|
||||||||||||||||||
|
এ.কে.এম. নূরুন্নবী
মা
জননীর ভালবাসার গভীরতা তালাশ করে দেখেছ অন্তরে ভালবাসার পরশ ধ্বনি সদাশয় বাজে বুকে হৃদয়দ্বারে। ত্বদীয় কান্না শুনে মা যেত তোমার কাছে সহস্র কাজ ফেলে প্রসারিত চিত্ত নিয়ে আগলিয়ে হৃদয় টানে বুকে নিয়েছে তুলে। এখন তুমি সাবালক হয়ে ভুলে গেছো সব মায়ের অবদান পৃথিবীতে সব কিছু যায় বেমালুম ভুলে বড় নিষ্ঠুর সন্তান। নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে আদর স্নেহভরে কোলে কাঁধে দিনের পর দিন অবিরত টানিসে তারে। কোন দিন করেনি তাড়না ছেলের অমঙ্গল হবে বলে চোখে চোখে দেখে রেখেছে সদাশয় ছেলে আড়াল হলে। দুঃখকষ্টে নিশিতের পর নিশিত শিয়রে বসে অতন্ত্র কাটিয়েছে আঁচলখানি দিয়ে ঢেকে তারে ঠাণ্ডা রজনীতে রক্ষা করেছে। কত সাধ জাগে মায়ের মনের অন্তরালে ছেলে বড় হবে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ,দেশে উপকার করবে গরিবে। বুঝতে দেয়নি তাকে অভাবের সংসারের কত ছিল জ্বালা বদন পানে তাকিয়ে আশার আলোয় বুকে ধরেছে সারা বেলা। মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য নির্দেশ রয়েছে কোরানে সদয় মধুর সশ্রদ্ধ ব্যবহার কর মাতা পিতার প্রতি মনে প্রাণে। বড় হয়ে মায়ের পাশে দাঁড়িয়ে ঋণ পরিশোধে যাবে স্বর্গদ্বারে অক্ষম হলে বিরক্ত না হয়ে তাঁর শুশ্রূষায় হাল ধর দ্রুততরে। সেদিন যদি তোমার মা বুকে ধরে পাশে না দাঁড়াত আজকে পৃথিবীর আলোর মুখ তাকিয়ে কি দেখা যেত? যত সব সাধ আহ্লাদ যা ছিল মা করেছে পূরণ তোমার এখন তুমি সব কিছু ভুলে মাকে কষ্ট দিয়ে করেছ পর। তোমার গাঁয়ের চামড়া কেটে দিলেও শোধ হবে না মায়ের ঋণ লঙ্ঘন করবে না যখন সে পড়ে থাকে বিছানায় সারাক্ষণ। বয়সের ভারে পরিশ্রান্ত হয়ে অক্ষম নির্জীব হয়ে পড়ে অতিশয়ে প্রাণ খুলে সেবা কর বিধির বিধানে ধর হাল এই সময়ে। সেদিন কত অসহায় জ্বালা নিয়ে তোমাকে করেছে পালন ছিল না কেউ তাঁর পাশে অসহায় হয়ে সব কিছু করেছে গ্রহণ।
WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
|
লেখকের আগের লেখাঃ |