@

[প্রথমপাতা]

@

@

কমিউনিটির সাথে একান্ত সাৎকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ
আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

@

@


প্রায় একযুগ সময়ের চলচ্চিত্র নায়ক ফেরদৌস। এ দীর্ঘসময়ে ফেরদৌস যখন একজন পূর্ণাঙ্গ অভিনেতা নায়ক ঠিক তখনই দেশীয় ছবিতে তার অভিনয় কমতে শুরু করেছে। ওপার বাংলার অর্থাৎ কলকাতার ছবিতেই এখন তার ব্যাস্ততা বেশি। সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। বিজ্ঞাপন এবং চলচ্চিত্রের কাজ নিয়ে ফেরদৌস কমিউনিটি স্কাইনেটজেপিfর ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমানের সঙ্গে কথা বলেছেন। ফেরদৌসের সাক্ষাৎকারটি নিয়েছেন কমিউটিনি স্কাইনেটজেপিfর ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান।

কমিউনিটি স্কাইনেটজেপি : কলকাতা থেকে দেশে ফিরলেন কবে?

ফেরদৌস : কয়েকদিন আগে। ইদানিং কলকাতা এবং ঢাকায় ঘন ঘন যাওয়া আসা হচ্ছে। ঢাকায় একটি ছবিতে অভিনয়ের কাজে জরুরি ভিত্তিতে চলে এসেছি। এছাড়া আমার প্রযোজিত ছবির কিছু পরিকল্পনা করব ।

কমিউনিটি স্কাইনেটজেপি : বর্তমানে বিভিন্ন চ্যানেলে আপনার একটি বিজ্ঞাপন প্রচার চলছে? এ সম্পর্কে কিছু বলুন?

ফেরদৌস : হ্যাঁ, বিজ্ঞাপনটি কক্সবাজারের একটি হোটেলের। এতে আমার সহশিল্পী হিসেবে রয়েছেন বিন্দু। অনেকদিন পর বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করলাম, এতে বেশ সাড়া পাচ্ছি।

কমিউনিটি স্কাইনেটজেপি : সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপনা করলেন, কেমন লাগছে?

ফেরদৌস : ভালো, প্রধানমন্ত্রী বেশ প্রশংসা করেছেন। মৌসুমী এবং আমার এই উপস্থাপনা দর্শকদের কাছেও ভালো লেগেছে বলে শুনেছি।

কমিউনিটি স্কাইনেটজেপি : এবার বলুন আপনার প্রযোজিত চলচ্চিত্র eএক কাপ চাf সম্পর্কে?

ফেরদৌস : সম্প্রতি এই চলচ্চিত্রের পরিকল্পনা চুড়ান্ত করেছি। আমার প্রযোজনায় নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। ছবিটি নির্মাণের সময় বাসুfদা (বাসু চ্যাটার্জি) এসে কাজ পর্যবেক্ষণ করবেন। কারণ, এর কাহিনী লিখেছেন কলকাতার এই জনপ্রিয় পরিচালক। এতে আমার সঙ্গে অভিনয় করেছেন দুই বাংলার দুfজন চলচ্চিত্র নায়িকা। এরা হলেন বাংলাদেশের মৌসুমী এবং কলকাতার ঋতুপর্ণা ।

কমিউনিটি স্কাইনেটজেপি : ঋতুপর্ণার সঙ্গে বর্তমানে আপনি কয়টি ছবিতে অভিনয় করেছেন?

ফেরদৌস : এ পর্যন্ত অনেক ছবিতেই আমি ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করেছি। বর্তমানে আমাদের একসঙ্গে তিনটি ছবিতে কাজ চলছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে দুfটি ছবি।

কমিউনিটি স্কাইনেটজেপি : বর্তমানে কলকাতায় ব্যাস্ততা কেমন?

ফেরদৌস : প্রচুর ব্যাস্ততা। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছি। প্রায় ১৬ টির মতো। এরই মাঝে বেশির ভাগ ছবির কাজ শেষ পর্যায়ে। বাকিগুলোর কাজ চলছে। নতুন একটি ছবির শুটিং শুরু হয়েছে এপ্রিল মাসে।

কমিউনিটি স্কাইনেটজেপি : এবার টালিউডের সঙ্গে ঢালিউডের মিল এবং অমিল নিয়ে কিছু বলুন?

ফেরদৌস : বাংলা ভাষা এবং ছবির নাম ছাড়া বলা যায় আর সব বিষয়েই অমিল। ওখানে একটি ছবি চলাকালীন নির্মাতা এবং অর্টিস্টের সঙ্গে চারবার প্রেস মিট হয়। তারা পাণ্ডুলিপিকে খুব গুরুত্ব দেয়। আর বাংলাদেশের ছবিতে তো পাণ্ডুলিপিই পাই না। আর নির্মাতাদের বেশির ভাগেরই টেবিল ওয়ার্ক নেই। অথচ, কলকাতার প্রযোজক,পরিচালদের অফিসে পোস্টারের বদলে থাকে, সিডিউলের একটি বড় বোর্ড। এতে কোন দিন কোন দৃশ্যের শুটিং এবং আর্টিস্ট, টেকনিশিয়ান কারা এই সবকিছু উল্লেখ থাকে। এখানে তো রুচিশীল দর্শক হলে যায় না। আর মেয়ে দর্শকের উপস্থিতি তো একেবারেই নেই। অথচ কলকাতায় নাইট শোতে মেয়ে দর্শকের ভিড়ই সবচেয়ে বেশি দেখা যায়।

কমিউনিটি স্কাইনেটজেপি : নিজ দেশের ছবিতে অভিনয় না করে, অন্য দেশের ছবিতে অভিনয় করছেন কেমন লাগছে?

ফেরদৌস : খারাপ লাগছে। অবশ্য আমি কলকাতায় বাংলাদেশের একজন প্রতিনিধি হয়েই কাজ করি এর বাইরে আমি নিজেকে আর কিছুই ভাবি না । তাছাড়া গত একযুগে গোটা চলচ্চিত্রাঙ্গণ থেকে আমি একটি বিষয়ে খুব ভালো ধারণা পেয়েছি, আমাদের চলচ্চিত্র খুব স্বার্থপর একটা জায়গা। যেখানে আমি বেশ কিছু প্রযোজকের ছবি নামমাত্র পারিশ্রমীকে, বিনা পয়সায় করে দিয়েছি। সেখানে এখন সেই প্রযোজক,পরিচালকরা আমার প্রতি নেগেটিভ আচরণ করছেন। সত্যিই খুব কষ্ট লাগছে। আমার ভাবতেই কষ্ট হয়, সেই প্রযোজক, পরিচালকরা মানুষ নাকি অমানুষ।

কমিউনিটি স্কাইনেটজেপি : দেশীয় ছবিতে অভিনয় করছেন কি?

ফেরদৌস : হ্যাঁ, এরই মাঝে শাহনাজ কাকলীর কাজ শেষ করেছি। মুক্তির অপেক্ষায় আছে নাসরিন জাহানের eঅবুঝ বউf। এছাড়া, বর্তমানে আরও দুfটি নতুন ছবির কাজ শুরু হবে।

কমিউনিটি স্কাইনেটজেপি : আপনাকে ধন্যবাদ।

ফেরদৌস : জাপান থেকে প্রকাশিত কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের পাঠক ও সাংবাদিকদের রইল আমার ভালবাসা।

@

[প্রথমপাতা]