[প্রথমপাতা]

 

 

 

কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

 


সময়ের ব্যাস্ত অভিনেত্রী জয়া আহসান। নিজস্ব অভিনয়গুনে জয় করে নিয়েছেন দর্শকদের মন। এবার আমাদের মুখোমুখি হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী জয়া আহসান। তার এই সাক্ষাৎকারটি নিয়েছেন, আমাদের ঢাকা প্রতিনিধি, হাবিবুর রহমান।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আপনি কি চলচিত্রে নিয়মিত হচ্ছেন?

জয়া আহসান : চলচিত্রে নিয়মিত হব কিনা তা বলতে পারছি না। ‘ডুবসাঁতার’ ছবিতে কাজ করছি, কারণ এখানে আমার চরিত্রটি অসম্ভব ভালো লেগেছে। নিজের ভিন্ন একটি ইমেজ দেখার জন্য কাজটি করছি। তবে ভালো স্ক্রিপ, ভালো চরিত্র আর ভালো প্রডাকশন হলে চলচিত্রে কাজ করতে কোনো আপত্তি নেই। সম্প্রতি আমি নতুন একটি চলচিত্রে অভিনয় করছি। বাচু ভাইয়ের (নাসির উদ্দীন ইউসুফ বাচু) পরিচালনায় চলচিত্রটির শিরোনাম ‘গেরিলা’।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : ইদানীং টিভি নাটকে নিয়মিত হলেও মাঝখানে কাজ কমিয়ে দিয়েছিলেন। কেন?

জয়া আহসান : চরিত্র এবং স্ক্রিপ পছন্দ না হওয়ার কারণেই নাটকে নিয়মিত অভিনয় করিনি। এখন আবার অনেক ভালো ভালো কাজ হচ্ছে। এর মধ্য থেকেই আমি আমার পছন্দের চরিত্র গুলা বেছে নিচ্ছি। ভালো কাজের ব্যাপারে আমি সবসময়ই সিরিয়াস হওয়ার চেষ্টা করি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আপনিতো ছোটবেলায় গান শিখতেন। বড় সংগীত শিল্পী হওয়ার স¡প্ন দেখতেন। এখন সে ইচ্ছা করে না?

জয়া আহসান : একেবারে করে না বললে মিথ্যা বলা হবে। ছোটবেলার সেই আকাক্সক্ষাটা হয়তো খানিকটা রয়ে গেছে; কিন্তু মডেলিংয়ে নাম লেখানোর পর শুরু করলাম অভিনয়। তারপর দর্শকদের ভালোবাসা পেয়ে মনে হলো এখানেই ভালো আছি। এরপর আর গান-টান করা হয়নি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : অনেকেই এখন অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা, নির্দেশনাসহ নানা কাজে জড়িয়েছেন। আপনার এমন কোনো ইচ্ছা আছে?

জয়া আহসান : অভিনয়টাই আমার কাছে মুখ্য। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি জনপ্রিয়তা পেয়েছি। এখন সেটাকে পুঁজি করে কিছু করার ইচ্ছা আমার নেই। ক্যামেরার সামনেই আমার অভিনয় চালিয়ে যেতে চাই। একসময় চেষ্টা করলেও আমি বিশ¡াস করি আমি উপস্থাপনা করতে পারি না। আর পরিচালনা কিংবা স্ক্রিপ রাইটিংয়ের মতো কোনো কাজ আমার দ্বারা কখনোই সম্ভব নয়। অভিনয়ের বাইরে আমি কিছু বুঝি না।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : নাটকে আপনাকে সব সময় ভিন্নধর্মী চরিত্রে দেখা যায়, এটা কেন?

জয়া আহসান : আমার চেষ্টা থাকে নতুন নতুন চরিত্রে কাজ করার। কোনো চ্যালেঞ্জ না থাকলে সেই কাজে আমি আনন্দ পাই না। ভিন্ন ভিন্ন চরিত্রে ভিন্ন ভিন্ন রুপে সুনিপুণ অভিনয় করে নিজেকে দর্শকের সামনে বিশ¡াসযোগ্য করে উপস্থাপন করাকেই আমি আসল চ্যালেঞ্জ মনে করি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : এখনতো অনেক চ্যানেল অনেক নাটক। এতে কি আমাদের টিভি নাটক আগের সেই জুলুস হারিয়ে ফেলেছে?

জয়া আহসান : আমার মনে হয় না এমনটি ঘটেছে। এখন চ্যানেল যেমন বেড়েছে তেমনি দর্শকও বেড়েছে। প্রতিবেশী দেশ ভারতের তুলনায় আমাদের টিভি নাটক অনেক এগিয়ে আছে। প্রচুর নাটক হচ্ছে ঠিকই। এরমধ্যে কিছু নাটক হয়তো মানোত্তীর্ণ হতে পারছে না। তবে ভালো কাজও কিন্তু প্রচুর হচ্ছে।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : মডেলিং দিয়ে আপনার ক্যারিয়ার শুরু। কিন্তু এখন মডেলিংয়ে নিয়মিত নন কেন?

জয়া আহসান : আসলে মডেলিং নিয়মিত করার মতো কোনো বিষয় নয়। সব চ্যানেলে চব্বিশ ঘণা দর্শকের সামনাসামনি থাকাটা সত্যিকার অর্থেই চ্যালেঞ্জিং। মডেলিং করছি না তা নয়। এখানেও বেছে বেছে সেরা কাজ তুলে আনার চেষ্টা করছি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : বর্তমানে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন?

জয়া আহসান : অনেকেই বলে আমি জনপ্রিয়তার শীর্ষে থাকা কয়েকজনের একজন ইত্যাদি ইত্যাদি; কিন্তু আমার কথা হলো, কাজ করে কিছুটা হাততালি হয়তো পাই; কিন্তু আমি ভালো করেই জানি আমার এখনো অনেক কিছু শেখার রয়েছে। সত্যি বলতে কি, অভিনয়ে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। শুধুমাত্র অবজারভেশনের উপর ভর করেই মূলত আমি অভিনয় করার সাহস পেয়েছি। তাই ক্যারিয়ারের শুরু থেকেই শেখার চেষ্টা করছি। এখনো শিখে যাচ্ছি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আপনার অভিনয় জীবন নিয়ে ভবিষ্যৎ পরিকলনা কি?

জয়া আহসান : অভিনয়ের প্রতি অন্যরকম ভালো লাগা আছে আমার। এখনো সেই অভিনয়টা কখনোই আমার পেশা ছিল না। এটা আমার নেশার জায়গা। আবেগের ক্ষেত্র। তাই নিজের সর্বোচ অর্জনটা এখান থেকেই তুলে নিতে চাই।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ: আপনাকে ধন্যবাদ

জয়া আহসান : জাপান থেকে প্রকাশিত ২৪ ঘন্টা সংবাদ কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকদের রইল আমার ভালবাসা।

 

[প্রথমপাতা]