালেভদ্রে অবসর অবকাশে আশাহীন শৈশব খুঁজে পাওয়ার মোহ পরশে। হৃদয় আঁকিল বিচ্ছেদক্রন্দন তরুছায়াতলে বয়সের আড়ালে বাঁশরি বাজাই প্রলয়রোলে। জীবনের সব আশাগুলি শেষ বিরহছায়াতলে।
WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
|
লেখকের আগের লেখাঃ |