প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

৭ম প্রবাস প্রজন্ম'র জমজমাট পরিবেশনা

 


কাজী ইনসানুল হক, উপদেষ্টা সম্পাদক
কমিউনিটি রিপোর্ট ।। মে ৬, ২০১৫ ।।

জাপান প্রবাসীদের প্রাণের মেলা টেকিও বৈশাখী মেলার সফল আয়জনের পর প্রবাস প্রজন্মের ৭ম আয়োজনটি ছিলো জাপান প্রবাসীদের জন্যে আরেকটি আনন্দঘন সফল আয়োজন। প্রবাসী শিশু-কিশোরদের মাঝে স্বদেশের চিরায়িত আবহ ধরে রাখতে প্রবাস প্রজন্ম গত ছ'বছর ধরে এ আয়োজন করে আসছে।

গত ৩ মে, রোববার, প্রবাস প্রজন্ম, জাপান আয়োজিত প্রবাসী শিশু কিশোরদের এই দিনব্যাপী সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হলো৷

অনুষ্ঠান উপলক্ষ্যে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছেন দুই বিশিষ্ট জন রফিকুল আলম ও আবিদা সুলতানা৷ জাপান জুড়ে এখন গোল্ডেন উইকের ছুটির আমেজ৷ না শীত না গরমের এই মধূময় আবহাওয়ায়, রোববার বিকেলে, প্রবাসীরা তাদের সন্তানদের নিয়ে সমবেত হন তাকিনাগাওয়া কাইকানের হলে৷ শিশু কিশোরদের সাথে বড়দের বর্ণময় আয়োজন, অদ্ভুত সুন্দর নামকরণ করা হয়েছে 'দুইপ্র জন্মের মিলন মেলা' ৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের পরম বন্ধু বিশিষ্ট মানবাধিকার কর্মী এপিপি'র সাবেক প্রধান ইয়োশিনারি কাৎসুও, নিউ ইয়র্ক ভিত্তিক ওয়ার্ল্ড পিস ফাউন্ডেশনের জাপান চ্যাপ্টার প্রধান গোতো আয়া এবং বরাবরের মতই মুন্সী কে আজাদ অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন।

স্বাধীন বাংলা বেতারের সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা দেশ বরেণ্য শিল্পী হিসেবে এবারের প্রবাস প্রজন্ম স্মারক সম্মাননা প্রদান করা হয় শিল্পী রফিকুল আলমকে। সংগীত ভূবনের আরেক তারকা আবিদা সুলতানাকেও প্রবাস প্রজন্ম সম্মাননা প্রদান করে।

নানান আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়। এ বছর শিশুরা অত্যন্ত চমৎকার পরিবেশনা করে। এবারও কাহাল আর্ট গ্রুপ এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

ছোটদের বিভিন্ন পর্বের পর শিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম পর পর বেশ কয়েকটি গান গেয়ে শোনান দর্শক-শ্রোতাদেরকে।

এবারের আয়োজনে মঞ্চ পরিকল্পনায় ছিলেন- কামরুল হাসান লিপু, সহযোগিতায় জাহিদ হোসেন, রতন, হুসাইন মুনির, মিথুন, নাজিমুদ্দীন প্রমুখ।

উপস্থাপনায় ছিলেন বিশ্বজিৎ দত্ত বাপ্পা ও ইফা। সার্বিক ব্যবস্থাপনা রাহমান মনি।

প্রবাসে বিদেশী সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা আমাদের শিশুকিশোররা হঠাৎ আলোর ঝলকানীর মতো একটি দিনে নিজস্ব শেকড়ের সন্ধানে মত্ত হয় গান-বাজনা, নাচ, আবৃত্তি-অভিনয় নিয়ে৷ দেশের প্রথিতযশা ও বরেণ্য শিল্পী রফিকুল আলমও আবিদা সুলতানার সান্নিধ্যে কাটয় তাদের কিছু সময় - তাদের হাত থেকে নেয় সম্মাননা, অজস্র ভালোবাসাও সুখানুভতিতে তাদের মা-বাবাও উপভোগ করেন নিজস্ব সংস্কৃতির স্বকীয়তার ভরপুর সেই আনন্দ ঘন মূহুর্ত৷

প্রবাসের এই প্রজন্মের ক্ষুদেরা স্কুল মাঠ সবখানেই জাপানী বলে, শেখে৷ বাসায় বাবা-মার সান্নিধ্যে সামান্য বাংলার সাথে পরিচিতি৷ শত প্রতিকূলতার মধ্যেও যে ওরা বাংলা-সংস্কৃতি লালন করছে সেটাই বা কম কিসে? এ ব্যাপারে তাদের বাবা-মাদেরকে 'স্যালুট' না দিয়ে উপায় নেই৷ সংস্কৃতি, ভাষা এগুলো মানুষের আত্ম-পরিচয়ের অংশ৷ প্রবাসে এই প্রজন্মের কথা ভেবেই 'প্রবাসপ্রজন্ম' জাপানের জন্ম৷ তার প্রধান কারিগর রহমান মনি, তার অক্লান্ত পরিশ্রমে প্রবাস-প্রজন্ম এবার ৭ম বারের মতো এই আয়োজনের দ্বার প্রন্তে৷

এই চমৎকার ও অভিনব আয়োজনে একেবারে নিঃস্বার্থ অবদান সাংবাদিক গোলাম মোর্তুজাও ফরিদুর রেজা সাগরের৷ এই পর্যন্ত প্রবাস প্রজন্মের গত ৬টি আয়োজনে আমন্ত্রিত হয়ে জাপান প্রবাসী শিশু-কিশোরদের পাশে এসেছেন ডঃ জাফর ইকবাল, ডঃ ইয়াসমিন হক, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, সুবীর নন্দি, বারীসিদ্দিকী, মোস্তফা মনোয়ার, ফরিদুর রেজা সাগর, গোলাম মোর্তুজা, জাপানের মডেল বাংলাদেশী বংশদ্ভুত রোলা প্রমূখ৷

কোনো আর্থিক প্রনোদনা নেই, নেই অতিথেয়তার বাড়াবাড়ী, এই মহৎ প্রচেষ্টায় দেশ বরেণ্য শিল্পীরা শত ব্যস্ততার মাঝেও সময় করে জাপানে ছুটে আসেন কেবলমাত্র প্রবাসী কোমল শিশুদের প্রতি মায়ায়-ভালোবাসায়৷

অনুকরণীয় এই প্রয়াসও প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি লালনের প্রত্যয় নিয়েই প্রবাস প্রজন্ম জাপানের জন্ম৷ তাই জাপান প্রবাসী সকল ব্যাবসায়ী, সকল সামাজিক, রাজনৈতিক সংগঠন, প্রবাসী শিশুকিশোরদের বাবা-মা সহ সকল প্রবাসী তাদের সহযোগীতায় হাত প্রসার করেন৷ পরম মমতায় বরন করে নেন প্রবাস প্রজন্মের প্রতি বছরের এই আয়োজনকে, ভালোবাসা দিয়ে আগলে রাখেন বুকের গভীরে, আর প্রতিক্ষায় থাকেন পরের বছরের৷

উল্লেখ্য, মন্ত্রিত শিল্পী দম্পতিদের সম্মান জানিয়ে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও তার পত্নী গত ৪ মে প্রবাস প্রজন্ম আয়োজনকারী ও শিল্পীদেরকে তার বাসভবনে আমন্ত্রন জানান।

কাজী ইনসানুল হক
টোকিও, জাপান
kaziensan@gmail.com

 

   

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]