[প্রথমপাতা]

 

 

 

সময় বাজায় বাঁশী



-অজয় দাশগুপ্ত-

 

যার যা প্রাপ্য সে পাবে তা সময় বাজায় বাঁশী
কসাই কাদের তোমার গলায় পড়ছে তবে ফাঁসী

বীর বাঙ্গালি সাহস রাখো ডিসেম্বরে ভয় নাই
বিজয় মাসে কি ভেবেছো ? তোমার জন্যে জয় নাই?

বিয়াল্লিশে এসে তোমার হল শেষে পাপ ক্ষয়
জয় হোক এই দেশের মাটির জয় বাংলা বাংলার জয়

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ