প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

অজয় দাশগুপ্ত

 

কবিতায় কিছু হয়?
 


কবিতা লিখে কি হয়?
একটি নিরীহ কবিতা আসলে কিছুই পারেনা
পারেনা বদলে দিতে চেনা রঙ ,বদলে যাওয়া কোন দৃশ্যপট
সংসারে ভাঙ্গন, দেশ জোড়া দূ:শাসন, আগুণ বা ধর্মঘট-
কিছুই ঠেকাতে পারেনা। শুধু চুপি চুপি কেড়ে নেয় -

মাঝরাতে তীর হারা তরুনী হৃদয়!

যে রমনী অলস দুপুরে ক্লান্ত জানালায়
চোখ মেলে বিরহের আসা যাওয়া দেখে
নীরিহ কবিতা কাক হয়ে উড়ে যায় ডেকে-
: ভালোবাসো !আরো একবার দেখে নাও বিরহী প্রণয়!
কবিতা লিখে আসলে কি হয়?

গীতান্জলি 'সোনার তরীর দামেও মিলবেনা কিছু
এক কেজি চাল বা আনাজ ? তাও নয় ! অনটন ঘুরবে পিছু পিছু
তবু মানুষের ঘরে ঘরে দেয়ালে দেয়ালে ধারাপাত
আত্মীয় স্বজন নয়,ছবি হয়ে ঝুলছেন রবীন্দ্রনাথ
নজরুলের ঝাঁকড়া নির্বাক চুল দূর করে সামাজিক ভয়।
আচ্ছা কবিতা লিখে আসলে কি হয়??

আমেরিকা শোনেনা। সাম্যবাদ সেও আজ সমান বেয়াড়া
কবি শুধু প্রতিবাদ, বিদ্রোহের ফেনা তোলা ঢেউ
তবু ও অকারণ রক্তপাত প্রেমহীন বিরুদ্ধতায় কেউ কেউ
আজো লেখে অন্তর্গত বিপন্ন বিস্ময়!
কবিতা লিখে আদৌ কি কিছু হয়?

তবু ও চলছে। দিন যায় কবিতার, সন্ধ্যা নামে, রাত নামে প্রায়
এখনো নতুন প্রেম পরকীয়া অথবা বিরহ বুঁদ হয়ে পড়ে আছে শুধু কবিতায়
জন্ম নাই মৃত্যু নাই নাই কোন জয় পরাজয়
এ এক অনন্ত জিজ্ঞাসা: কবিতা লিখে আসলে কি হয়?
 

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action। 

 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ