[প্রথমপাতা]

 

 

 

কমিউনিটির মুখোমুখি লাকি ইনামঃ মঞ্চ নাটক আর নাটক প্রশিক্ষন নিয়েই ব্যস্ত আছি

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

বাংলাদেশের নাট্যাঙ্গনের সবাই তাকে চেনেন এবং জানেন। এদেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে যারা আত্মনিয়োগ করছেন তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন গুণী ও বড় শিল্পীদের তালিকা করা হলে যে নামটি প্রথম দিকেই উচ্চারিত হবে, তিনি আর কেউ নন আমাদের প্রিয় অভিনেত্রী লাকি ইনাম।

তার এই সাক্ষাতকারটি গ্রহন করেছেন কমিউনিটির প্রতিনিধি তানিয়া সিনা।

কমিউনিটিঃ বর্তমানে কি নিয়ে কাজ করছেন?

লাকি ইনামঃ বর্তমানে মঞ্চ নিয়ে কাজ করছি। পুশিক্যাট নামে একটি নাটকের মঞ্চায়ন করছি।

কমিউনিটিঃ ইদানিং নাটকে আপনাকে কম দেখা যাচ্ছে -এর কারন কি?

লাকি ইনামঃ কিছুদিন হলো 'টিকেট' নামে একটি প্রশিক্ষন কেন্দ্র খুলেছি। যেখানে নাটক এর উপর সবধরনের প্রশিক্ষন দেয়া হচ্ছে। এখন এটা নিয়েই ব্যস্ত। তাই নাটক কম করা হয়।

কমিউনিটিঃ নতুনদের সম্পর্কে আপনার মূল্যায়ন?

লাকি ইনামঃ নতুনরা ভালই করছে মনে হয়। তবে তাদের আরো মনোযোগী হওয়া উচিত বলে আমি মনে করি।

কমিউনিটিঃ আগের তুলনায় এখন নাটক অনেক বেশি তৈরি হচ্ছে কিন্তু অনেকেই অভিযোগ করেন নাটকের মান তেমন বাড়েনি -এ সম্পর্কে আপনার কি মত?

লাকি ইনামঃ আমার মনে হয় মান আগের চাইতে বেড়েছে, তবে এত চ্যানেল আর এত নাটক তাই বুঝে ওঠা যায়না কোনটি ভালো।

কমিউনিটিঃ এবার কিছু ব্যক্তিগত প্রশ্ন। আপনার কয় ছেলেমেয়ে?

লাকি ইনামঃ আমার ২ মেয়ে। একজন নাটক নিয়ে ব্যাস্ত আর অন্যজন তার সংসার নিয়ে ব্যাস্ত।

কমিউনিটিঃ আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

লাকি ইনামঃ আমার ইচ্ছা আছে নাগরিক নাট্যাঙ্গনকে আরো সম্প্রসারিত করা।

কমিউনিটিঃ নতুনদের উদ্দেশ্যে আপনার কোন উপদেশ?

লাকি ইনামঃ নতুনদের উদ্দেশ্যে একটাই কথা তাদের আরো মনোযোগী হতে হবে এবং নাটক নির্বাচনের দিকে খেয়াল রাখতে হবে।

কমিউনিটিঃ কমিউনিটির পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি?

লাকি ইনামঃ কমিউনিটির পাঠকদের সবাইকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

 

 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তারিনঃ ঈদের নাটক

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিপ্লবঃ প্রমিথিউস এখন তার নতুন প্রজেক্ট ও মঞ্চে গান গাওয়া নিয়ে ব্যস্ত

>>ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

  

[প্রথমপাতা]