[প্রথমপাতা]

 

 

 

অজয় দাশগুপ্ত

 

লীগ সমাচার

 

 

অতীত ছিল উজ্জ্বল তাও সত্তর বা ষাটে
সে দশকে রাজনীতি ছিল মেধা মনন আর মাঠে

তখন দু চোখে স্বাধীনতা আর মুক্তির পথ আঁকা
তোমরা প্রথম উড়িয়েছিলে এ দেশের পতাকা

গড ফাদারের নাম ও ছিল না, ছিল না মগজ ক্রেতা
মাথার ওপর সূর্যের মত, বঙ্গবন্ধু নেতা

মুক্তি পাগল ছাত্র লীগ, কে আর তখন থামায়
মেধাবী ছাত্র সাধারণ নেতা পান্জাবী পাজামায়

স্বাধীনতা পেয়ে ধীর ধীরে দেখি বদলে গিয়েছে চিত্র
বন্ধুরা আজ শত্রু এবং শত্রুরা সব মিত্র

দল পাল্টানো নীতি বদলানো ছিল না কিছুই আহা রে!
জিয়ার হাতেই সর্বনাশের শুরু হিজবুল বাহারে

ছাত্র নিয়ে রাজনীতি খেলা জিন্দেগানী বরবাদ
জিয়ার পরে এক ই চাল নিয়ে মাঠ আসলেন এরশাদ

ধীরে ধীরে সব পাল্টে এখন ছাত্রলীগ ও হায়না
বিশ্বজিতের রক্ত মাখা উহাদের চেনা যায়না

কোথাও তারা মস্তান কোথাও ডাকাত ভেন্ডার
পড়া শুনা নেই কল্যান ও নেই শুধু চাঁদাবাজী টেন্ডার

এখানে ওখানে ছবিতে ই দেখি পিস্তল হাতে পালায়
নিজের নেতাকে নিজেরা বরণ করছে জুতার মালায়

বহুকাল পরে জেগে ওঠা দ্রোহে খুশীতে রঙ্গীন রাগ
জয় বাংলার শক্তি নিয়ে জেগে ওঠা শাহবাগ

যারা চেয়েছিল দখল টা নিতে করতে তাহাকে কোতল
যাদের ওপর ছোঁড়া হয়েছিল ঘৃনায় পানির বোতল

তারাই কি আজ খেলছে আবার বানরের পিঠা ভাগ?
কাদের হাতে আক্রান্ত চেতনার শাহবাগ?

যখন এদেশে কঠিন সময় ঘনঘোর অমানিশা
পালিয়ে বাঁচা ছাত্রলীগ কি দিতে পেরেছিল দিশা?

আগুন হত্যা জান নিয়ে খেলা শিবির কিংবা জামাতে
একটি দিনের জন্য ও কি পেরেছিল তারা থামাতে?

জীবন বাজী হাতে হাত রেখে রক্তিম অনুরাগে
তারুন্য এসে দাঁড়িয়েছিল চেতনার শাহবাগে

তারাই আবার জানিয়েছিল জয় বাংলার জয়
আপনা মাঝে শক্তি ধর মুক্ত কর ভয়

সে আলোর শিখা ছড়িয়েছিল আকাশে তারায় পবনে
প্রধানমন্ত্রী? তিনিও শরীক হলেন যে তাঁর ভবনে

আজ দেখি সব হিসেব উল্টে নিভছে প্রদীপ আলো
ওরাই তবে সঠিক ছিল ? সুশীল, প্রথম কালো?

পুলিশ লেলিয়ে পিটিয়ে চেতনা নিজেরে করিবে ত্রান?
ইতিহাস জুড়ে লেখা থাকবে ছাত্র লীগ অবদান

একদা কি ছিলে সে আজ অতীত এখন যা দেখি পষ্ট
কে বলে তোমরা সোনার ছেলে মূলত তোমরা নষ্ট

আমরা মানুষ অতি সাধারণ জানিনা কখন গদী কার?
তোমাদের হাতে আর যাই থাক নে ই আমাদের অধিকার।

সেদিন যারা না থাকলে কিছুতে এগুনো যেত না
সেই আমাদের শাহবাগ আর আমাদের প্রিয় চেতনা

কাউকে আমরা নেতা ভাবি না কাউকে করি না ভয়
এ দেশ তোমার একা কিছু নয় জয় জনতার জয়।
 


 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action। 

 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ