কান্নাবতী
- অজয় দাশ গুপ্ত
-
কান্নাবতী কান্নাবতী হীরামতী চোখের জলে
দূর বোকা এখন কি আর নয়ন জলে পাষান গলে?
এখন কি আর গজমতী হারে বিছায় কানের দুলে
এখন কি আর ভালোবাসা পায়ের খাড়ু চুলের ফুলে?
এখন মানুষ ইলেকট্রনিক এখন মানুষ বায়বীয়
ইচ্ছে হলে ডিলিট তুমি ইচ্ছে হলে কাছের প্রিয়
এখন তুমি সিরিয়ালে আয়না ঘেরা বাক্সপ্রীতি
কান্নাবতী অনেক আগেই পাল্টে গেছে জীবন নীতি
সবাই কাছে সবাই দূরে ঘাড় নীচুতে আজ আড়ালে
মোহচাকে প্রেম জমেছে ঘরে ঘরে ভার্চুয়ালে
তোমার চোখে কাজলটানা তোমার গায়ে সুরমা আতর?
পরশ্রী নয় মানুষ এখন পর পুরুষ পরস্ত্রী কাতর
খুলে গেছে আকাশডানা মানুষ এখন দিচ্ছে উড়াল
কান্নাবতী বোকা মেয়ে জীবন এখন খুব ডিজিটাল
তবু কেবল আকাশ বোঝে সজল হাওয়া চোখের জলে
ভাসতে ভাসতে একা একা শূন্যে তোমার কথা বলে
কান্নাবতী হীরেমতী অশ্রূমতী বাংলা মেয়ে
দু একটা খুব সস্তা জীবন আজো জাগে তোমায় চেয়ে ।
|