[প্রথমপাতা]

 

 

 

ববিতার মন খারাপ

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

একমাত্র ছেলে অনিক কানাডায় পড়াশুনা করতে গিয়েছে সপ্তাহ খানেক হলো। তাই ববিতার মনটা খারাপ। ছেলের সাথে তিনি নিজেও ছ'মাস কানাডায় ছিলেন। এখন দেশে একা। ববিতা কথা বলছিলেন কমিউনিটির প্রতিনিধি তানিয়া সিনার সাথে। বাংলাদেশের চলচ্চিত্রে যার অবস্থান প্রায় অদ্বিতীয় সেই ববিতার সাথে একান্ত সাক্ষাতকারটি এখানে তুলে দেয়া হলোঃ

কমিউনিটিঃ কেমন আছ্ন?

ববিতাঃ ভালো আছি। তবে মনটা ভালো নেই।

কমিউনিটিঃ মন ভালো নেই কেন?

ববিতাঃ অনেকদিন দেশে ছিলামনা। ছেলে কানাডায় পড়াশোনা করে। ওর কাছে গিয়েছিলাম। ছয় মাসের মত ওর সাথে ছিলাম। আমার সাথেই ও দেশে এসেছিলো। ওকে নিয়ে ব্যস্ত সময় কাটালাম। চলে যাওয়ায় মনটা খুব খারাপ।

কমিউনিটিঃ ৬ মাস কানাডায় কি করলেন?

ববিতাঃ প্রথমে কানাডার একটি কম্পিউটার স্কুলে ভর্তি হয়েছি। কম্পিউটার সম্পর্কে অনেক কিছু শিখেছি। এখন ছেলের সাথে সরাসরি কথা বলি। খুব ভালো লাগে।

কমিউনিটিঃ কোথায় কোথায় ঘুরলেন?

ববিতাঃ কানাডা থেকে আমেরিকা ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমার অনেক বন্ধু থাকে। কেউ লস এঞ্জেলেস, কেউ লাস ভেগাস, কেউ কেউ থাকে ভার্জিনিয়াতে। হোয়াইট হাউজও দেখতে গিয়েছিলাম যেখান থেকে সারা দুনিয়া শাসিত হয়।

কমিউনিটিঃ দেশে এসে কাজ শুরু করেছেন?

ববিতাঃ এখনও করিনি। তবে দু-তিনটি ছবির পরিচালকদের সাথে এরই মধ্যে কথা চুড়ান্ত হয়েছে। পরে সীমারেখা নামে একটি ছবির কাজ শুরু করব। এই ছবির মধ্যে দিয়েই অনেক দিন পর আমি আর ফারুক ভাই একসাথে কাজ করব।

কমিউনিটিঃ এখন কি নিয়ে ব্যস্ত?

ববিতাঃ গত সপ্তাহে মুক্তি পেল আহমেদ নাসির পরিচালিত 'মায়ের জন্য পাগল' ছবিটি। আরো নতুন কিছু ছবিতে কাজ করার কথা আছে।

কমিউনিটিঃ মায়ের জন্য পাগল ছবিটি নিয়ে কিছু বলবেন কি?

ববিতাঃ ছবিটিতে আমার দুই ছেলে। মারুফ ও ইমন। ওরা আমার জন্য যেমন পাগল থাকে তেমনি আবার স্বামী সোহেল রানা পাগল থাকে তার মায়ের জন্য। পারিবারিক দ্বন্দ আর ভালোবাসা নিয়েই ছবির কাহিনী। এর চাইতে আ বেশি কিছু বলবোনা। তাহলে ছবির মজা নষ্ট হয়ে যাবে।

কমিউনিটিঃ আপনারা তিনবোন এবার একসংগে ঈদ করলেন?

ববিতাঃ হ্যাঁ। কানাডায় এবার একসংগে অনেকদিন পর খুব মজা করে ঈদ করলাম। ব্যস্ততার কারনে আজকাল তেমন মজাই করা হয়না।

কমিউনিটিঃ ছবিতে কিভাবে এলেন?

ববিতাঃ সেটা খুব মজার ব্যাপার। আমরা খুব রক্ষনশীল পরিবারের ছিলাম। গেন্ডারিয়ায় থাকতাম। আমার দুলাভাই জহির রায়হানই আমাকে এক রকম জোর করেই ছবিতে এনেছিলেন।

কমিউনিটিঃ ছবি পরিচালনার ইচ্ছে আছে?

ববিতাঃ মোটেও নেই। ওটা আমার দ্বারা হবেনা। অনেক কঠিন মনে হয়।

কমিউনিটিঃ ভবিষ্যত পরিকল্পনা কি?

ববিতাঃ ইচ্ছে আছে ছেলে অনিক এর পড়াশুনা শেষ হলে একসংগে দিন কাটাবো। একা একা ভালো লাগেনা। ও আমার একমাত্র সম্বল। ওকে নিয়েই বাকী জীবন সুখে-দুঃখে কাটিয়ে দিতে চাই।

কমিউনিটিঃ নায়িকা না হলে কি হতেন?

ববিতাঃ নায়িকা না হলে হয়তোবা ডাক্তার হতাম।

কমিউনিটিঃ আপনার পুরো নাম কি?

ববিতাঃ ফরিদা আক্তার ববিতা।

কমিউনিটিঃ কমিউনিটির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।

ববিতাঃ আমার সকল পাঠক এবং শুভাকাংখীদের জন্য রইলো ভালোবাসা। দোয়া করবেন যেন ভালো থাকি।
 

[আর্কাইভ থেকে]

 

 

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত এ,কে,এম, মজিবুর রহমান ভূঁইয়াঃ জাপান প্রবাসী বাংলাদেশিরা গঠনমুলক এবং ইতিবাচক ভূমিকা পালন করছেন

>>রবীন্দ্রনাথ আমার দুর্বলতাঃ ফেরদৌসি মজুমদার

>>২৭ বছর আগের বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশের অনেক পার্থক্যঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে অক্ষয় কুমার

>>আমার নাচ আর হাসিটাকেই দর্শকরা বেশি পছন্দ করেন মনে হয়ঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সালমান খান

>>ভালো গান গাইতে হলে শুদ্ধ করে বাংলা শব্দগুলো খেয়াল করতে হবেঃ কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবিনা ইয়াসমিন

>>একান্ত সাক্ষাতকারে দেবাশিষ বিশ্বাসঃ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি

>>ববিতার মন খারাপ

>>কমিউনিটির মুখোমুখি নায়করাজ রাজ্জাকঃ যতদিন বেঁচে থাকবো জহির রায়হান আমার মাঝে বেঁচে থাকবেন

>>কমিউনিটির মুখোমুখি চিত্রনায়িকা শাবনুরঃ বছরে দু'টির বেশি ছবি করবোনা

>>কমিউনিটির মুখোমুখি লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সুকন্যা চৌধুরীঃ
সুপার মডেল হতে চাই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ ঈদের নাটক

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত

>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

  

[প্রথমপাতা]