অজয় দাশগুপ্ত
মা'কে নিয়ে দু'টি কবিতা
(১)
মা যেন আজ ছড়িয়ে আছেন বিশ্ব জগত ময়
সারা বছর সারা জীবন এমন যেন হয়
একটি দিনের মা তিনি নন , জীবনদাত্রী মাতা
আমৃত্যু এক আশার প্রদীপ মাথার ওপর ছাতা
ভালো মন্দে ভালোবাসায় না যেন হয় কম
কোন মায়ের জন্য ই নয় কোন বৃদ্ধাশ্রম
(২)
মা কোন মনে পড়ার বিষয় নয়
মা হচ্ছে চোখ মেলে দেখার
মা সবার সব সন্তানের
আবার আমার একার
সংসারে পিতাও প্রবল
মাথার ওপর ছাদ
কিন্তু মা সরে গেলে
আকাশ ও বলে কাঁদ
সুখে তাও কিছু থাকা যায়
সংকটে দূর্বিপাকে
কিছু নেই তার দেবার
তবু ভরসা করেছি মাকে
মা নেই আজ কয়েক বছর
দূর তাই বলে কেউ কাঁদে?
আমার কাঁধ নিতে পারে নাই মা কে
ভুগি সেই অপরাধে
মৃত্তিকা নেয় কোন কোন মা কে
আগুন ও যে টানে কোলে
সেই শিশুটি জন্মেই যাকে দেখে
তাকে কি কখনো ভোলে?
মা মানে এক হলুদ মাখানো
ঘাম মোছা কোন শাড়ী
আঁচলে আমার পৃথিবী জড়ানো
আমি কি ভুলিতে পারি?
দেখা হয় কিনা আবার কখনো
উত্তর কেউ জানে না
অন্তর জুড়ে অস্তিত্বেও
শুধু জেগে থাকে মা.
|