[প্রথমপাতা]

 

 

 

তুমি মনে থাকা নজরুল



-অজয় দাশগুপ্ত-

ও আমার প্রিয় বিদ্রোহী ও আমার বাউলিয়া
ও আমার দু:খ প্রতিম ও আমার চুরুলিয়া

ও আমার বাবরী দোলানো ও আমার অভিমান
ও আমার রুটি পোশাকী সেনা লেটোর দলের গান

ও আমার রোদ আগুন জ্বলা ও আমার ধুম কেতু
ও আমার রণ দামামা বাদক অ-সাম্প্রদায়িক সেতু

ও আমার জাত ও আমার পাত ও যবন ও কাফের
ও আমার গান ও বনমালা কেয়ুর হে কাঁকনের

ও আমার প্রিয় বাঁশের বাঁশরী ও আমার রণ তূর্য
ও আমার কারা শেকলের ছল ও আমার প্রেম উহ্য

ও আমার ঘুমঘোর ও আমার রণাঙ্গণ
ও আমার বাঁকা চাহনি ও আমার রমনী মোহন

ও আমার গান আমার কবিতা ও আমার প্রিয় শব্দ
ও আমার যত মুখরতা তুমি ও আমার কবি স্তব্দ

ও আমার ঘাস ও আমার মেঘ ও আমার প্রিয় ফুল
দ্রোহে নেই তুমি ক্রোধে নেই তুমি মনে থাকা নজরুল
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ