জয়তু প্রীতিলতা
-অজয় দাশগুপ্ত-
সে যুগটাই ভিন্নরকম, সহজ জীবন , ভাবনা গুলো উচ্চ
কাকের লেজে তখন কি আর ছিলো ময়ূর পুচ্ছ?
মানুষ ছিলো সরল মনের শহর নগর গ্রামে
স্বাধীনতার বীজ বৃক্ষ ফললো চটৃগ্রামে
ইতিহাসের মাষ্টারদা বীরের প্রীতি কথা
তাঁর আদলে তৈরী হলো ভগ্নি প্রীতিলতা
বয়স তখন স্বপ্ন দেখার দেহে মনে ফাগুন
প্রীতিলতার লতায় তখন জ্বলছে দ্রোহের আগুন
শিক্ষা ছিল বিত্ত ছিল চিত্ত ব্যাকুল তবু
বাংলা মায়ের সন্তান কি মানবে বৃটিশ প্রভু?
হোকনা যত ই বাঁধন ঘেরা মফস্বলের তন্বী
শ্যামলা মেয়ের বুকের ভেতর ভালোবাসার বহ্নি
সে আলো তাই প্রদীপ তো নয় একলা ঘরে কারো
বিজলী হয়ে ভয় তাড়ালো আঁধার যখন গাঢ
সময় বুঝে আলোকলতা নিজেই হলো অগ্নি
পাহাড়তলীর পাহাড় চূড়ায় প্রান দিলো সে ভগ্নি
এদেশ মাটি কেমন করে ভুলবে বলো তাঁকে?
মানুষ যদি ভুলেও যায় মা তো মনে রাখে
বিস্মরণে পাপ বাড়বে বাড়বে অপরাধ
মৌলবাদী দানব যত ই ছড়াক অপবাদ
রাজাকারের বাচ্চারা সব বলুক যে যার কথা
বাংলাদেশের প্রথম নারী শহীদ প্রীতিলতা
যত যাবে সময় তত বাড়বে যে তার দ্যুতি
দেশ কে ভালোবেসে কেউ দেয় কি আত্মাহুতি?
ভোগবাদের এই জমানায় ভাঙ্গুক নীরবতা
কন্যা আমার ভগ্নি আমার মাতা প্রীতলতা
WARNING:
Any unauthorized use
or reproduction of
'Community' content is
strictly prohibited
and constitutes
copyright infringement
liable to legal
action.
[প্রথমপাতা] |