[প্রথমপাতা]

 

 

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা 

 

কমিউনিটি রিপোর্ট ।।

সিনথিয়া একজন কণ্ঠ শিল্পী। নানা ধরনের গান পারদর্শী তিনি। শ্রোতাদের কাছে তার সুগায়কীয় পরিচয় রেখেছেন। বর্তমানে নতুন অ্যালবামের কাজ নিয়ে তিনি ব্যসত্দ। সিনথিয়ার সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : নতুন অ্যালবামের খবর কি?
সিনথিয়া : নতুন অ্যালবামের কাজ করছি এখন। এরই মধ্যে গান সিলেকশনের পালা শুরু করেছি। আশা করছি ঈদের আগেই অ্যালবামটি প্রকাশ করতে পারব।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আপনার প্রকাশিত অ্যালবামগুলো নিয়ে কিছু বলুন।
সিনথিয়া : আমার সলো অ্যালবাম প্রকাশ হয়েছে তিনটি। প্রথম অ্যালবামের নাম 'কেন দূরে থাকো', দ্বিতীয় অ্যালবামটি হলোথ 'মনে যারে চায়' এবং সর্বশেষ অ্যালবামটি হলো আমার নিজের নামেথ 'সিনথিয়া'। এছাড়া আমি প্রায় চল্লিশটির মতো মিশ্র অ্যালবামে গান গেয়েছি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : গানের হাতেখড়ি কার কাছে?
সিনথিয়া : আমার বাবা ছিলেন একজন সংগীত পাগল মানুষ। তার হাতেই আমার গানের হাতেখড়ি। এরপর আমি প্রাতিষ্ঠানিকভাবে উচাঙ্গ সঙ্গীত এবং নজরম্নল সঙ্গীতের ওপর তালিম নিয়েছি। কিন্তু আমার বাবা কখনো ভাবেননি আমি মিডিয়ায় গান করব। এমনি করেই গানের ভুবনে আশা।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : বিটিভিতে কখন থেকে আপনি কাজ শুরু করেন?
সিনথিয়া : ২০০১ সালে প্রথম আমি বিটিভির তালিকাভুক্ত হিসেবে কাজ শুরু করি। একটি মজার বিষয় হচ্ছে, বিটিভিতে আমি নজরুল ও আধুনিক গানের উপর পরীক্ষা দেই; কিন্তু সিলেক্ট হই আধুনিক গান বিভাগে। তাই অনেকটা নিজের তাগিদেই আধুনিক গান গাওয়া শুরু করি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : প্লেব্যাক করছেন না?
সিনথিয়া : বর্তমানে একুশে টিভিতে প্রচারিত 'গুণীন' শিরোনামের একটি নাটকে আমি প্লেব্যাক করব। নাটকের পরিচালক মনির হোসেন জীবন নতুন করে গানটি আবার করবেন। আর তাই ওই নতুন করে প্লেব্যাকের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে। অন্যদিকে চলচিত্রে প্লেব্যাক করার জন্য অনেক অফার আসছে।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : নতুন প্রজন্মের কণশিলীদের নিয়ে আপনার মন্তব্য কি?
সিনথিয়া : নতুন শিলীরা অনেক ভালো করছে। কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার শুধু টাকার পেছনে ছুটছে। যা তাদের জন্য অনেক ক্ষতির কারণ। আমি মনে করি, টাকার চেয়ে গানের প্রতি বেশি মনযোগী হওয়া দরকার।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা?
সিনথিয়া : অন্য সব শিলীর মতো আমিও চাই ভালো ভালো কিছু গান গেয়ে যেতে। যাতে সারা জীবন শ্রোতাদের মনে বেঁচে থাকি।
 

 

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

 

[প্রথমপাতা]